

এক সুশান্তের হাতে জীবন্ত হয়ে উঠলেন আরও এক সুশান্ত! প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মোমেরমূর্তি গড়লেন আসানসোলের শিল্পী সুশান্ত রায়৷ অতীতেও একাধিক বিখ্যাত ব্যক্তিত্বের মোমের মূর্তি গড়েতাক লাগিয়ে দিয়েছেন তিনি৷ এবার সম্পূর্ণ নিজস্ব উদ্যোগে কোনও বরাত ছাড়াই সুশান্ত সিং রাজপুতেরমূর্তিটি তৈরি করেছেন শিল্পী৷Photo-ANI


আসানসোলে নিজের মিউজিয়ামেই সুশান্তের এই মূর্তিটি রেখেছেন শিল্পী সুশান্ত রায়৷ তবে কোনও সংস্থা বা ব্যক্তিগত ভাবে বরাত দিলে এই একই মূর্তি বানিয়ে দিতে পারবেন তিনি৷ আসানসোলের মিউজিয়ামে সুশান্তের সিং রাজপুতের মূর্তির দেখতে ইতিমধ্যেই ভিড় জমতে শুরু করেছে৷ প্রয়াত শিল্পীর মূর্তির সঙ্গে সেলফিও তুলছেন কেউ কেউ৷Photo-Facebook


সুশান্তবাবু জানিয়েছেন, 'আমি ওঁর খুব বড় ভক্ত ছিলাম৷ ফলে ওঁর মতো একজন অভিনেতার অকালে চলে যাওয়াটা আমায় খুবই কষ্ট দিয়েছে৷ এই মূর্তিটি আমি নিজের মিউজিয়ামের জন্যই তৈরি করেছি৷ কিন্তু সুশান্তের পরিবার চাইলে আমি আরও একটি মূর্তি তৈরি করে দিতে রাজি৷'Photo-ANI


শিল্পীর হাতের ছোঁয়ায় মোমের মূর্তিতেই যেন জীবন্ত হয়ে উঠেছেন প্রয়াত অভিনেতা৷ দেড় মাসের চেষ্টায় ৫ ফুট ১০ ইঞ্চির এই মূর্তিটি তৈরি করেছেন সুশান্ত রায়৷ মূর্তির মুখে লেগে থাকা হাসিটাও যেন অবিকল আসল সুশান্ত সিং রাজপুতের মতোই৷Photo-ANI


এর আগে বহু বিখ্যাত ব্যক্তিত্বের মোমের মূর্তি গড়েছেন সুশান্ত রায়৷ তার তৈরি নিজের মূর্তি দেখে প্রশংসা করেছিলেন প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়৷ কলকাতার মাদার ওয়াক্স মিউজিয়ামে রাখা একাধিক মোমের মূর্তিও সুশান্তবাবুর তৈরি৷ এখনও পর্যন্ত জ্যোতি বসু, অমিতাভ বচ্চন, সৌরভ গঙ্গোপাধ্যায়, সচিন তেন্ডুলকরের মতো অনেকের মোমের মূর্তি তৈরি করেছেন সুশান্ত রায়৷Photo-ANI