ফের খুশির খবর বলিউডে! তৃতীয়বার সন্তানের বাবা হলেন অর্জুন রামপাল
Bangla Editor
1/ 7
• বাবা হলেন বলি অভিনেতা অর্জুন রামপাল ৷ দুই মেয়ের পর ফের বাবা হলেন তিনি ৷
2/ 7
• গত এপ্রিলে নিজেই প্রথম সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন ফের বাবা হতে চলেছেন তিনি ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
3/ 7
• মেহের জেসিকার ২০ বছরের সম্পর্ক ভেঙে যাওয়ার পর সাউথ আফ্রিকান মডেল-অভিনেত্রী গ্যাব্রিয়েলা ডিম্যাট্রিয়াডসের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন অর্জুন ৷ তবে তাঁদের এখনও বিয়ে হয়নি ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
4/ 7
• বৃহস্পতিবার জেপি দত্তর মেয়ে নিধি দত্ত প্রথম ট্যুইটারে সুখবরটি জানান ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
5/ 7
• অর্জুন ও মেহেরের মেয়ে মাহিকা ও মাইরা হাসপাতালে নবজাতককে দেখে এসেছিল ৷ গ্যাব্রিয়েলার সঙ্গে অর্জুনের দুই মেয়ের সম্পর্কও ভাল ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
6/ 7
• মেয়ের ডেলিভারির জন্য সদ্যই সাউথ আফ্রিকা থেকে ভারতে এসেছেন গ্যাব্রিয়েলার বাবা-মা ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
7/ 7
• দুই মেয়ের পর এবার পুত্র সন্তান এল রামপাল পরিবারে ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
ফের খুশির খবর বলিউডে! তৃতীয়বার সন্তানের বাবা হলেন অর্জুন রামপাল
• মেহের জেসিকার ২০ বছরের সম্পর্ক ভেঙে যাওয়ার পর সাউথ আফ্রিকান মডেল-অভিনেত্রী গ্যাব্রিয়েলা ডিম্যাট্রিয়াডসের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন অর্জুন ৷ তবে তাঁদের এখনও বিয়ে হয়নি ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷