বেতস শরীর, গহন বক্ষবিভাজিকা, ফটোশ্যুটে সাগরতীরে আগুন ঝরাচ্ছেন অনুষ্কা শর্মা!
Last Updated:
ফোটোশুটের ছবি সোশ্যাল মিডিয়ায় এসেছে। দুষ্টু-মিষ্টি অনুষ্কার এ হেন আগুন ঝরানো ছবি থেকে চোখ সরাতে পারছেন না নেটিজেনরা!
• অনুষ্কা শর্মা (Anushka Sharma) বেশ কিছু দিন বড় পর্দায় আসেননি। অবশ্য প্রযোজক রূপে কাজ করেছেন তিনি। তবে পর্দায় না আসার আরও একটি কারণ হল সম্প্রতি মা হয়েছেন তিনি। জন্ম নিয়েছে তাঁর এবং বিরাট কোহলির (Virat Kohli) কন্যাসন্তান ভামিকা (Vamika)। দু'জনের নামের আদ্যক্ষর মিলিয়েই এই নাম বেছে নিয়েছেন কোহলি দম্পতি। অনেক চেষ্টাতেও নবজাতকের এতটুকু নাগাল পায়নি মিডিয়া। অনুষ্কা আর বিরাট চান না যে তাঁদের সন্তান ছোট থেকেই মিডিয়া অ্যাটেনশন পেয়ে বড় হোক। বরং আর পাঁচটা সাধারণ ছেলেমেয়ের মতোই তার বেড়ে ওঠা হোক, এটাই চান তাঁরা। কিছু দিন আগেই ভোগ পত্রিকার কিছু পুরনো ফটোশুটের ছবি সোশ্যাল মিডিয়ায় এসেছে। দুষ্টু-মিষ্টি অনুষ্কার এ হেন আগুন ঝরানো ছবি থেকে চোখ সরাতে পারছেন না নেটিজেনরা!
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement