

• বলিউড ফের সরগরম । একের পর এক ঘটনার প্রবাহ যেন থামতেই চাইছে না আরব সাগরের তীরে । লকডাউন শুরুর পর থেকেই বলি-পাড়ায় ঘটনার ঘনঘটা । মৃত্যু, শোক, বিতর্ক, কাদা ছোড়াছুড়ি, প্রতিহিংসা সবটাই চলছে পুরোদমে ।


• সম্প্রতি #MeToo অভিযোগে অভিযুক্ত হয়েছেন পরিচালক অনুরাগ কাশ্যপ । ৩০ বছরের নায়িকা পায়েল ঘোষ তাঁর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ আনেন । পায়েলের অভিযোগ, অনুরাগ তাঁকে যৌন হেনস্থা করেছেন । বাড়িতে ডেকে এনে ঘরে ঢুকিয়ে তাঁকে পোশাক খুলে ফেলতে বলেছিলেন কাশ্যপ । নিজেও জামাকাপড় খুলতে শুরু করেন । কোনওরকমে সে কাজে বাধা দেন পায়েল ।


• অভিনেত্রী পায়েল ঘোষের যৌন হেনস্থার অভিযোগের বিরুদ্ধে চুপ করে থাকেননি পরিচালক অনুরাগ কাশ্যপও। তাঁর বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে বলে পরিচালকের দাবি। বহু অভিনেত্রী ও মহিলা তাঁর সঙ্গে কাজ করেছেন, অনুরাগের বিরুদ্ধে কু কথা কেউ বলেননি, দাবি পরিচালকের। এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন, লিখে ট্যুইট করেন অনুরাগ।


• এরপর তপসী পান্নু, সুরভিন চাওলা, টিসকা চোপড়া-সহ অনেকেই অনুরাগের সমর্থনে মুখ খোলেন । তপসী বলেন, তাঁর মতো বড়ো নারীবাদী আর হয় না ।


• পরিচালকের সমর্থনে মুখ খুলেছিলেন তাঁর প্রথম স্ত্রী আরতি বাজাজ । প্রাক্তন স্বামীর সমর্থনে মাঠে নামেন তিনি । একটি লম্বা ইনস্টাগ্রাম পোস্টে অনুরাগের পাশে দাঁড়িয়েছেন তিনি । মেয়েদের জন্য কতটা সুরক্ষিত অনুরাগ, তিনি সকলকে কতটা কমফোর্ট জোন দেন...সবটাই লিখেছেন আরতি ।


• চুপ করে থাকলেন না অনুরাগের দ্বিতীয় পক্ষের প্রাক্তন স্ত্রী কল্কি কোয়েচলিনও । অনুরাগের সঙ্গে ডিভোর্স হওয়ার পর কল্কি এখন নতুন সম্পর্কে আবদ্ধ । বয়ফ্রেন্ড গাই হার্সবার্গের সন্তানের মা হয়েছেন সম্প্রতি ।


• লম্বা একটি ইনস্টা পোস্টে কল্কি লেখেন, অনুরাগ নিজের স্ক্রিপ্টে, ব্যক্তিগত জীবনে, কাজের ক্ষেত্রে মেয়েদের কতটা সম্মান করেন তা তিনি জানেন । নিজের সেই অভিজ্ঞতা রয়েছে । আজকাল আশেপাশে যে সার্কাসটা চলছে, সেটা লড়াই করে জিততে হবে । নায়িকা আরও লেখেন, নিজের কাজের জায়গায় যখন সমস্যায় পড়েছিলেন তিনি, তখন অনুরাগ সবসময় তাঁর পাশে ছিলেন ।