• প্রকাশ্যেই স্ত্রী অনিতার গালে চুম্বন এঁকে দিয়েছেন স্বামী রোহিত । আর সেই ছবির ক্যাপশনে অনিতা লিখেছেন, ‘‘যখনই আমি এই চুম্বন শেয়ার করি, একটা লাথি আমি অনুভব করি....এটা দারুণ এক্সাইটিং, আশ্চর্য়জনক একটা অভিজ্ঞতা...যা ভাষায় প্রকাশ করতে পারব না আমি । পৃথিবীর সমস্ত মা’রাই সম্ভবত আমার অনুভূতিগুলো বুঝতে পারছেন ।’’ Pic: Instagram