‘তৈমুর খুব তাড়াতাড়ি অন্ধ হয়ে যাবে’, নিজে মুখে এ কথা বললেন বাবা সইফ!

Last Updated:
1/8
• কোনও সন্দেহ নেই যে এ সময়ের সবচেয়ে জনপ্রিয় স্টার কিড তৈমুর আলি খান পতৌদি ৷ তৈমুর যেখানেই যাক না কেন পাপারাৎজিরা তার পিছু ধাওয়া করবেই ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
• কোনও সন্দেহ নেই যে এ সময়ের সবচেয়ে জনপ্রিয় স্টার কিড তৈমুর আলি খান পতৌদি ৷ তৈমুর যেখানেই যাক না কেন পাপারাৎজিরা তার পিছু ধাওয়া করবেই ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
2/8
• জন্মের পর থেকেই নবাব পরিবারের এই সবচেয়ে কনিষ্ঠ সদস্য সোশ্যাল মিডিয়ার হট ফেভারিট ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
• জন্মের পর থেকেই নবাব পরিবারের এই সবচেয়ে কনিষ্ঠ সদস্য সোশ্যাল মিডিয়ার হট ফেভারিট ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
3/8
• তবে তৈমুরকে নিতে মিডিয়ায় বাড়াবাড়িতে এর আগেও বেশ কয়েকবার আপত্তি তুলেছিলেন সইফ-করিনা ৷ তবে তাতে তেমন কর্ণপাত করেনি ফোটোশিকারীর দল ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
• তবে তৈমুরকে নিতে মিডিয়ায় বাড়াবাড়িতে এর আগেও বেশ কয়েকবার আপত্তি তুলেছিলেন সইফ-করিনা ৷ তবে তাতে তেমন কর্ণপাত করেনি ফোটোশিকারীর দল ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
4/8
• পতৌদি হাউজের সামনে ভিড় জমানো থেকে শুরু করে, তৈমুরের প্লে-স্কুল, পার্ক সব জায়গাতেই ওঁত পেতে থাকেন তাঁরা ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
• পতৌদি হাউজের সামনে ভিড় জমানো থেকে শুরু করে, তৈমুরের প্লে-স্কুল, পার্ক সব জায়গাতেই ওঁত পেতে থাকেন তাঁরা ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
5/8
• সম্প্রতি বাবা-মায়ের সঙ্গে আউটিংয়ে বেরিয়েছিল ছোট্ট তৈমুর ৷ মাথায় লাল টুপি পরে বাবার কাঁধে চেপে যাচ্ছিল সে ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
• সম্প্রতি বাবা-মায়ের সঙ্গে আউটিংয়ে বেরিয়েছিল ছোট্ট তৈমুর ৷ মাথায় লাল টুপি পরে বাবার কাঁধে চেপে যাচ্ছিল সে ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
6/8
• স্বাভাবিকভাবেই তৈমুরকে দেখেই ঝাঁপিয়ে পড়ে পাপারাৎজিরা ৷ একের পর এক ফ্ল্যাশ ঝলসে ওঠে ৷ এতেই ধর্যের বাঁধ ভাঙে সইফের ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
• স্বাভাবিকভাবেই তৈমুরকে দেখেই ঝাঁপিয়ে পড়ে পাপারাৎজিরা ৷ একের পর এক ফ্ল্যাশ ঝলসে ওঠে ৷ এতেই ধর্যের বাঁধ ভাঙে সইফের ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
7/8
• ফোটোগ্রাফারদের লক্ষ্য করে তিনি বলে ওঠেন, ‘‘প্লিজ এবার বন্ধ করুন ৷ এত ফ্ল্যাশের আলোয় আমার বাচ্চা খুব তাড়াতাড়ি অন্ধ হয়ে যাবে ৷’’ ছবি: ইনস্টাগ্রাম ৷
• ফোটোগ্রাফারদের লক্ষ্য করে তিনি বলে ওঠেন, ‘‘প্লিজ এবার বন্ধ করুন ৷ এত ফ্ল্যাশের আলোয় আমার বাচ্চা খুব তাড়াতাড়ি অন্ধ হয়ে যাবে ৷’’ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
8/8
• সইফ এ হেন কথা ও ব্যবহারে বিতর্কের সূচনা হয়েছে ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
• সইফ এ হেন কথা ও ব্যবহারে বিতর্কের সূচনা হয়েছে ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
advertisement
advertisement