গর্ভে নড়ছে সন্তান...ছবি দেখে আবেগে ভাসলেন এই বলি নায়িকা

Last Updated:
1/8
• মা হতে চলেছেন নায়িকা এমি জ্যাকসন ৷ এই মুহূর্তে হবু বরের সঙ্গে তাই সময়টা দারুণ এনজয় করছেন তিনি ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
• মা হতে চলেছেন নায়িকা এমি জ্যাকসন ৷ এই মুহূর্তে হবু বরের সঙ্গে তাই সময়টা দারুণ এনজয় করছেন তিনি ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
2/8
• তিনি বলিউডে তেমন নজর কাড়তে পারেননি ঠিকই ৷ কিন্তু দক্ষিণী ছবিতে তাঁর একাধিক ছবি সুপার-ডুপার হিট ৷ মা হতে চলেছেন সেই এমি জ্যাকসন ৷ বহুদিনের বরফ্রেন্ড জর্জ পেনিইয়টের সঙ্গে এখন চুটিয়ে এই সময়টা এনজয় করছেন এমি ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
• তিনি বলিউডে তেমন নজর কাড়তে পারেননি ঠিকই ৷ কিন্তু দক্ষিণী ছবিতে তাঁর একাধিক ছবি সুপার-ডুপার হিট ৷ মা হতে চলেছেন সেই এমি জ্যাকসন ৷ বহুদিনের বরফ্রেন্ড জর্জ পেনিইয়টের সঙ্গে এখন চুটিয়ে এই সময়টা এনজয় করছেন এমি ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
3/8
• পেশায় ব্যবসায়ী জর্জের সঙ্গে তাঁর গর্বভতী হওয়ার খবর ১ জানুয়ারি সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন ‘সিং ইজ কিং’-এর নায়িকা ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
• পেশায় ব্যবসায়ী জর্জের সঙ্গে তাঁর গর্বভতী হওয়ার খবর ১ জানুয়ারি সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন ‘সিং ইজ কিং’-এর নায়িকা ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
4/8
• ইনস্টাগ্রামে তিনি লিখেছিলেন, ‘‘আমি ছাদে উঠে গোটা বিশ্বকে চিৎকার করে এই খবরটা জানাতে চাই ৷ আর আজকের দিনটা মাতৃ দিবস হিসেবে যথার্থ আমার কাছে ৷ আমি ইতিমধ্যেই পৃথিবীর অন্য সব কিছুর থেকেও বেশি ভালোবাসতে শুরু করেছি ৷ প্রকৃত এবং সৎ ভালোবাসা ৷ আমার ছোট্ট লিব্রা তোমাকে দেখার জন্য আমাদের আর তর সহ্য হচ্ছে না ৷’’ ছবি: ইনস্টাগ্রাম ৷
• ইনস্টাগ্রামে তিনি লিখেছিলেন, ‘‘আমি ছাদে উঠে গোটা বিশ্বকে চিৎকার করে এই খবরটা জানাতে চাই ৷ আর আজকের দিনটা মাতৃ দিবস হিসেবে যথার্থ আমার কাছে ৷ আমি ইতিমধ্যেই পৃথিবীর অন্য সব কিছুর থেকেও বেশি ভালোবাসতে শুরু করেছি ৷ প্রকৃত এবং সৎ ভালোবাসা ৷ আমার ছোট্ট লিব্রা তোমাকে দেখার জন্য আমাদের আর তর সহ্য হচ্ছে না ৷’’ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
5/8
• ২০২০-র প্রথম দিকে মা হওয়ার পর বিয়ে করবেন এমি ও জর্জ ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
• ২০২০-র প্রথম দিকে মা হওয়ার পর বিয়ে করবেন এমি ও জর্জ ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
6/8
• তার আগে অবশ্য লন্ডনে সেরে ফেলেছেন এনগেজমেন্ট ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
• তার আগে অবশ্য লন্ডনে সেরে ফেলেছেন এনগেজমেন্ট ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
7/8
• এবার পিতৃদিবসে উইশ করলেন হবু বরকে ৷ আর কয়েকদিনের মধ্যেই নতুন অতিথি আসছে তাঁদের পরিবারে ৷ তাই সেই হিসেবে এটাই জর্জের প্রথম ফাদার্স ডে ৷
• এবার পিতৃদিবসে উইশ করলেন হবু বরকে ৷ আর কয়েকদিনের মধ্যেই নতুন অতিথি আসছে তাঁদের পরিবারে ৷ তাই সেই হিসেবে এটাই জর্জের প্রথম ফাদার্স ডে ৷
advertisement
8/8
• আল্ট্রাসোনোগ্রাফির ছবি পোস্ট করলেন এমি ৷ জর্জের উদ্দেশ্যে লিখলেন, ‘তুমি একজন অসাধারণ বাবা হয়ে উঠতে চলেছ ৷ আমরা তোমাকে খুব ভালবাসি ৷’’
• আল্ট্রাসোনোগ্রাফির ছবি পোস্ট করলেন এমি ৷ জর্জের উদ্দেশ্যে লিখলেন, ‘তুমি একজন অসাধারণ বাবা হয়ে উঠতে চলেছ ৷ আমরা তোমাকে খুব ভালবাসি ৷’’
advertisement
advertisement
advertisement