

*২০২০-র নভেম্বরে মা হয়েছেন ‘বিবাহ’ অভিনেত্রী অমৃতা রাও। আর জে আনমোল এবং অমৃতা রাও তাঁদের প্রথম সন্তানের নাম জানিয়েছিলেন জন্মের পরেই। ছবি: ইনস্টাগ্রাম।


*ঠিক চারমাস বয়স হতেই তাকে প্রকাশ্যে আনলেন তাঁরা। বৃহস্পতিবার সকালে বাবা আরজে আনমোল তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে তিনজনের একটি ছবি শেয়ার করেন। মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় ছবিটি। ছবি: ইনস্টাগ্রাম।


*ছবিতে দেখা যাচ্ছে দুধ সাদা বিছানায় সাদা পোশাকে তিনজনেই। সেখানে স্বামী আনমোলকে জড়িয়ে রয়েছেন অমৃতা। আনমোল জড়িয়ে রয়েছেন ছেলে বীরকে। ছবি: ইনস্টাগ্রাম।


*ছবিতে আনমোল এবং অমৃতা এক দৃষ্টিতে দেখছেন তাঁদের সন্তানকে।মা-বাবার কান্ড দেখে চোখ বুজে হাসছে একরত্তিও। ছবির ক্যাপশনে আনমোল লিখেছেন, ‘আমাদের পৃথিবী, আমাদের আনন্দ’। এর পর হ্যাশট্যাগে জুড়ে দিয়েছেন বীরের নাম। ছবি: ইনস্টাগ্রাম।


*ছেলের প্রথম ছবি প্রকাশ্যে নিয়ে আসার পরে মঙ্গলবার আরও একটি ছবি শেয়ার করেছেন নতুন বাবা। সেখানে ছেলেকে স্তন্যপান করাচ্ছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী অমৃতা রাও। জীবনের সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করেন তিনি। তারপর সেই ছবি শেয়ার করেন নেট দুনিয়ায়। মুহূর্তের মধ্যে আদুরে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। ছবি: ইনস্টাগ্রাম।


*প্রসঙ্গত, ২ নভেম্বর প্রথম সন্তানের জন্ম দিয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী অমৃতা রাও। তবে মা হতে চলার খবরটা প্রথমেই প্রকাশ করেননি অভিনেত্রী। অক্টোবরে নবরাত্রির আগে সামনে আনেন সুখবর। ছবি: ইনস্টাগ্রাম।