নিজের হাতে জুতো পরিয়ে, আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরাচ্ছেন স্বরা ভাস্কর !

Last Updated:
ইতিমধ্যেই ১৩৫০ জন শ্রমিককে বাড়ি পৌঁছে দিতে টিকিটের ব্যবস্থা করেছেন তিনি।
1/6
ভারতবর্ষ হেঁটে চলেছে। দিন রাত এক করে রাস্তায় হেঁটে চলেছে গোটা দেশ। পরিযায়ী শ্রমিকরা ফিরতে চায় তাঁদের ঘরে। সাহায্যের জন্য এগিয়ে এসেছেন সোনু সুদ। অমিতাভ বচ্চন। এবার এলেন স্বরা ভাস্কর। photo source Instagram
ভারতবর্ষ হেঁটে চলেছে। দিন রাত এক করে রাস্তায় হেঁটে চলেছে গোটা দেশ। পরিযায়ী শ্রমিকরা ফিরতে চায় তাঁদের ঘরে। সাহায্যের জন্য এগিয়ে এসেছেন সোনু সুদ। অমিতাভ বচ্চন। এবার এলেন স্বরা ভাস্কর। photo source Instagram
advertisement
2/6
সরকারের অনুমতি নিয়েই দেশের বিভিন্ন প্রান্তে আটকে থাকা শ্রমিকদের জন্য ট্রেনের টিকিটের ব্যবস্থা করছেন স্বরা। photo source Instagram
সরকারের অনুমতি নিয়েই দেশের বিভিন্ন প্রান্তে আটকে থাকা শ্রমিকদের জন্য ট্রেনের টিকিটের ব্যবস্থা করছেন স্বরা। photo source Instagram
advertisement
3/6
ইতিমধ্যেই ১৩৫০ জন শ্রমিককে বাড়ি পৌঁছে দিতে টিকিটের ব্যবস্থা করেছেন তিনি।photo source Instagram
ইতিমধ্যেই ১৩৫০ জন শ্রমিককে বাড়ি পৌঁছে দিতে টিকিটের ব্যবস্থা করেছেন তিনি।photo source Instagram
advertisement
4/6
দিল্লির নানা জায়গায় ছড়িয়ে থাকা শ্রমিকদের সঙ্গে কথা বলছেন তিনি। তারপর তাঁদের হাতে বাড়ি ফেরার টিকিট তুলে দিচ্ছেন। photo source Instagram
দিল্লির নানা জায়গায় ছড়িয়ে থাকা শ্রমিকদের সঙ্গে কথা বলছেন তিনি। তারপর তাঁদের হাতে বাড়ি ফেরার টিকিট তুলে দিচ্ছেন। photo source Instagram
advertisement
5/6
শুধু টিকিট নয়। পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন জুতোও দিচ্ছেন তিনি। ৫০০ জোড়া জুতো দেওয়া হয়ে গিয়েছে। আরও দেবেন। জল, খাবারের ব্যবস্থাও করছেন। photo source Instagram
শুধু টিকিট নয়। পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন জুতোও দিচ্ছেন তিনি। ৫০০ জোড়া জুতো দেওয়া হয়ে গিয়েছে। আরও দেবেন। জল, খাবারের ব্যবস্থাও করছেন। photo source Instagram
advertisement
6/6
স্বরা জানিয়েছেন, রাস্তায় এত মানুষ হেঁটে চলেছে। আর আমরা শান্তিতে ঘরে ঘুমিয়ে থাকবো ? এ হয় না। লজ্জা হচ্ছিল। তাই পথে নামতে হল। ওরা বাড়ি ফিরলেই শান্তি। photo source Instagram
স্বরা জানিয়েছেন, রাস্তায় এত মানুষ হেঁটে চলেছে। আর আমরা শান্তিতে ঘরে ঘুমিয়ে থাকবো ? এ হয় না। লজ্জা হচ্ছিল। তাই পথে নামতে হল। ওরা বাড়ি ফিরলেই শান্তি। photo source Instagram
advertisement
advertisement
advertisement