Bollywood Actress Birthday: লিপলকে শিহরণ! 'যৌনতা'র দৃশ্যে ঝড় তুলেছিলেন বলিউডে, ১৯ বছরের কেরিয়ারেএকাধিক ছবি ফ্লপ, কোথায় হারিয়ে গেলেন 'এই' নায়িকা?

Last Updated:
Bollywood Actress Birthday: ৪০-এ পা দিলেন বলি অভিনেত্রী তনুশ্রী দত্ত৷ অভিনেত্রীর ব্যক্তিগত ও পেশাগত জীবন কাহিনি শুনলে চমকে যাবেন৷ একাধিক তারকার সঙ্গে নাম জড়ালেও আজও তিনি সিঙ্গল৷
1/10
বলিউডের এমন অনেক লাস্যময়ী অভিনেত্রী আছেন যারা অনেকেই রাতারাতি নেটদুনিয়ার সেনসেশন হয়ে গেছিলেন৷  তেমনই একজন অভিনেত্রী হলেন তনুশ্রী দত্ত৷ ২০০৫ সালে বলিউড পেয়েছিল এমন একজন স্পষ্টভাষী অভিনেত্রীকে  যার ফিল্মি কেরিয়ার খুব ছোট ছিল।
বলিউডের এমন অনেক লাস্যময়ী অভিনেত্রী আছেন যারা অনেকেই রাতারাতি নেটদুনিয়ার সেনসেশন হয়ে গেছিলেন৷ তেমনই একজন অভিনেত্রী হলেন তনুশ্রী দত্ত৷ ২০০৫ সালে বলিউড পেয়েছিল এমন একজন স্পষ্টভাষী অভিনেত্রীকে যার ফিল্মি কেরিয়ার খুব ছোট ছিল।
advertisement
2/10
৪০-এ পা দিলেন বলি অভিনেত্রী তনুশ্রী দত্ত৷ অভিনেত্রীর ব্যক্তিগত ও পেশাগত জীবন কাহিনি শুনলে চমকে যাবেন৷ একাধিক তারকার সঙ্গে নাম জড়ালেও আজও তিনি সিঙ্গল৷
৪০-এ পা দিলেন বলি অভিনেত্রী তনুশ্রী দত্ত৷ অভিনেত্রীর ব্যক্তিগত ও পেশাগত জীবন কাহিনি শুনলে চমকে যাবেন৷ একাধিক তারকার সঙ্গে নাম জড়ালেও আজও তিনি সিঙ্গল৷
advertisement
3/10
২০০৪ সালে মাত্র ২০ বছর বয়সে ফেমিনা মিস ইন্ডিয়া ইউনিভার্সের খেতাব জিতেছিলেন  তনুশ্রী দত্ত। সেই  বছরই মিস ইউনিভার্স সুন্দরী প্রতিযোগিতায় সেরা ১০-এ জায়গা করে নিয়েছিলেন।
২০০৪ সালে মাত্র ২০ বছর বয়সে ফেমিনা মিস ইন্ডিয়া ইউনিভার্সের খেতাব জিতেছিলেন তনুশ্রী দত্ত। সেই বছরই মিস ইউনিভার্স সুন্দরী প্রতিযোগিতায় সেরা ১০-এ জায়গা করে নিয়েছিলেন।
advertisement
4/10
মিস ইন্ডিয়া হওয়ার পর বলিউডে অভিষেক হয় তনুশ্রীর৷ ২০০৫ সালে ফ্লপ ছবি 'চকোলেট' দিয়ে বলিউডে অভিষেক হয় নায়িকার৷ তারপর ইমরান হাশমির সঙ্গে দ্বিতীয় ছবি  'আশিক বানায়া আপনে'-তে নেটদুনিয়ার হট সেনসেশন হয়ে ওঠেন তনুশ্রী দত্ত।
মিস ইন্ডিয়া হওয়ার পর বলিউডে অভিষেক হয় তনুশ্রীর৷ ২০০৫ সালে ফ্লপ ছবি 'চকোলেট' দিয়ে বলিউডে অভিষেক হয় নায়িকার৷ তারপর ইমরান হাশমির সঙ্গে দ্বিতীয় ছবি 'আশিক বানায়া আপনে'-তে নেটদুনিয়ার হট সেনসেশন হয়ে ওঠেন তনুশ্রী দত্ত।
advertisement
5/10
ইমরান হাশমি ও তনুশ্রী দত্তের গভীর চুম্বনের দৃশ্য নাড়িয়ে দিয়েছিল গোটা বি-টাউনকে৷ 'আশিক বানায়া আপনে' ছবির সেই চুম্বনের দৃশ্য আজও সকলের মনে গাথা ৷ তবে ইমরান সিরিয়াল কিসার তকমা পেলেও আচমকা যেন হারিয়ে গেলেন তনুশ্রী দত্ত৷
ইমরান হাশমি ও তনুশ্রী দত্তের গভীর চুম্বনের দৃশ্য নাড়িয়ে দিয়েছিল গোটা বি-টাউনকে৷ 'আশিক বানায়া আপনে' ছবির সেই চুম্বনের দৃশ্য আজও সকলের মনে গাথা ৷ তবে ইমরান সিরিয়াল কিসার তকমা পেলেও আচমকা যেন হারিয়ে গেলেন তনুশ্রী দত্ত৷
advertisement
6/10
সাহসী অবতারে কখনও গাঢ় চুম্বন দৃশ্যে তো কখনও আবার বিছানায় অন্তরঙ্গতা সবেতেই ঝড় তুলেছিলেন তনুশ্রী৷ ছবিতে ইমরানের সঙ্গে তনুশ্রীর জুটি বেশ পছন্দ হয়েছিল দর্শকদের। কিন্তু দুর্ভাগ্যবশত এই ছবিটিও বক্স অফিসে ফ্লপ হয়। তবে ছবির গানগুলোও ছিল সুপারহিট।
সাহসী অবতারে কখনও গাঢ় চুম্বন দৃশ্যে তো কখনও আবার বিছানায় অন্তরঙ্গতা সবেতেই ঝড় তুলেছিলেন তনুশ্রী৷ ছবিতে ইমরানের সঙ্গে তনুশ্রীর জুটি বেশ পছন্দ হয়েছিল দর্শকদের। কিন্তু দুর্ভাগ্যবশত এই ছবিটিও বক্স অফিসে ফ্লপ হয়। তবে ছবির গানগুলোও ছিল সুপারহিট।
advertisement
7/10
মাত্র ১৯ বছরের কেরিয়ারে প্রায় ৫-৭ টি ছবিতে কাজ করেছিলেন তনুশ্রী দত্ত৷  তার মধ্যে বেশিরভাগ ছবিই ফ্লপ ছিল৷  বলিউডের সুপার ফ্লপ অভিনেত্রীদের মধ্যে তিনিও রয়েছেন৷
মাত্র ১৯ বছরের কেরিয়ারে প্রায় ৫-৭ টি ছবিতে কাজ করেছিলেন তনুশ্রী দত্ত৷ তার মধ্যে বেশিরভাগ ছবিই ফ্লপ ছিল৷ বলিউডের সুপার ফ্লপ অভিনেত্রীদের মধ্যে তিনিও রয়েছেন৷
advertisement
8/10
বলিউডের গ্ল্যামারের ঝলকানি থেকে এখন তিনি অনেক দূরে৷ সিনেমা তো দূর, খুব একটা লাইমলাইটেও থাকেন না তিনি৷ ২০১০ সালে  'অ্যাপার্টমেন্ট' ছবিতে শেষবারের মতো দেখা গিয়েছে তনুশ্রীকে৷
বলিউডের গ্ল্যামারের ঝলকানি থেকে এখন তিনি অনেক দূরে৷ সিনেমা তো দূর, খুব একটা লাইমলাইটেও থাকেন না তিনি৷ ২০১০ সালে 'অ্যাপার্টমেন্ট' ছবিতে শেষবারের মতো দেখা গিয়েছে তনুশ্রীকে৷
advertisement
9/10
২০১৩ সালে বলিউড তোলপাড় হয়ে গিয়েছিল তনুশ্রীর এক মন্তব্যে৷ নানা পাটেকরের বিরুদ্ধে মিটু অভিযোগ এনেছিলেন বলি নায়িকা৷ এতটাই মানসিক চাপে ভুগেছিলেন যে কাজ থেক বিরতি নিতে হয়েছিল৷
২০১৩ সালে বলিউড তোলপাড় হয়ে গিয়েছিল তনুশ্রীর এক মন্তব্যে৷ নানা পাটেকরের বিরুদ্ধে মিটু অভিযোগ এনেছিলেন বলি নায়িকা৷ এতটাই মানসিক চাপে ভুগেছিলেন যে কাজ থেক বিরতি নিতে হয়েছিল৷
advertisement
10/10
তিনি বলেছিলেন প্রথম দেড় বছর আশ্রমেই কাটিয়েছিলেন৷ শুধু তাই নয়, বিষণ্ণতা কাটিয়ে ওঠার জন্য তিনি লাদাখ ভ্রমণ করেছিলেন। যেখানে তিনি বৌদ্ধ ধ্যানমূলক শ্বাস-প্রশ্বাসের কৌশল শিখেছিলেন।
তিনি বলেছিলেন প্রথম দেড় বছর আশ্রমেই কাটিয়েছিলেন৷ শুধু তাই নয়, বিষণ্ণতা কাটিয়ে ওঠার জন্য তিনি লাদাখ ভ্রমণ করেছিলেন। যেখানে তিনি বৌদ্ধ ধ্যানমূলক শ্বাস-প্রশ্বাসের কৌশল শিখেছিলেন।
advertisement
advertisement
advertisement