Guess the Celebrity: ঘনিষ্ঠ দৃশ্যে ঠোঁটঠাসা চু্ম্বন! পর্দায় শিহরণ জাগানো 'এই' অভিনেত্রীকে দেখলে এখন চিনতে পারবেন না, বলুন তো কে?

Last Updated:
Guess the Celebrity: বলিউডের এমন অনেক লাস্যময়ী অভিনেত্রী আছেন যারা অনেকেই রাতারাতি নেটদুনিয়ার সেনসেশন হয়ে গেছিলেন৷ কখনও গাঢ় চুম্বন দৃশ্য তো কখনও আবার বিছানায় অন্তরঙ্গতা সবেতেই ঝড় তুলেছিলেন দর্শকদের মনে৷
1/7
বলিউডের এমন অনেক লাস্যময়ী অভিনেত্রী আছেন যারা অনেকেই রাতারাতি নেটদুনিয়ার সেনসেশন হয়ে গেছিলেন৷ কখনও গাঢ় চুম্বন দৃশ্য তো কখনও আবার বিছানায় অন্তরঙ্গতা সবেতেই ঝড় তুলেছিলেন দর্শকদের মনে৷তেমনই একজন হলেন এই অভিনেত্রী৷ যিনি রাতের ঘুম কেড়ে নিয়েছিলেন ভক্তদের৷
বলিউডের এমন অনেক লাস্যময়ী অভিনেত্রী আছেন যারা অনেকেই রাতারাতি নেটদুনিয়ার সেনসেশন হয়ে গেছিলেন৷ কখনও গাঢ় চুম্বন দৃশ্য তো কখনও আবার বিছানায় অন্তরঙ্গতা সবেতেই ঝড় তুলেছিলেন দর্শকদের মনে৷তেমনই একজন হলেন এই অভিনেত্রী৷ যিনি রাতের ঘুম কেড়ে নিয়েছিলেন ভক্তদের৷
advertisement
2/7
সকলে এতক্ষণে বুঝেও গেছেন কার কথা বলা হচ্ছে৷ তিনি হলেন বলিউডের বাঙালি কন্যা তনুশ্রী দত্ত৷ রাতারাতি ইমরানের বিপরীতে তাঁর রোম্যান্স নজর কেড়েছিল সকল অনুরাগীদের৷
সকলে এতক্ষণে বুঝেও গেছেন কার কথা বলা হচ্ছে৷ তিনি হলেন বলিউডের বাঙালি কন্যা তনুশ্রী দত্ত৷ রাতারাতি ইমরানের বিপরীতে তাঁর রোম্যান্স নজর কেড়েছিল সকল অনুরাগীদের৷
advertisement
3/7
ইমরান হাশমি ও তনুশ্রী দত্তের গভীর চুম্বনের দৃশ্য নাড়িয়ে দিয়েছিল গোটা বি-টাউনকে৷ 'আশিক বানায়া আপনে' ছবির সেই চুম্বনের দৃশ্য আজও সকলের মন কাড়ে৷ তবে ইমরান সিরিয়াল কিসার তকমা পেলেও আচমকা যেন হারিয়ে গেলেন তনুশ্রী দত্ত৷
ইমরান হাশমি ও তনুশ্রী দত্তের গভীর চুম্বনের দৃশ্য নাড়িয়ে দিয়েছিল গোটা বি-টাউনকে৷ 'আশিক বানায়া আপনে' ছবির সেই চুম্বনের দৃশ্য আজও সকলের মন কাড়ে৷ তবে ইমরান সিরিয়াল কিসার তকমা পেলেও আচমকা যেন হারিয়ে গেলেন তনুশ্রী দত্ত৷
advertisement
4/7
বলিউডের গ্ল্যামারের ঝলকানি থেকে এখন তিনি অনেক দূরে৷ সিনেমা তো দূর, খুব একটা লাইমলাইটেও থাকেন না তিনি৷ ২০১০ সালে ‘অ্যাপার্টমেন্ট’ ছবিতে শেষবারের মতো দেখা গিয়েছে তনুশ্রীকে৷
বলিউডের গ্ল্যামারের ঝলকানি থেকে এখন তিনি অনেক দূরে৷ সিনেমা তো দূর, খুব একটা লাইমলাইটেও থাকেন না তিনি৷ ২০১০ সালে ‘অ্যাপার্টমেন্ট’ ছবিতে শেষবারের মতো দেখা গিয়েছে তনুশ্রীকে৷
advertisement
5/7
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ধুমকেতুর মতো আগমন হল বলি নায়িকার৷ আচমকাই একটি রিল ভিডিও শেয়ার করে শিরোনামে উঠে এসেছেন বলিউডের এই নায়িকা৷ তবে প্রথম দেখাতেই তাকে চেনাই দায়৷
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ধুমকেতুর মতো আগমন হল বলি নায়িকার৷ আচমকাই একটি রিল ভিডিও শেয়ার করে শিরোনামে উঠে এসেছেন বলিউডের এই নায়িকা৷ তবে প্রথম দেখাতেই তাকে চেনাই দায়৷
advertisement
6/7
'আশিক বানায়া আপনে' ছবির একটি গানের সঙ্গে ভিডিও পোস্ট করেছেন তনুশ্রী দত্ত৷ তবে তিনি একা নন, পাশে ইশান নামের একজন ভিডিও ক্রিয়েটারের সঙ্গে তাকে নাচতে দেখা গেছে৷ লং গাউন, খোলা চুলে লাস্যময়ী লুকে বেশ ঘনিষ্ঠভাবে ধরা দিয়েছেন নায়িকা৷
'আশিক বানায়া আপনে' ছবির একটি গানের সঙ্গে ভিডিও পোস্ট করেছেন তনুশ্রী দত্ত৷ তবে তিনি একা নন, পাশে ইশান নামের একজন ভিডিও ক্রিয়েটারের সঙ্গে তাকে নাচতে দেখা গেছে৷ লং গাউন, খোলা চুলে লাস্যময়ী লুকে বেশ ঘনিষ্ঠভাবে ধরা দিয়েছেন নায়িকা৷
advertisement
7/7
তনুশ্রীর ভিডিও ভাইরাল হতে খুব বেশি সময় লাগেনি৷ কমেন্টে ভরে গিয়েছে নেটদুনিয়া৷ অভিনেত্রীর ওজন আগের তুলনায় অনেকটা বেড়ে গেছে, তবে মুখের এক্সপ্রেশন নিয়ে প্রশংসা করেছেন অনুরাগীরা৷ উল্লেখ্য, দিনকয়েক আগেই ইমরানের সঙ্গে চুম্বন দৃশ্য নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছিলেন তনুশ্রী দত্ত৷
তনুশ্রীর ভিডিও ভাইরাল হতে খুব বেশি সময় লাগেনি৷ কমেন্টে ভরে গিয়েছে নেটদুনিয়া৷ অভিনেত্রীর ওজন আগের তুলনায় অনেকটা বেড়ে গেছে, তবে মুখের এক্সপ্রেশন নিয়ে প্রশংসা করেছেন অনুরাগীরা৷ উল্লেখ্য, দিনকয়েক আগেই ইমরানের সঙ্গে চুম্বন দৃশ্য নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছিলেন তনুশ্রী দত্ত৷
advertisement
advertisement
advertisement