জনপ্রিয় অভিনেত্রীর বর্তমান স্বামীকে নিয়ে বিস্ফোরক প্রাক্তন স্বামী, বললেন ওর নজর আমার মেয়ের দিকে!

Last Updated:
আরও জানানো হয় যে মেয়েকে মডেলদের অশ্লীল ছবি দেখানো হত৷
1/8
প্রাক্তন স্বামী অত্যাচার করত৷ মারধর করত৷ তাই সেই ঘর ভেঙেছিলেন অভিনেত্রী৷ কিন্তু বর্তমান স্বামীও একইভাবে নির্যাতন করছেন৷ আর শুধু নির্যাতনই নয়, এবার নজর অভিনেত্রী আগের পক্ষের মেয়ের দিকে....
প্রাক্তন স্বামী অত্যাচার করত৷ মারধর করত৷ তাই সেই ঘর ভেঙেছিলেন অভিনেত্রী৷ কিন্তু বর্তমান স্বামীও একইভাবে নির্যাতন করছেন৷ আর শুধু নির্যাতনই নয়, এবার নজর অভিনেত্রী আগের পক্ষের মেয়ের দিকে....
advertisement
2/8
এমনই গুরুতর অভিযোগ এনেছেন অভিনেত্রী৷ এই সময় মুখ খুলেছেন তার প্রাক্তন স্বামীও৷ তিনি বলছেন যে একবার আমি ওদের বাড়ি গিয়েছিলাম৷ তখন আমার মেয়ে একাই বাড়িতে ছিল৷ আমি দরজা ঠেলে দেখি যে লোলুপ দৃষ্টিতে ও আমার মেয়েকে দেখছে৷ শুধু দেখা নয়, ও আমার মেয়েকে খারাপভাবে স্পর্ষও করছিল৷
এমনই গুরুতর অভিযোগ এনেছেন অভিনেত্রী৷ এই সময় মুখ খুলেছেন তার প্রাক্তন স্বামীও৷ তিনি বলছেন যে একবার আমি ওদের বাড়ি গিয়েছিলাম৷ তখন আমার মেয়ে একাই বাড়িতে ছিল৷ আমি দরজা ঠেলে দেখি যে লোলুপ দৃষ্টিতে ও আমার মেয়েকে দেখছে৷ শুধু দেখা নয়, ও আমার মেয়েকে খারাপভাবে স্পর্ষও করছিল৷
advertisement
3/8
জনপ্রিয় হিন্দি সিরিয়ালের অভিনেত্রী শ্বেতা তিওয়ারি৷ বর্তমান স্বামী অভিনব কোহলিকে নিয়ে থানায় অভিযোগ জানিয়েছেন তিনি৷ অভিযোগ করেছেন যে অভিনব তাকে নিয়মিত অত্যাচার করছেন৷ এর ফলে গ্রেফতার করা হয়েছে তাকে৷ তার বিরুদ্ধে 509, 354 (a), 323, 504, 506 ধারা আনা হয়েছে৷
জনপ্রিয় হিন্দি সিরিয়ালের অভিনেত্রী শ্বেতা তিওয়ারি৷ বর্তমান স্বামী অভিনব কোহলিকে নিয়ে থানায় অভিযোগ জানিয়েছেন তিনি৷ অভিযোগ করেছেন যে অভিনব তাকে নিয়মিত অত্যাচার করছেন৷ এর ফলে গ্রেফতার করা হয়েছে তাকে৷ তার বিরুদ্ধে 509, 354 (a), 323, 504, 506 ধারা আনা হয়েছে৷
advertisement
4/8
তবে শুধু শ্বেতার অভিযোগ নয়৷ শ্বেতার আগের পক্ষের স্বামী রাজা চৌধুরিও অভিযোগ করেন যে অভিনবের তার ও শ্বেতার মেয়ে পালকের ওপর নজর রয়েছে৷
তবে শুধু শ্বেতার অভিযোগ নয়৷ শ্বেতার আগের পক্ষের স্বামী রাজা চৌধুরিও অভিযোগ করেন যে অভিনবের তার ও শ্বেতার মেয়ে পালকের ওপর নজর রয়েছে৷
advertisement
5/8
২০১৩-এ তিনি অভিনব কোহলির সঙ্গে বিয়ে করেন৷ ২০১৬এ তাদের সন্তান রেয়ানশের জন্ম হয়৷ এর আগে রাজা চৌধুরীর সঙ্গে বিয়ে হয় শ্বেতার৷ কিন্তু সেখানেও বধূ নির্যাতনের অভিযোগে বিবাহ বিচ্ছেদ হয় শ্বেতার৷
২০১৩-এ তিনি অভিনব কোহলির সঙ্গে বিয়ে করেন৷ ২০১৬এ তাদের সন্তান রেয়ানশের জন্ম হয়৷ এর আগে রাজা চৌধুরীর সঙ্গে বিয়ে হয় শ্বেতার৷ কিন্তু সেখানেও বধূ নির্যাতনের অভিযোগে বিবাহ বিচ্ছেদ হয় শ্বেতার৷
advertisement
6/8
তিনি অভিযোগ করেছেন যে শ্বেতা যে সময় রিয়ালিটি শোয়ের শ্যুটিং-এ ব্যস্ত ছিলেন, সে সময় বাড়িতে পালকের খেয়াল রাখার থেকে আর শরীর খারাপভাবে ছুঁত অভিনব৷
তিনি অভিযোগ করেছেন যে শ্বেতা যে সময় রিয়ালিটি শোয়ের শ্যুটিং-এ ব্যস্ত ছিলেন, সে সময় বাড়িতে পালকের খেয়াল রাখার থেকে আর শরীর খারাপভাবে ছুঁত অভিনব৷
advertisement
7/8
সামতা নগর থানায় অভিযোগ জানাতে গিয়ে শ্বেতা কান্নায় ভেঙে পড়ে৷ থানার বাইরে এসে চিৎকার করতে থাকে৷ নিজের যন্ত্রণার কথা  বারবার বলতে থাকে জোড়ে জোড়ে৷
সামতা নগর থানায় অভিযোগ জানাতে গিয়ে শ্বেতা কান্নায় ভেঙে পড়ে৷ থানার বাইরে এসে চিৎকার করতে থাকে৷ নিজের যন্ত্রণার কথা বারবার বলতে থাকে জোড়ে জোড়ে৷
advertisement
8/8
আরও জানানো হয় যে মেয়েকে মডেলদের অশ্লীল ছবি দেখানো হত৷
আরও জানানো হয় যে মেয়েকে মডেলদের অশ্লীল ছবি দেখানো হত৷
advertisement
advertisement
advertisement