রুবিনা কে তাঁর আচরণের জন্য সলমন খান সমালোচনা করেছিলেন। এর পরেই রুবিনার বোন জ্যোতিকাকে সলমন জিজ্ঞাসা করেন, রুবিনা কি বাস্তবেও এমন আচরণ করেন ?উত্তরে জ্যোতিকা জানান, তাঁর দিদি মোটেই খারাপ মানুষ নন। রুবিনার সমস্যাগুলি বোঝার জন্য সলমনকে অনুরোধ করেন জ্যোতিকা।