৯টা ফ্লপের পর ৯০০ কোটির হিট ছবি বাতিল, রাজনীতিবিদকে বিয়ে করে ভাগ্য খুলল নায়িকার! রানির মতো 'কামব্যাক'!
- Published by:Tias Banerjee
- news18 bangla
Last Updated:
৯টি ছবি ফ্লপ হওয়ার পর অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে, তিনি একটি ৯০০ কোটি টাকার বক্সঅফিস হিট ছবি বাতিল করেছিলেন। এর পর ভাগ্যের চাকা ঘুরে গেল বিয়ের পর! রানির মতো করলেন 'কামব্যাক'!
advertisement
advertisement
সিনেমা ইন্ডাস্ট্রিতে শিল্পীদের ক্যারিয়ারে ওঠা-নামা চলতেই থাকে। প্রতিটি ছবি সফল হয় না। বিশেষত করোনা অতিমারীর পর, অনেক সিনেমা বক্সঅফিসে সেভাবে সফল হতে পারছে না। দক্ষিণী সিনেমার জনপ্রিয়তা বলিউডকে বেশ প্রভাবিত করেছে। তবে কিছু তারকা এই পরিবর্তন থেকে অক্ষত রয়েছেন, যার মধ্যে একটি বলিউড অভিনেত্রীও রয়েছেন। (ছবির কৃতিত্ব: Instagram@parineetichopra)
advertisement
advertisement
advertisement
পরিনীতি চোপড়ার ৯টি ফ্লপ সিনেমার মধ্যে ছিল 'দাওয়াত-ই-ইশক' (২০১৪), 'কিল দিল' (২০১৪), 'মেরি প্যারি বিন্দু' (২০১৭), 'নমস্তে ইংল্যান্ড' (২০১৮), যার ফলে তার ক্যারিয়ার সংকটের মুখে পড়ে। অভিনেত্রী এক সাক্ষাৎকারে বলেছিলেন যে, তিনি 'অ্যানিমাল' ছবিটি বাতিল করেছিলেন, যা বক্স অফিসে ৯০০ কোটি আয় করেছিল। (ছবির কৃতিত্ব: Instagram@parineetichopra)
advertisement
advertisement
advertisement
advertisement