নতুন বছর পরতেই ফের বিয়ের সানাই বেজে উঠল বি-টাউনে ৷ অনুষ্কা, সোনম, দীপিকা, প্রিয়াঙ্কার পর এবার বিয়ে করতে চলেছেন সু্ন্দরী অভিনেত্রী এমি জ্যাকশন ! তবে চটজলদি বিয়ে নয়, আপাতত এনগেজমেন্ট সেরে ফেলেছেন এমি ! Photo: Instagram
2/ 5
সবাই যখন নতুন বছরে হ্যাপি নিউ ইয়ার বলতে ব্যস্ত ৷ সেখানে এমি-র নিউ ইয়ারটা সত্যিই হ্যাপি ! তাই তো নতুন বছরের প্রথম দিনেই এমি জানালেন, এনগেজমেন্ট সেরে ফেললেন, আমি সবচেয়ে হ্যাপি ৷
3/ 5
বয়ফ্রেন্ডের সঙ্গে অন্তরঙ্গ ছবিও ইনস্টাগ্রামে শেয়ার করে ফেললেন এমি ৷ সেখানেই জানালেন, এই বছরেই করতে চলেছেন বিয়ে ৷
4/ 5
রজনীকান্তের সঙ্গে বহুবার জুটি বেঁধেছেন এমি ৷ সুপারহিট হয়েছে তাঁর সদ্য মুক্তি পাওয়া ২.০ ছবিও ৷ কিন্তু এরই মাঝে এমি জানালেন, কেরিয়ারের সঙ্গে সঙ্গে ব্যক্তিগত লাইফটাও সাজাতে চাই ৷
5/ 5
এমি বিয়ে করতে চলেছেন জর্জ পানায়িতুকে ৷ জর্জ পেশায় একজন মডেল ৷
নতুন বছর পরতেই ফের বিয়ের সানাই বেজে উঠল বি-টাউনে ৷ অনুষ্কা, সোনম, দীপিকা, প্রিয়াঙ্কার পর এবার বিয়ে করতে চলেছেন সু্ন্দরী অভিনেত্রী এমি জ্যাকশন ! তবে চটজলদি বিয়ে নয়, আপাতত এনগেজমেন্ট সেরে ফেলেছেন এমি ! Photo: Instagram
সবাই যখন নতুন বছরে হ্যাপি নিউ ইয়ার বলতে ব্যস্ত ৷ সেখানে এমি-র নিউ ইয়ারটা সত্যিই হ্যাপি ! তাই তো নতুন বছরের প্রথম দিনেই এমি জানালেন, এনগেজমেন্ট সেরে ফেললেন, আমি সবচেয়ে হ্যাপি ৷
রজনীকান্তের সঙ্গে বহুবার জুটি বেঁধেছেন এমি ৷ সুপারহিট হয়েছে তাঁর সদ্য মুক্তি পাওয়া ২.০ ছবিও ৷ কিন্তু এরই মাঝে এমি জানালেন, কেরিয়ারের সঙ্গে সঙ্গে ব্যক্তিগত লাইফটাও সাজাতে চাই ৷