Bollywood: বিরাট দুঃসংবাদ! 'শাহরুখ-সলমনের মৃত্যু হবে একই বছরে!', দিনক্ষণ জানিয়ে দিলেন জ্যোতিষী, হাড়হিম ভবিষ্যদ্বাণী সামনে আসতেই তোলপাড় বলিউড

Last Updated:
Bollywood: সম্প্রতি বলিউডে টপমোস্ট দুই তারকাকে নিয়ে এবার ভয়ঙ্কর ভবিষ্যদ্বাণী করলেন জ্যোতিষী সুশীল কুমার সিং৷তিনি এক সাক্ষাৎকারে দাবি করেছেন৷ সলমন ও শাহরুখে পৃথিবীতে শেষ দিন কবে হতে চলেছে৷ এই বিস্ফোরক মন্তব্যের পরই জ্যোতিষীর দিকে ধেয়ে এসেছে তুমুল কটাক্ষ৷
1/7
বলিউডের কিং খান এবং ভাইজানকে নিয়ে সর্বদাই মুখিয়ে থাকেন অনুরাগীরা৷ তাদের অনুরাগীর সংখ্যাও হাতে গুণে শেষ করা যাবে না৷ তাদের একঝলক দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন ভক্তরা৷
বলিউডের কিং খান এবং ভাইজানকে নিয়ে সর্বদাই মুখিয়ে থাকেন অনুরাগীরা৷ তাদের অনুরাগীর সংখ্যাও হাতে গুণে শেষ করা যাবে না৷ তাদের একঝলক দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন ভক্তরা৷
advertisement
2/7
সম্প্রতি বলিউডে টপমোস্ট দুই তারকাকে নিয়ে এবার ভয়ঙ্কর  ভবিষ্যদ্বাণী  করলেন জ্যোতিষী সুশীল কুমার সিং৷ তারপর থেকেই তুমুল শোরগোল পড়ে গিয়েছে বলিউডে৷
সম্প্রতি বলিউডে টপমোস্ট দুই তারকাকে নিয়ে এবার ভয়ঙ্কর ভবিষ্যদ্বাণী করলেন জ্যোতিষী সুশীল কুমার সিং৷ তারপর থেকেই তুমুল শোরগোল পড়ে গিয়েছে বলিউডে৷
advertisement
3/7
তিনি এক সাক্ষাৎকারে দাবি করেছেন৷ সলমন ও শাহরুখে পৃথিবীতে শেষ দিন কবে হতে চলেছে৷ এই বিস্ফোরক মন্তব্যের পরই শুরু হয়েছে তুমুল চর্চা৷ জ্যোতিষীর দিকে ধেয়ে এসেছে কটাক্ষ৷
তিনি এক সাক্ষাৎকারে দাবি করেছেন৷ সলমন ও শাহরুখে পৃথিবীতে শেষ দিন কবে হতে চলেছে৷ এই বিস্ফোরক মন্তব্যের পরই শুরু হয়েছে তুমুল চর্চা৷ জ্যোতিষীর দিকে ধেয়ে এসেছে কটাক্ষ৷
advertisement
4/7
২০২৫ সালটা সলমন ও শাহরুখের কেমন তা নিয়ে আলোচনা শুরু হলেও বিষয়টা অন্য দিকে ঘুরে যায়৷ তিনি বলেন, শাহরুখের সময় ঠিক গেলেও সলমনের সময়টা মোটেই ভাল যাচ্ছে না৷ আগামীতে ২০২৬-২৭ আরও খারাপ যাবে এবং কঠিন অসুখে আক্রান্ত হতে পারেন সলমন খান৷
২০২৫ সালটা সলমন ও শাহরুখের কেমন তা নিয়ে আলোচনা শুরু হলেও বিষয়টা অন্য দিকে ঘুরে যায়৷ তিনি বলেন, শাহরুখের সময় ঠিক গেলেও সলমনের সময়টা মোটেই ভাল যাচ্ছে না৷ আগামীতে ২০২৬-২৭ আরও খারাপ যাবে এবং কঠিন অসুখে আক্রান্ত হতে পারেন সলমন খান৷
advertisement
5/7
এখানেই তিনি থামেননি৷ জ্যোতিষী সলমন ও শাহরুখের কোষ্ঠী বিচার করে আরও একটি মিল খুঁজে বার করেছেন৷ তিনি বলেন শাহরুখ ও সলমনের মৃত্যু হবে একই বছরে৷ ৬৭ বছরেই তাদের শেষ দিন হবে এই পৃথিবীতে৷
এখানেই তিনি থামেননি৷ জ্যোতিষী সলমন ও শাহরুখের কোষ্ঠী বিচার করে আরও একটি মিল খুঁজে বার করেছেন৷ তিনি বলেন শাহরুখ ও সলমনের মৃত্যু হবে একই বছরে৷ ৬৭ বছরেই তাদের শেষ দিন হবে এই পৃথিবীতে৷
advertisement
6/7
তিনি আরও বলেন, সলমন খুব জটিল রোগে আক্রান্ত৷ খুব শীঘ্রই এই রোগ ধরা পড়বে৷ তবে এই রোগ প্রচুর কষ্ট ভোগ করতে হবে ভাইজানকে৷
তিনি আরও বলেন, সলমন খুব জটিল রোগে আক্রান্ত৷ খুব শীঘ্রই এই রোগ ধরা পড়বে৷ তবে এই রোগ প্রচুর কষ্ট ভোগ করতে হবে ভাইজানকে৷
advertisement
7/7
জ্যোতিষীর এই মন্তব্যের পর থেকে তোলপাড় হয়েছে নেটদুনিয়ায়৷ তাঁরা দাবি করেছেন, কোনও ভাল জ্যোতিষী কারোর মৃত্যুর দিন প্রকাশ করে না৷ এটি প্রকাশ করা জ্যোতিষ শাস্ত্রে অনৈতিক৷ জ্যোতিষীকে তুলোধনা করতে ছাড়েননি নেটিজেনরা৷
জ্যোতিষীর এই মন্তব্যের পর থেকে তোলপাড় হয়েছে নেটদুনিয়ায়৷ তাঁরা দাবি করেছেন, কোনও ভাল জ্যোতিষী কারোর মৃত্যুর দিন প্রকাশ করে না৷ এটি প্রকাশ করা জ্যোতিষ শাস্ত্রে অনৈতিক৷ জ্যোতিষীকে তুলোধনা করতে ছাড়েননি নেটিজেনরা৷
advertisement
advertisement
advertisement