Nitish Bharadwaj| 'রূপা, হেমাজি আমায় চিনতেই পারেনি,' ভগবান পরশুরামের স্মৃতিতে ডুবলেন নীতিশ
- Published by:Arindam Gupta
- news18 bangla
Last Updated:
দূরদর্শনের মহাভারত ধারাবাহিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্র কৃষ্ণের ভূমিকায় তাঁকে দেখা গিয়েছিল৷ টেলিভিশনের অতি পরিচিত মুখ হয়ে ওঠেন অচিরেই৷ এহেন নীতিশ ভরদ্বাজকে একসময় চিনতেই পারেননি অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়৷
advertisement
২০০০ সালের কথা৷ টিভি সিরিয়াল বিষ্ণু পুরাণ শুরু হয়েছিল৷ সেই ধারাবাহিকে ভগবান পরশুরামের ভূমিকায় অভিনয় করেছিলেন নীতিশ ভরদ্বাজ৷ তাঁর কথায়, 'আমার মনে আছে, একটি দৃশ্যে ভগবান পরশুরামের সঙ্গে, ওই এপিসোডগুলি অবশ্য আর সম্প্রচারিত হয়নি, আমি বিষ্ণুর পুরানের একটি অবতার সেজে সেটে বসেছিলাম৷ রূপা গাঙ্গুলি তখন বাংলা সিনেমায় কাজ করছেন৷ রবি চোপড়া ও আমার সঙ্গে দেখা করতে মুম্বই এসেছিলেন৷'
advertisement
advertisement
advertisement