Bollywood Actor: বাবা-মা সুপারস্টার, ১৬ বছরে ছেলের একটাও হিট ছবি নেই! করতে হয়েছে ‘ধোপার কাজও’, কে জানেন?

Last Updated:
সেলেব পরিবারের সদস‍্য হয়ে অনেকে নিজেদের প্রতিষ্ঠা করতে পারলেও অনেকেই আবার বলিউড থেকে হারিয়ে গিয়েছেন।
1/7
বলিউড আর নেপোটিজম, দুটি শব্দই বর্তমানে বেশিরভাগ সকলের কাছে অত‍্যন্ত পরিচিত। বাবা-মা বা পরিবারের পদাঙ্ক অনুসরণ করে অনেকেই ফিল্মি দুনিয়ায় পা রেখেছেন। সেলেব পরিবারের সদস‍্য হয়ে অনেকে নিজেদের প্রতিষ্ঠা করতে পারলেও অনেকেই আবার বলিউড থেকে হারিয়ে গিয়েছেন।
বলিউড আর নেপোটিজম, দুটি শব্দই বর্তমানে বেশিরভাগ সকলের কাছে অত‍্যন্ত পরিচিত। বাবা-মা বা পরিবারের পদাঙ্ক অনুসরণ করে অনেকেই ফিল্মি দুনিয়ায় পা রেখেছেন। সেলেব পরিবারের সদস‍্য হয়ে অনেকে নিজেদের প্রতিষ্ঠা করতে পারলেও অনেকেই আবার বলিউড থেকে হারিয়ে গিয়েছেন।
advertisement
2/7
ফিল্মি পরিবারেই জন্ম এই তারকার। বাবা মা দুজনেই সুপারস্টার। বলিউডের সঙ্গে সরাসরি যোগ এমন পরিবারে জন্মেছেন নায়ক। চেহারাও বেশ আকর্ষণীয়। তাও নিজেকে কেন প্রতিষ্ঠিত করতে পারলেন না নায়ক?
ফিল্মি পরিবারেই জন্ম এই তারকার। বাবা মা দুজনেই সুপারস্টার। বলিউডের সঙ্গে সরাসরি যোগ এমন পরিবারে জন্মেছেন নায়ক। চেহারাও বেশ আকর্ষণীয়। তাও নিজেকে কেন প্রতিষ্ঠিত করতে পারলেন না নায়ক?
advertisement
3/7
হিন্দি সিনেমার একসময়ের সুপারস্টার ছিলেন রাজ বব্বর এবং অভিনেত্রী স্মিতা পাতিল। বাবা মায়ের পদাঙ্ক অনুসরণ করেই অভিনয় জগতে পা রাখেন প্রতীক বব্বর।
হিন্দি সিনেমার একসময়ের সুপারস্টার ছিলেন রাজ বব্বর এবং অভিনেত্রী স্মিতা পাতিল। বাবা মায়ের পদাঙ্ক অনুসরণ করেই অভিনয় জগতে পা রাখেন প্রতীক বব্বর।
advertisement
4/7
বলিউডের অন‍্যতম নামজাদা অভিনেত্রী ছিলেন স্মিতা পাটিল। তবে প্রতীকের জন্মের মাত্র কয়েকদিন পরেই মারা যান তিনি। ফলে একেব্বারে ছোট বয়সেই মাতৃ বিয়োগ হয় প্রতীকের।
বলিউডের অন‍্যতম নামজাদা অভিনেত্রী ছিলেন স্মিতা পাটিল। তবে প্রতীকের জন্মের মাত্র কয়েকদিন পরেই মারা যান তিনি। ফলে একেব্বারে ছোট বয়সেই মাতৃ বিয়োগ হয় প্রতীকের।
advertisement
5/7
‘জানে তু ইয়া জানে না’ ছবিতে ছোট্ট একটি চরিত্রে অভিনয় করেছিলেন প্রতীক। প্রথম ছবিতেই ছোট্ট চরিত্রে দর্শক এবং সমালোচকদের মন জিতে নিয়েছিলেন প্রতীক। তিনি ছাড়াও এই ছবিতে মুখ্য ভূমিকায় ছিলেন জেনেলিয়া ডি’সুজা ও ইমরান খান।
‘জানে তু ইয়া জানে না’ ছবিতে ছোট্ট একটি চরিত্রে অভিনয় করেছিলেন প্রতীক। প্রথম ছবিতেই ছোট্ট চরিত্রে দর্শক এবং সমালোচকদের মন জিতে নিয়েছিলেন প্রতীক। তিনি ছাড়াও এই ছবিতে মুখ্য ভূমিকায় ছিলেন জেনেলিয়া ডি’সুজা ও ইমরান খান।
advertisement
6/7
এই ছবির পর প্রতীক আমির খানের প্রাক্তন স্ত্রী কিরণ রাও-এর 'ধোবি ঘাট'-এ অভিনয় করেন। আমির খান অভিনীত এই ছবিতে ধোপার চরিত্রে অভিনয় করেছিলেন প্রতীক। তাঁর অভিনয় প্রশংসিতও হয়েছিল। যদিও বক্স অফিসে সেভাবে সফলতা পায়নি এই ছবি।
এই ছবির পর প্রতীক আমির খানের প্রাক্তন স্ত্রী কিরণ রাও-এর 'ধোবি ঘাট'-এ অভিনয় করেন। আমির খান অভিনীত এই ছবিতে ধোপার চরিত্রে অভিনয় করেছিলেন প্রতীক। তাঁর অভিনয় প্রশংসিতও হয়েছিল। যদিও বক্স অফিসে সেভাবে সফলতা পায়নি এই ছবি।
advertisement
7/7
এক সাক্ষাত্‍কারে এই ছবিতে অভিনয়ের অভিজ্ঞতা জানিয়েছিলেন প্রতীক। ছবিতে অভিনয়ের জন‍্য তিনি প্রতিদিন সকালে উঠে ধোবিঘাটে গিয়ে বসে থাকতেন। প্রতীক বলেন, প্রায় এক সপ্তাহ ধরে তিনি আসলেই ধোপার কাজ করেছেন। তিনি এখন খুব ভাল জামাকাপড় ধুতে পারেন বলে মত তাঁর। পাশাপাশি এই ছবির শ‍্যুটিংয়ের প্রস্তুতি নেওয়ার সময় আমির খান তাঁকে বিভিন্ন ভাবে সাহায‍্য করেন।
এক সাক্ষাত্‍কারে এই ছবিতে অভিনয়ের অভিজ্ঞতা জানিয়েছিলেন প্রতীক। ছবিতে অভিনয়ের জন‍্য তিনি প্রতিদিন সকালে উঠে ধোবিঘাটে গিয়ে বসে থাকতেন। প্রতীক বলেন, প্রায় এক সপ্তাহ ধরে তিনি আসলেই ধোপার কাজ করেছেন। তিনি এখন খুব ভাল জামাকাপড় ধুতে পারেন বলে মত তাঁর। পাশাপাশি এই ছবির শ‍্যুটিংয়ের প্রস্তুতি নেওয়ার সময় আমির খান তাঁকে বিভিন্ন ভাবে সাহায‍্য করেন।
advertisement
advertisement
advertisement