আর ডিভোর্সি, বয়স্ক পুরুষ নয়, বলি নায়িকাদের মন মজছে তরুণ তুর্কিতেই

Last Updated:
1/7
একটা সময় ছিল বলি নায়িকারা যখন ডিভোর্সি, একটু বয়স্ক পুরুষদেরই নির্ভরযোগ্য মনে করতেন৷ রবিনা, করিশ্মা, শিল্পা, রানি এমনকী বিদ্যা বালন সকলেই হেঁটেছেন সেই পথেই৷ একমাত্র করিশ্মা ছাড়া বাকি সব বিয়েই সফল৷ তবে এখন বদলে গিয়েছে ট্রেন্ড৷ বয়স্ক পুরুষের মধ্যে আর নির্ভরতা খুঁজছেন না অভিনেত্রীরা৷ নিজেদের জীবনে সুপ্রতিষ্ঠিত অভিনেত্রীরা এখন গুরুত্ব দিচ্ছেন হৃদয়কেই৷ বয়সে অনেক ছোট পুরুষেই এখন মন মজছে তাঁদের৷
একটা সময় ছিল বলি নায়িকারা যখন ডিভোর্সি, একটু বয়স্ক পুরুষদেরই নির্ভরযোগ্য মনে করতেন৷ রবিনা, করিশ্মা, শিল্পা, রানি এমনকী বিদ্যা বালন সকলেই হেঁটেছেন সেই পথেই৷ একমাত্র করিশ্মা ছাড়া বাকি সব বিয়েই সফল৷ তবে এখন বদলে গিয়েছে ট্রেন্ড৷ বয়স্ক পুরুষের মধ্যে আর নির্ভরতা খুঁজছেন না অভিনেত্রীরা৷ নিজেদের জীবনে সুপ্রতিষ্ঠিত অভিনেত্রীরা এখন গুরুত্ব দিচ্ছেন হৃদয়কেই৷ বয়সে অনেক ছোট পুরুষেই এখন মন মজছে তাঁদের৷
advertisement
2/7
প্রিয়াঙ্কা-নিক জোনাসের বিয়ে এখন চক অফ দ্য টাউন৷ বয়সে ১০ বছরের ছোট নিকের সঙ্গে প্রিয়াঙ্কার প্রেম সামনে আসতেই নানা বাবে ট্রোলড হয়েছেন প্রিয়াঙ্কা৷ কিন্তু দুজনের হাতে হাত রেখে হাঁটা, প্রিয়াঙ্কার শানদার ব্য়াচেলরেট পার্টিই জানান দিচ্ছে নিককে নিয়ে কতা আত্মবিশ্বাসী তিনি৷
প্রিয়াঙ্কা-নিক জোনাসের বিয়ে এখন চক অফ দ্য টাউন৷ বয়সে ১০ বছরের ছোট নিকের সঙ্গে প্রিয়াঙ্কার প্রেম সামনে আসতেই নানা বাবে ট্রোলড হয়েছেন প্রিয়াঙ্কা৷ কিন্তু দুজনের হাতে হাত রেখে হাঁটা, প্রিয়াঙ্কার শানদার ব্য়াচেলরেট পার্টিই জানান দিচ্ছে নিককে নিয়ে কতা আত্মবিশ্বাসী তিনি৷
advertisement
3/7
বয়সে ১২ বছরের ছোট অর্জুন কাপুরের সঙ্গে প্রেমই কি মালাইকার ১৮ বছরের বিবাহিত জীবনে ছেদ পড়ার কারণ? জানা না গেলেও এখানে কিন্তু বলা যায় বিষয়টা খানিক উল্টো৷ বয়স্ক, ডিভোর্সি মালাইকার মধ্য়ে নির্ভরতা খুঁজে পেয়েছেন অর্জুন৷ আগামী মার্চেই চারহাত এক হতে চলেছে৷
বয়সে ১২ বছরের ছোট অর্জুন কাপুরের সঙ্গে প্রেমই কি মালাইকার ১৮ বছরের বিবাহিত জীবনে ছেদ পড়ার কারণ? জানা না গেলেও এখানে কিন্তু বলা যায় বিষয়টা খানিক উল্টো৷ বয়স্ক, ডিভোর্সি মালাইকার মধ্য়ে নির্ভরতা খুঁজে পেয়েছেন অর্জুন৷ আগামী মার্চেই চারহাত এক হতে চলেছে৷
advertisement
4/7
এই তালিকায় একেবারে নবতম সংযোজন সুস্মিতা সেন৷ বয়সে ১৫ বছরের ছোট রোমান শলের সঙ্গে সঙ্গে সুস্মিতার ছবি এখন ভাইরাল৷ শোনা যাচ্ছে আগামী বছর শীতের মরসুমে বিয়ের দিন খুঁজছেন তারা৷
এই তালিকায় একেবারে নবতম সংযোজন সুস্মিতা সেন৷ বয়সে ১৫ বছরের ছোট রোমান শলের সঙ্গে সঙ্গে সুস্মিতার ছবি এখন ভাইরাল৷ শোনা যাচ্ছে আগামী বছর শীতের মরসুমে বিয়ের দিন খুঁজছেন তারা৷
advertisement
5/7
নয়ের দশকের নায়িকা উর্মিলা বরাবরই অন্য়দের থেকে আলাদা ছিলেন৷ বিগ ফ্য়াট ওয়েডিং নয়, একান্তই ঘনিষ্ঠ পরিসরে উর্মিলার বিয়ের পর ছবি দেখেছিল সোশ্য়াল মিডিয়া৷ ৪২ এর ৪২ এর উর্মিলা বিয়ে করেছেন ১০ বছরের ছোট কাশ্মিরি ব্য়বসায়ী মহসিন আখতার মীরকে৷
নয়ের দশকের নায়িকা উর্মিলা বরাবরই অন্য়দের থেকে আলাদা ছিলেন৷ বিগ ফ্য়াট ওয়েডিং নয়, একান্তই ঘনিষ্ঠ পরিসরে উর্মিলার বিয়ের পর ছবি দেখেছিল সোশ্য়াল মিডিয়া৷ ৪২ এর ৪২ এর উর্মিলা বিয়ে করেছেন ১০ বছরের ছোট কাশ্মিরি ব্য়বসায়ী মহসিন আখতার মীরকে৷
advertisement
6/7
আজ থেকে ১৪ বছর আগে যখন বয়সে ৮ বছরের ছোট শ্রীশ কুন্দরকে বিয়ে করেছিলন ফারহা খান, বলিউডের কাছে তা সত্য়িই ছিল বড় খবর৷ সেই বিয়ের ভবিষ্য়ত্ নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করলেও তিন সন্তান নিয়ে সুখের সংসার ফারহা-শ্রীশের৷
আজ থেকে ১৪ বছর আগে যখন বয়সে ৮ বছরের ছোট শ্রীশ কুন্দরকে বিয়ে করেছিলন ফারহা খান, বলিউডের কাছে তা সত্য়িই ছিল বড় খবর৷ সেই বিয়ের ভবিষ্য়ত্ নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করলেও তিন সন্তান নিয়ে সুখের সংসার ফারহা-শ্রীশের৷
advertisement
7/7
তবে বলিউডে এই বিষয়ে ট্রেন্ড সেটার একজনই৷ তিনি অমৃতা সিং৷ ১৯৯১ সালে বয়সে ১২ বছরের ছোট সইফকে বিয়ে করে বহু বিতর্কের জন্ম দিয়েছেিলেন অমৃতা৷ পরবর্তীকালে ডিভোর্স হলেও ১০ বছরের বেশি টিকেছিল এই বিয়ে৷ দই সন্তানও রয়েছে তাদের৷
তবে বলিউডে এই বিষয়ে ট্রেন্ড সেটার একজনই৷ তিনি অমৃতা সিং৷ ১৯৯১ সালে বয়সে ১২ বছরের ছোট সইফকে বিয়ে করে বহু বিতর্কের জন্ম দিয়েছেিলেন অমৃতা৷ পরবর্তীকালে ডিভোর্স হলেও ১০ বছরের বেশি টিকেছিল এই বিয়ে৷ দই সন্তানও রয়েছে তাদের৷
advertisement
advertisement
advertisement