Jamal Kudu Song: গ্লাস মাথায় ‘জামাল কুদু’-তে ববির ভাইরাল নাচ! কী ভাবে এল আইডিয়া? জানালেন অভিনেতা

Last Updated:
‘জামাল কুদু’তে গ্লাস মাথায় দিয়ে ববির নাচ এখন চর্চায়। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা তাঁর এই নাচের আইডিয়া কী ভাবে এল তা নিয়ে মুখ খুলেছেন।
1/7
সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত 'অ্যানিম্যাল' ছবি নিয়ে চর্চার শেষ নেই, শেষ নেই বিতর্কেরও। কিন্তু এই সব কিছু ছাপিয়ে গিয়েছে যেটা তা হল ‘জামাল কুদু’।
সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত 'অ্যানিম্যাল' ছবি নিয়ে চর্চার শেষ নেই, শেষ নেই বিতর্কেরও। কিন্তু এই সব কিছু ছাপিয়ে গিয়েছে যেটা তা হল ‘জামাল কুদু’।
advertisement
2/7
ফেসবুক, ইনস্টাগ্রামে কান পাতা দায়৷ রিলে-রিলে ছয়লাপ! রণবীর কাপুর অভিনীত ‘অ্যানিমাল’ ছবিতে ব্যবহৃত ‘জামাল কুদু’ গানটি এখন ভাইরাল৷ আর সেই গান ব্যবহার করে রিল তৈরি করেননি এমন লোকের সংখ্যা নিতান্তই কম৷
ফেসবুক, ইনস্টাগ্রামে কান পাতা দায়৷ রিলে-রিলে ছয়লাপ! রণবীর কাপুর অভিনীত ‘অ্যানিমাল’ ছবিতে ব্যবহৃত ‘জামাল কুদু’ গানটি এখন ভাইরাল৷ আর সেই গান ব্যবহার করে রিল তৈরি করেননি এমন লোকের সংখ্যা নিতান্তই কম৷
advertisement
3/7
অ্য়ানিম্যালে যতটা চর্চায় রণবীর কাপুরের অভিনয়, ঠিক ততটাই ববি দেওলও। বিশেষ করে ‘জামাল কুদু’তে গ্লাস মাথায় দিয়ে ববির নাচ এখন চর্চায়। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা তাঁর এই নাচের আইডিয়া কী ভাবে এল তা নিয়ে মুখ খুলেছেন।
অ্য়ানিম্যালে যতটা চর্চায় রণবীর কাপুরের অভিনয়, ঠিক ততটাই ববি দেওলও। বিশেষ করে ‘জামাল কুদু’তে গ্লাস মাথায় দিয়ে ববির নাচ এখন চর্চায়। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা তাঁর এই নাচের আইডিয়া কী ভাবে এল তা নিয়ে মুখ খুলেছেন।
advertisement
4/7
ববি জানান, পরিচালক তাঁকে আগেই গানটি শুনিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন এটাই ববির প্রথম দৃশ্যে দেখানো হবে।
ববি জানান, পরিচালক তাঁকে আগেই গানটি শুনিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন এটাই ববির প্রথম দৃশ্যে দেখানো হবে।
advertisement
5/7
তিনি বলেন, "এরপর যখন শ্যুটিং শুরু হয়, কোরিওগ্রাফার আমায় বলে, তুমি শুরু কর। আমি অবাক হয়ে বললাম, কী করব আমি? তখন সন্দীপ আমায় বলে, এমন ভাবে নাচ করতে যাতে কোনওভাবেই ববি নাচ করছে মনে না হয়। আমি চিন্তায় পড়ে যায়।"
তিনি বলেন, "এরপর যখন শ্যুটিং শুরু হয়, কোরিওগ্রাফার আমায় বলে, তুমি শুরু কর। আমি অবাক হয়ে বললাম, কী করব আমি? তখন সন্দীপ আমায় বলে, এমন ভাবে নাচ করতে যাতে কোনওভাবেই ববি নাচ করছে মনে না হয়। আমি চিন্তায় পড়ে যায়।"
advertisement
6/7
তারপর অভিনেতা কী ভাবে এই আইডিয়া এল তা জানান। তিনি বলেন, "তারপর মাথায় এল ছোটবেলায় যখন পঞ্জাবে যেতাম পরিবারের সকলের সঙ্গে, তখন এইভাবেই আমরা মাথায় গ্লাস নিয়ে নাচতাম। কেন আমরা এরকম করতাম জানি না। তবে এটা সন্দীপকে করে দেখাতেই, ওর পছন্দ হয়ে যায়।’
তারপর অভিনেতা কী ভাবে এই আইডিয়া এল তা জানান। তিনি বলেন, "তারপর মাথায় এল ছোটবেলায় যখন পঞ্জাবে যেতাম পরিবারের সকলের সঙ্গে, তখন এইভাবেই আমরা মাথায় গ্লাস নিয়ে নাচতাম। কেন আমরা এরকম করতাম জানি না। তবে এটা সন্দীপকে করে দেখাতেই, ওর পছন্দ হয়ে যায়।’
advertisement
7/7
‘অ্যানিমাল’ ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে৷ অনেকে এই ছবিটিকে পুরুষ ইগোর জঘন্য প্রদর্শন বলে আক্রমণ করেছেন৷ অনেকে আবার অভিনয়ের দিক থেকে রণবীর কাপুরের ভূয়সী প্রশংসা করেছেন৷ তবে সব মিলিয়ে বলিউডে সাড়া ফেলেছে এই ছবি৷
‘অ্যানিমাল’ ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে৷ অনেকে এই ছবিটিকে পুরুষ ইগোর জঘন্য প্রদর্শন বলে আক্রমণ করেছেন৷ অনেকে আবার অভিনয়ের দিক থেকে রণবীর কাপুরের ভূয়সী প্রশংসা করেছেন৷ তবে সব মিলিয়ে বলিউডে সাড়া ফেলেছে এই ছবি৷
advertisement
advertisement
advertisement