বিশ্বের চলচ্চিত্র নির্মাতাদের সঙ্গে উদীয়মান ভারতীয় চলচ্চিত্র নির্মাতাদের চিন্তাভাবনার আদান-প্রদান, কলকাতায় আয়োজিত হল ব্লু বার্ড ফিল্ম ফেস্টিভ্যাল
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
Blue Bird Film festival: অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৫টি দেশের চলচ্চিত্র পরিচালক এবং সিনেপ্রেমীরা। ভারতের ১০টি রাজ্যের প্রতিনিধিরাও যোগ দিয়েছিলেন। মঞ্চ হয়ে উঠেছিল দেশি-বিদেশি সিনেমার মিলনমেলা। ইভেন্টে সিনেমার বিভিন্ন বিভাগে পুরস্কার প্রদান করা হয়।
advertisement
advertisement
আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র বিভাগে ইতালির পরিচালক আন্তোনেলিনো ডেইডিনো তাঁর ‘টুয়েলভথ অফ এপ্রিল’, ইতালির আরেক বিখ্যাত পরিচালক হ্যান্স ক্রিশ্চিয়ান হাউস তাঁর ‘ওডিসিয়াস রিটার্ন টু ইথাকা’ এবং যুক্তরাজ্যের ডেনিস রোজ তাঁর ‘সু’জ’ চলচ্চিত্রের জন্য জিতে নেন সেরার পুরস্কার। সিনেমাগুলির ট্রেলার দেখানো হয় দর্শকদের।
advertisement
advertisement
জাতীয় সঙ্গীত দিয়ে শুরু হয় বার্ষিক গালা ইভেন্ট। মঞ্চ তখন তেরঙ্গা। দেশপ্রেমের উচ্ছ্বাস ঝড় তোলে দর্শক হৃদয়েও। সারাদিনব্যাপী অনুষ্ঠান যেন ক্যালিডোস্কোপ। শুরু থেকে শেষ পর্যন্ত বিমোহিত ছিলেন দর্শকরা। বিশ্বের চলচ্চিত্র নির্মাতাদের সঙ্গে উদীয়মান ভারতীয় চলচ্চিত্র নির্মাতাদের চিন্তাভাবনার আদাল প্রদানের মঞ্চ ব্লু বার্ড ফিল্ম ফেস্টিভ্যাল।
advertisement
advertisement
সিনেপ্রেমী ও চলচ্চিত্র নির্মাতাদের উৎসাহ ও স্বতঃস্ফূর্ত যোগদানে ব্লু বার্ড ফিল্ম ফেস্টিভ্যালের গালা ইভেন্ট ঝলমলিয়ে উঠেছে বারবার। হয়ে উঠেছে বিশ্বব্যাপী চলচ্চিত্র নির্মাণ এবং সাংস্কৃতিক ঐতিহ্য বিনিময়ের মঞ্চ। সিনেমা জগতের উজ্জ্বল ভবিষ্যতের প্রতিশ্রুতি দিয়েছে ব্লু বার্ড ফিল্ম ফেস্টিভ্যাল। দেশ-বিদেশের সিনেমাপ্রেমী দর্শকদের একত্রিত করেছে। অনুপ্রাণিত করেছে। পাশাপাশি প্রমাণ করেছে সিনেমার শক্তি।