Hiran Chatterjee Wedding: বারাণসীর ঘাটে চুপিসারে 'দ্বিতীয় বিয়ে' সারলেন অভিনেতা-বিধায়ক হিরণ! কেউ টের পায়নি ঘুণাক্ষরেও... পাত্রী কে?

Last Updated:
সমাজমাধ্যম ঘেঁটে জানা গিয়েছে, বেশ অনেক দিন ধরেই সম্পর্কে ছিলেন হিরণ ও ঋতিকা। কিন্তু সেভাবে প্রকাশ্যে তা নিয়ে আলোচনা হয়েছিল, এমন নয়। রাজনীতিতে যোগদান করার পর থেকে তিনি মূলত খড়্গপুরেই থাকতেন।
1/8
দ্বিতীয় বার বিয়ে করলেন বিজেপি বিধায়ক-অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়। মঙ্গলবার নিজেই বিয়ের বিভিন্ন ছবি ভাগ করে নিয়েছেন সমাজমাধ্যমে। পাত্রীর নাম ঋতিকা গিরি।
দ্বিতীয় বার বিয়ে করলেন বিজেপি বিধায়ক-অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়। মঙ্গলবার নিজেই বিয়ের বিভিন্ন ছবি ভাগ করে নিয়েছেন সমাজমাধ্যমে। পাত্রীর নাম ঋতিকা গিরি।
advertisement
2/8
সমাজমাধ্যম ঘেঁটে জানা গিয়েছে, বেশ অনেক দিন ধরেই সম্পর্কে ছিলেন হিরণ ও ঋতিকা। কিন্তু সেভাবে প্রকাশ্যে তা নিয়ে আলোচনা হয়েছিল, এমন নয়। রাজনীতিতে যোগদান করার পর থেকে তিনি মূলত খড়্গপুরেই থাকতেন।
সমাজমাধ্যম ঘেঁটে জানা গিয়েছে, বেশ অনেক দিন ধরেই সম্পর্কে ছিলেন হিরণ ও ঋতিকা। কিন্তু সেভাবে প্রকাশ্যে তা নিয়ে আলোচনা হয়েছিল, এমন নয়। রাজনীতিতে যোগদান করার পর থেকে তিনি মূলত খড়্গপুরেই থাকতেন।
advertisement
3/8
 সূত্রের খবর, প্রাক্তন স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে অনেক দিন ধরে সমস্যা চলছিল তাঁর। হিরণ এবং অনিন্দিতার এক কন্যাসন্তান রয়েছে।
সূত্রের খবর, প্রাক্তন স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে অনেক দিন ধরে সমস্যা চলছিল তাঁর। হিরণ এবং অনিন্দিতার এক কন্যাসন্তান রয়েছে।
advertisement
4/8
গত লোকসভা নির্বাচনে ঘাটালে দেবের কাছে পরাজয়ের পর হিরণকে রাজনীতির ময়দানে সেভাবে দেখা যায়নি। তবে এটাও ঠিক, তিনি যে নতুন সম্পর্কে আছেন, তাও ঘুণাক্ষরে জানা যায়নি।
গত লোকসভা নির্বাচনে ঘাটালে দেবের কাছে পরাজয়ের পর হিরণকে রাজনীতির ময়দানে সেভাবে দেখা যায়নি। তবে এটাও ঠিক, তিনি যে নতুন সম্পর্কে আছেন, তাও ঘুণাক্ষরে জানা যায়নি।
advertisement
5/8
কলকাতা নয়, বরং অভিনবভাবে বারাণসীতে তথা বেনারসে নতুন জীবন শুরু করলেন অভিনেতা। লাল বেনারসিতে সেজেছিলেন কনে। হলুদ পাঞ্জাবি পরেছিলেন হিরণ। ঋত্বিকা গিরি পেশায় মডেল।
কলকাতা নয়, বরং অভিনবভাবে বারাণসীতে তথা বেনারসে নতুন জীবন শুরু করলেন অভিনেতা। লাল বেনারসিতে সেজেছিলেন কনে। হলুদ পাঞ্জাবি পরেছিলেন হিরণ। ঋত্বিকা গিরি পেশায় মডেল।
advertisement
6/8
'মজনু', 'মাচো মস্তান', 'লে হালুয়া লে', 'জামাই ৪২০', 'জিও পাগলা', 'ভালবাসা ভালবাসা', 'জামাই বদল', 'মেহের আলি', থাই কারির মতো ছবিতে অভিনয় করেছেন তিনি। তবে ২০২০ সালের পর আর বড়পর্দায় দেখা যায়নি অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়কে।
'মজনু', 'মাচো মস্তান', 'লে হালুয়া লে', 'জামাই ৪২০', 'জিও পাগলা', 'ভালবাসা ভালবাসা', 'জামাই বদল', 'মেহের আলি', থাই কারির মতো ছবিতে অভিনয় করেছেন তিনি। তবে ২০২০ সালের পর আর বড়পর্দায় দেখা যায়নি অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়কে।
advertisement
7/8
টলিউডে চলছে বিয়ের মরসুম। বিয়ে করছেন মধুমিতা, রণজয়ের মতো টলিপাড়ার চেনা মুখেরা। আগেই জানা গিয়েছিল, শীতের মরসুমেই বিয়ের পরিকল্পনা করেছেন তাঁরা।আগামী ২৩ জানুয়ারি ২০২৬, বারুইপুরের রাজবাড়িতে বসবে তাঁদের বিয়ের আসর। সম্প্রতি সামনে এসেছে বিয়ের কার্ডও। বাঙালি ঐতিহ্য মেনেই সাবেকি আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে সাতপাকে বাঁধা পড়বেন মধুমিতা ও দেবমাল্য।
টলিউডে চলছে বিয়ের মরসুম। বিয়ে করছেন মধুমিতা, রণজয়ের মতো টলিপাড়ার চেনা মুখেরা। আগেই জানা গিয়েছিল, শীতের মরসুমেই বিয়ের পরিকল্পনা করেছেন তাঁরা।আগামী ২৩ জানুয়ারি ২০২৬, বারুইপুরের রাজবাড়িতে বসবে তাঁদের বিয়ের আসর। সম্প্রতি সামনে এসেছে বিয়ের কার্ডও। বাঙালি ঐতিহ্য মেনেই সাবেকি আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে সাতপাকে বাঁধা পড়বেন মধুমিতা ও দেবমাল্য।
advertisement
8/8
শীতের মরশুমে প্রেমের আবহে  সাতপাকে বাঁধা পড়তে চলেছেন টেলিভিশনের জনপ্রিয় জুটি রণজয় বিষ্ণু ও শ্যামৌপ্তি মুদলি।
শীতের মরশুমে প্রেমের আবহে সাতপাকে বাঁধা পড়তে চলেছেন টেলিভিশনের জনপ্রিয় জুটি রণজয় বিষ্ণু ও শ্যামৌপ্তি মুদলি।
advertisement
advertisement
advertisement