Bipasha Basu: একরত্তির হৃদযন্ত্রে একাধিক ছিদ্র! মেয়ের অসুস্থতা নিয়ে লড়াই, কেঁদে আকুল বিপাশা

Last Updated:
Bipasha Basu: গত বছর নভেম্বরে সন্তানকে পৃথিবীতে আনেন বঙ্গতনয়া। তার পর থেকে একরত্তিকে নিয়ে আগামীর স্বপ্ন বোনা শুরু। তবে মাতৃত্বের এই পথ সহজ ছিল না মোটেই। সম্প্রতি অভিনেত্রী নেহা ধুপিয়ার সঙ্গে লাইভ আড্ডায় সেই লড়াইয়ের কথাই জানালেন বিপাশা।
1/5
মা হিসাবে নতুন অধ্যায় শুরু করেছেন বিপাশা বসু। কন্যা দেবীকে ঘিরেই আবর্তিত তাঁর পৃথিবী। গত বছর নভেম্বরে সন্তানকে পৃথিবীতে আনেন বঙ্গতনয়া। তার পর থেকে একরত্তিকে নিয়ে আগামীর স্বপ্ন বোনা শুরু। তবে মাতৃত্বের এই পথ সহজ ছিল না মোটেই। সম্প্রতি অভিনেত্রী নেহা ধুপিয়ার সঙ্গে লাইভ আড্ডায় সেই লড়াইয়ের কথাই জানালেন বিপাশা।
মা হিসাবে নতুন অধ্যায় শুরু করেছেন বিপাশা বসু। কন্যা দেবীকে ঘিরেই আবর্তিত তাঁর পৃথিবী। গত বছর নভেম্বরে সন্তানকে পৃথিবীতে আনেন বঙ্গতনয়া। তার পর থেকে একরত্তিকে নিয়ে আগামীর স্বপ্ন বোনা শুরু। তবে মাতৃত্বের এই পথ সহজ ছিল না মোটেই। সম্প্রতি অভিনেত্রী নেহা ধুপিয়ার সঙ্গে লাইভ আড্ডায় সেই লড়াইয়ের কথাই জানালেন বিপাশা।
advertisement
2/5
জন্মের পর থেকেই অসুস্থ ছিল বিপাশার একরত্তি। ভেন্ট্রিকুলার সেপটাল ডিফেক্টে আক্রান্ত হয় সে। অর্থাৎ সদ্যজাতর হৃদযন্ত্রে দু'টি ছিদ্র ছিল। প্রথমে চিকিৎসকরা বিপাশা এবং তাঁর স্বামী করণ সিং গ্রোভারকে অপেক্ষা করার পরামর্শ দিয়েছিলেন। অনেক ক্ষেত্রেই নাকি এই ছিদ্র নিজে থেকে বুজে যায়। দেবীর ক্ষেত্রেও তেমন হয় কি না, দেখতে চাইছিলেন তাঁরা।
জন্মের পর থেকেই অসুস্থ ছিল বিপাশার একরত্তি। ভেন্ট্রিকুলার সেপটাল ডিফেক্টে আক্রান্ত হয় সে। অর্থাৎ সদ্যজাতর হৃদযন্ত্রে দু'টি ছিদ্র ছিল। প্রথমে চিকিৎসকরা বিপাশা এবং তাঁর স্বামী করণ সিং গ্রোভারকে অপেক্ষা করার পরামর্শ দিয়েছিলেন। অনেক ক্ষেত্রেই নাকি এই ছিদ্র নিজে থেকে বুজে যায়। দেবীর ক্ষেত্রেও তেমন হয় কি না, দেখতে চাইছিলেন তাঁরা।
advertisement
3/5
বিপাশা জানান, নিয়মিত দেবীর হৃদযন্ত্রের স্ক্যান করা হয়। কিন্তু অপেক্ষা করেও দেবীর শারীরিক অবস্থার কোনও উন্নতি দেখা যায় না। এর পরেই শুরু লড়াই। চিকিৎসকরা জানান, দেবীর হৃদযন্ত্রের ছিদ্রগুলি এতই বড় যে একমাত্র সার্জারির মাধ্যমেই তাকে সুস্থ করে তোলা সম্ভব। আর বাচ্চার তিন মাস বয়স হলেই নাকি তা করা সবচেয়ে সুবিধাজনক।
বিপাশা জানান, নিয়মিত দেবীর হৃদযন্ত্রের স্ক্যান করা হয়। কিন্তু অপেক্ষা করেও দেবীর শারীরিক অবস্থার কোনও উন্নতি দেখা যায় না। এর পরেই শুরু লড়াই। চিকিৎসকরা জানান, দেবীর হৃদযন্ত্রের ছিদ্রগুলি এতই বড় যে একমাত্র সার্জারির মাধ্যমেই তাকে সুস্থ করে তোলা সম্ভব। আর বাচ্চার তিন মাস বয়স হলেই নাকি তা করা সবচেয়ে সুবিধাজনক।
advertisement
4/5
মেয়ের অসুস্থতা নিয়ে নানা চিকিৎসকের কাছে ছুটে গিয়েছেন বিপাশা। চরম উদ্বেগে দিন কাটিয়েছেন তিনি এবং করণ। দুঃসময়ের কথা বলতে গিয়ে চোখের জল ধরে রাখতে পারেননি বিপাশা। অভিনেত্রী জানান, মেয়ের ওপেন হার্ট সার্জারির বিষয়টি তিনি মেনে নিলেও স্বামী করণ তা মানতে পারছিলেন না।
মেয়ের অসুস্থতা নিয়ে নানা চিকিৎসকের কাছে ছুটে গিয়েছেন বিপাশা। চরম উদ্বেগে দিন কাটিয়েছেন তিনি এবং করণ। দুঃসময়ের কথা বলতে গিয়ে চোখের জল ধরে রাখতে পারেননি বিপাশা। অভিনেত্রী জানান, মেয়ের ওপেন হার্ট সার্জারির বিষয়টি তিনি মেনে নিলেও স্বামী করণ তা মানতে পারছিলেন না।
advertisement
5/5
তিন মাসের দেবীর ছ'ঘণ্টা ধরে অস্ত্রোপচার হয়। আপাতত সে সুস্থ। কিন্তু বিপাশা মনে করেন, মা-বাবা হিসেবে তাঁর এবং করণের পথচলা বাকিদের থেকে অনেকটাই আলাদা। সেই কঠিন  সময়ের কথা মনে করে আজও চোখ ভেজে বিপাশার।
তিন মাসের দেবীর ছ'ঘণ্টা ধরে অস্ত্রোপচার হয়। আপাতত সে সুস্থ। কিন্তু বিপাশা মনে করেন, মা-বাবা হিসেবে তাঁর এবং করণের পথচলা বাকিদের থেকে অনেকটাই আলাদা। সেই কঠিন সময়ের কথা মনে করে আজও চোখ ভেজে বিপাশার।
advertisement
advertisement
advertisement