৭ বছর পেরিয়ে গেল। দু’জনের সংসারে এখন দেবীর আগমন হয়েছে। তাঁদেরই কন্যাসন্তান। বহু বিতর্ককে সঙ্গী করেই তাঁদের পথচলা। বিপাশা বসু এবং করণ সিং গ্রোভার।
2/ 10
কিন্তু অতীত তো মুছে যায় না। করণের অতীত তাই বারবার তারকা দম্পতির মাঝে এসে পড়েছে। বিপাশার আগে আরও দু’বার বিয়ে করেছিলেন করণ। কিন্তু টেকেনি। এমনকি তিক্ততায় পরিণত হয়েছে।
3/ 10
প্রথম বিয়ে ২০০৮ সালে। অভিনেত্রী শ্রদ্ধা নিগমের সঙ্গে। মাত্র ১০ মাস সংসার করার পরেই বিচ্ছেদ হয়ে যায় তাঁদের। সেই সময়ে কোরিওগ্রাফার নিকোল আলভারেজের সঙ্গে করণের পরকীয়ার রিপোর্ট পাওয়া গিয়েছিল।
4/ 10
তার পরে অভিনেত্রী জেনিফার উইঙ্গেটের সঙ্গে বিয়ে হয় করণের। ২০১২ সালে করণ ও জেনিফার সারা জীবন একসঙ্গে থাকার প্রতিশ্রুতি নেন। ‘কসৌটি জিন্দেগি কে’ এবং ‘দিল মিল গ্যায়ে’ ধারাবাহিকে একসঙ্গে কাজ করেছিলেন তাঁরা।
5/ 10
প্রথম বিয়েতে পরকীয়ার ঘটনা শোনা যায়। দ্বিতীয় বিয়েতেও পরকীয়ার বিষয়ে জানতে পেরে যান স্ত্রী। একদিন ‘দিল মিল গ্যায়ে’র সেটে সপাটে থাপ্পড় মেরে দেন জেনিফার।
6/ 10
শোনা যায়, প্রাক্তন স্ত্রী শ্রদ্ধা এবং প্রাক্তন প্রেমিকা নিকোলের সঙ্গেই তাঁর সম্পর্ক তৈরি হয়েছিল আবার। সেই ঘনিষ্ঠতার কথা জানতে পেরে যান জেনিফার। তখনই এই বিস্ফোরণ!
7/ 10
তার পরেও তাঁদের সম্পর্ক ছিল বহুদিন। কিন্তু এই ঘটনার অনেক দিন পর্যন্ত স্বামীর সঙ্গে কথা বলতেন না জেনিফার। কিন্তু ততদিনে তাঁদের সম্পর্ক কিনারায় পৌঁছেছে। ২০১৪ সালে ডিভোর্স করেন জেনিফার-করণ।
8/ 10
অনেকে বলেন, ততদিনে ‘অ্যালোন’ ছবির শ্যুট শুরু হয়েছিল। বিপাশার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ার কারণেই নাকি জেনিফারের সঙ্গে বিচ্ছেদ। যদিও সেই বিষয়ে কোনও নিশ্চিত খবর মেলেনি।
9/ 10
তবে আরও এক রিপোর্ট অনুযায়ী, ‘কবুল হ্যায়’ মেগাতে অভিনয় করার সময়ে প্রযোজক গুল খান এবং সহ-অভিনেত্রী সুরভি জ্যোতির সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন করণ।
10/ 10
শুধু তা-ই নয়, সম্ভবত সেটে হাতেনাতে সেই পরকীয়া ধরেও ফেলেছিনে জেনিফার। সুরভীর সঙ্গে নাকি আপত্তিকর অবস্থায় দেখতে পান স্বামীকে। একাধিক ঘটনার পরেই করণের সঙ্গে ঘর না করার সিদ্ধান্ত নেন নায়িকা।
কিন্তু অতীত তো মুছে যায় না। করণের অতীত তাই বারবার তারকা দম্পতির মাঝে এসে পড়েছে। বিপাশার আগে আরও দু’বার বিয়ে করেছিলেন করণ। কিন্তু টেকেনি। এমনকি তিক্ততায় পরিণত হয়েছে।
প্রথম বিয়ে ২০০৮ সালে। অভিনেত্রী শ্রদ্ধা নিগমের সঙ্গে। মাত্র ১০ মাস সংসার করার পরেই বিচ্ছেদ হয়ে যায় তাঁদের। সেই সময়ে কোরিওগ্রাফার নিকোল আলভারেজের সঙ্গে করণের পরকীয়ার রিপোর্ট পাওয়া গিয়েছিল।
তার পরে অভিনেত্রী জেনিফার উইঙ্গেটের সঙ্গে বিয়ে হয় করণের। ২০১২ সালে করণ ও জেনিফার সারা জীবন একসঙ্গে থাকার প্রতিশ্রুতি নেন। ‘কসৌটি জিন্দেগি কে’ এবং ‘দিল মিল গ্যায়ে’ ধারাবাহিকে একসঙ্গে কাজ করেছিলেন তাঁরা।
শোনা যায়, প্রাক্তন স্ত্রী শ্রদ্ধা এবং প্রাক্তন প্রেমিকা নিকোলের সঙ্গেই তাঁর সম্পর্ক তৈরি হয়েছিল আবার। সেই ঘনিষ্ঠতার কথা জানতে পেরে যান জেনিফার। তখনই এই বিস্ফোরণ!
তার পরেও তাঁদের সম্পর্ক ছিল বহুদিন। কিন্তু এই ঘটনার অনেক দিন পর্যন্ত স্বামীর সঙ্গে কথা বলতেন না জেনিফার। কিন্তু ততদিনে তাঁদের সম্পর্ক কিনারায় পৌঁছেছে। ২০১৪ সালে ডিভোর্স করেন জেনিফার-করণ।
অনেকে বলেন, ততদিনে ‘অ্যালোন’ ছবির শ্যুট শুরু হয়েছিল। বিপাশার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ার কারণেই নাকি জেনিফারের সঙ্গে বিচ্ছেদ। যদিও সেই বিষয়ে কোনও নিশ্চিত খবর মেলেনি।
শুধু তা-ই নয়, সম্ভবত সেটে হাতেনাতে সেই পরকীয়া ধরেও ফেলেছিনে জেনিফার। সুরভীর সঙ্গে নাকি আপত্তিকর অবস্থায় দেখতে পান স্বামীকে। একাধিক ঘটনার পরেই করণের সঙ্গে ঘর না করার সিদ্ধান্ত নেন নায়িকা।