Armaan Malik-Payal Malik Bigg Boss: দুই নয়, তিনটি বিয়ে, ফাঁস হল আরমানের কীর্তি! 'ওর প্রথম বিয়ে তো বাল্যবিবাহ', মুখ খুললেন পায়েল

Last Updated:
Armaan Malik-Payal Malik Bigg Boss: আরমান এবং তাঁর দুই স্ত্রীর ‘বিগ বস ওটিটি ৩’-এ যোগ দেওয়া নিয়ে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। কারণ দর্শকদের অভিযোগ, বহু বিবাহের মতো প্রথাকে প্রচার করা হচ্ছে।
1/10
বিগ বস ওটিটি ৩-র দৌলতে দেশজুড়ে চর্চা শুরু হয়েছে ইউটিউবার আরমান মালিক এবং তাঁর দুই কন্টেন্ট ক্রিয়েটর স্ত্রী পায়েল মালিক এবং কৃতিকা মালিককে নিয়ে। তাঁদের ঘিরে চলছে তীব্র সমালোচনা।
বিগ বস ওটিটি ৩-র দৌলতে দেশজুড়ে চর্চা শুরু হয়েছে ইউটিউবার আরমান মালিক এবং তাঁর দুই কন্টেন্ট ক্রিয়েটর স্ত্রী পায়েল মালিক এবং কৃতিকা মালিককে নিয়ে। তাঁদের ঘিরে চলছে তীব্র সমালোচনা।
advertisement
2/10
এদিকে গত রবিবারই বিগ বস ওটিটি ৩ হাউজ থেকে এভিকশন হয়েছে পায়েল মালিকের। ফলে বিগ বসের ঘর থেকে বেরিয়ে আসতে হয়েছে তাঁকে। তবে বিগ বসের ঘরে এখনও রয়ে গিয়েছেন আরমান এবং তাঁর আর এক স্ত্রী কৃতিকা।
এদিকে গত রবিবারই বিগ বস ওটিটি ৩ হাউজ থেকে এভিকশন হয়েছে পায়েল মালিকের। ফলে বিগ বসের ঘর থেকে বেরিয়ে আসতে হয়েছে তাঁকে। তবে বিগ বসের ঘরে এখনও রয়ে গিয়েছেন আরমান এবং তাঁর আর এক স্ত্রী কৃতিকা।
advertisement
3/10
আরমান এবং তাঁর দুই স্ত্রীর ‘বিগ বস ওটিটি ৩’-এ যোগ দেওয়া নিয়ে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। কারণ দর্শকদের অভিযোগ, বহু বিবাহের মতো প্রথাকে প্রচার করা হচ্ছে। বিগ বসের ঘর থেকে বেরিয়ে আসার পরে সেই বিতর্কের জবাব দিয়েছেন পায়েল।
আরমান এবং তাঁর দুই স্ত্রীর ‘বিগ বস ওটিটি ৩’-এ যোগ দেওয়া নিয়ে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। কারণ দর্শকদের অভিযোগ, বহু বিবাহের মতো প্রথাকে প্রচার করা হচ্ছে। বিগ বসের ঘর থেকে বেরিয়ে আসার পরে সেই বিতর্কের জবাব দিয়েছেন পায়েল।
advertisement
4/10
পায়েলও এমনকি আরমান মালিকের প্রথম স্ত্রী নন। এর আগেও বিয়ে করেছিলেন জনপ্রিয় ইউটিউবার। সেই সমস্ত বিষয়ে নিজের বক্তব্য রেখেছেন পায়েল।
পায়েলও এমনকি আরমান মালিকের প্রথম স্ত্রী নন। এর আগেও বিয়ে করেছিলেন জনপ্রিয় ইউটিউবার। সেই সমস্ত বিষয়ে নিজের বক্তব্য রেখেছেন পায়েল।
advertisement
5/10
সাক্ষাৎকারে পায়েল স্পষ্ট করে বলেছেন, “আরমানের প্রথম বিয়েটা ছিল বাল্যবিবাহ। সেই সময় আরমানের নাম ছিল সন্দীপ। তবে পায়েলের সঙ্গে বিয়ের আগেই সেই প্রথম বিয়েটা ভেঙে গিয়েছিল আরমানের।”
সাক্ষাৎকারে পায়েল স্পষ্ট করে বলেছেন, “আরমানের প্রথম বিয়েটা ছিল বাল্যবিবাহ। সেই সময় আরমানের নাম ছিল সন্দীপ। তবে পায়েলের সঙ্গে বিয়ের আগেই সেই প্রথম বিয়েটা ভেঙে গিয়েছিল আরমানের।”
advertisement
6/10
আরমান-পত্নীর কথায়, “এরকম কিছুই নয়। আমার সঙ্গে বিয়ের আগেই আরমানের বিবাহবিচ্ছেদ হয়ে গিয়েছিল। আর ওটা ছিল বাল্যবিবাহ। যা হরিয়ানার দিকে হামেশাই দেখা যায়। ওঁর বিবাহবিচ্ছেদের পরেই আমার বিয়ে হয়েছিল। আসলে ১৮ বছর হওয়ার আগেই আমাদের হরিয়ানার দিকে বিয়ে দিয়ে দেওয়া হয়।’’
আরমান-পত্নীর কথায়, “এরকম কিছুই নয়। আমার সঙ্গে বিয়ের আগেই আরমানের বিবাহবিচ্ছেদ হয়ে গিয়েছিল। আর ওটা ছিল বাল্যবিবাহ। যা হরিয়ানার দিকে হামেশাই দেখা যায়। ওঁর বিবাহবিচ্ছেদের পরেই আমার বিয়ে হয়েছিল। আসলে ১৮ বছর হওয়ার আগেই আমাদের হরিয়ানার দিকে বিয়ে দিয়ে দেওয়া হয়।’’
advertisement
7/10
পায়েল আরও বলেন, ‘‘ওঁকে (আরমানের প্রথম স্ত্রী) সমস্ত পয়সা দিয়ে দিয়েছিলেন আরমান। উনি তো এখন দ্বিতীয় বার বিয়েও করে নিয়েছেন। এমনকী বিবাহিত জীবনে উনি সুখীও। মনে হয় ওঁর বাচ্চাও হয়ে গিয়েছে। অর্থাৎ এই বিয়েতে উনি সুখী।”
পায়েল আরও বলেন, ‘‘ওঁকে (আরমানের প্রথম স্ত্রী) সমস্ত পয়সা দিয়ে দিয়েছিলেন আরমান। উনি তো এখন দ্বিতীয় বার বিয়েও করে নিয়েছেন। এমনকী বিবাহিত জীবনে উনি সুখীও। মনে হয় ওঁর বাচ্চাও হয়ে গিয়েছে। অর্থাৎ এই বিয়েতে উনি সুখী।”
advertisement
8/10
প্রসঙ্গত বিগ বস হাউজ থেকে কন্টেন্ট ক্রিয়েটর পায়েল বেরিয়ে যাওয়ায় বেশ তাজ্জব তাঁর ভক্তরাও। এই এলিমিনেশনের পরে নিজের প্রথম ভিডিও পোস্ট করেছেন তিনি। আর এর জন্য তিনি নিজের হাউজমেটদেরই দায়ী করেছেন।
প্রসঙ্গত বিগ বস হাউজ থেকে কন্টেন্ট ক্রিয়েটর পায়েল বেরিয়ে যাওয়ায় বেশ তাজ্জব তাঁর ভক্তরাও। এই এলিমিনেশনের পরে নিজের প্রথম ভিডিও পোস্ট করেছেন তিনি। আর এর জন্য তিনি নিজের হাউজমেটদেরই দায়ী করেছেন।
advertisement
9/10
পায়েলের বক্তব্য, “আমি বিগ বস হাউজ থেকে বেরিয়ে এসেছি। কিন্তু আপনাদের ভালবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদ। আমার মনে হয়, আমার হাউজমেটরাই আমায় নমিনেট করেছেন।’’
পায়েলের বক্তব্য, “আমি বিগ বস হাউজ থেকে বেরিয়ে এসেছি। কিন্তু আপনাদের ভালবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদ। আমার মনে হয়, আমার হাউজমেটরাই আমায় নমিনেট করেছেন।’’
advertisement
10/10
‘‘আমি ভোটের জেরে আউট হইনি। যাইহোক, আমি সৎ ভাবেই খেলেছি। আর আপনারা সকলেই সেটা জানেন। দয়া করে আমায় সমর্থন করে যান।”
‘‘আমি ভোটের জেরে আউট হইনি। যাইহোক, আমি সৎ ভাবেই খেলেছি। আর আপনারা সকলেই সেটা জানেন। দয়া করে আমায় সমর্থন করে যান।”
advertisement
advertisement
advertisement