Bigg Boss 17: অঙ্কিতা লোখন্ডের বড় জা-কে দেখেছেন? অঙ্কিতার থেকে শতগুণ সুন্দরী... ভিকির বৌদিকে দেখে কুপোকাত দর্শক

Last Updated:
এপিসোডে ভিকির বৌদিকে দেখে চমকে গিয়েছেন সবাই। সবারই কথা, এ তো অঙ্কিতার থেকেও সুন্দরী।
1/6
বিগ বসের জন্য ক্রমাগত শিরোনামে ছিলেন অঙ্কিতা। শোতে শেষ পর্যন্ত ছিলেন অঙ্কিতা৷ এমনকি তাঁর ও ভিকির ঝামেলার ঘটনাও সামনে আসে৷ শোর মাঝপথে ভিকি আউট হয়ে যান৷ জিততে পারেননি অঙ্কিতাও।
বিগ বসের জন্য ক্রমাগত শিরোনামে ছিলেন অঙ্কিতা। শোতে শেষ পর্যন্ত ছিলেন অঙ্কিতা৷ এমনকি তাঁর ও ভিকির ঝামেলার ঘটনাও সামনে আসে৷ শোর মাঝপথে ভিকি আউট হয়ে যান৷ জিততে পারেননি অঙ্কিতাও।
advertisement
2/6
বিগ বস ১৭’-এ মাঝেমধ্যেই তারকা দম্পতিকে বিবাদে জড়াতে দেখা গিয়েছে। কখনও কখনও তা কুৎসিত আকারও নিয়ে নিয়েছে।
বিগ বস ১৭’-এ মাঝেমধ্যেই তারকা দম্পতিকে বিবাদে জড়াতে দেখা গিয়েছে। কখনও কখনও তা কুৎসিত আকারও নিয়ে নিয়েছে।
advertisement
3/6
না জিতলেও বিগ বসের মূল কেন্দ্রবিন্দু ছিলেন অঙ্কিতা লোখন্ডে। সুশান্তের সঙ্গে প্রেমের স্মৃতিচারণ করেও শিরোনামে এসেছিলেন অঙ্কিতা। তবে এবার শিরানামে অঙ্কিতার জা। ভিকি জৈনের বৌদিকে দেখে তাক লেগে গিয়েছে দর্শকদের।
না জিতলেও বিগ বসের মূল কেন্দ্রবিন্দু ছিলেন অঙ্কিতা লোখন্ডে। সুশান্তের সঙ্গে প্রেমের স্মৃতিচারণ করেও শিরোনামে এসেছিলেন অঙ্কিতা। তবে এবার শিরানামে অঙ্কিতার জা। ভিকি জৈনের বৌদিকে দেখে তাক লেগে গিয়েছে দর্শকদের।
advertisement
4/6
ভিকির মা এর আগে বলেন তাঁদের পরিবার ভিকি ও অঙ্কিতার বিয়ের বিরুদ্ধে। সলমন  ভিকির বৌদি রেশু জৈনকে একই বিষয়ে জিজ্ঞাসা করেন। তিনি কিন্তু সবটাই নাকচ করে দিয়েছেন।
ভিকির মা এর আগে বলেন তাঁদের পরিবার ভিকি ও অঙ্কিতার বিয়ের বিরুদ্ধে। সলমন ভিকির বৌদি রেশু জৈনকে একই বিষয়ে জিজ্ঞাসা করেন। তিনি কিন্তু সবটাই নাকচ করে দিয়েছেন।
advertisement
5/6
কিন্তু সেই এপিসোডে ভিকির বৌদিকে দেখে চমকে গিয়েছেন সবাই। সবারই কথা, এ তো অঙ্কিতার থেকেও সুন্দরী।
কিন্তু সেই এপিসোডে ভিকির বৌদিকে দেখে চমকে গিয়েছেন সবাই। সবারই কথা, এ তো অঙ্কিতার থেকেও সুন্দরী।
advertisement
6/6
কোনও কোনও নেটিজেন বলেছেন, রেশুর পাশে অঙ্কিতা পাত্তা পাবেন না।
কোনও কোনও নেটিজেন বলেছেন, রেশুর পাশে অঙ্কিতা পাত্তা পাবেন না।
advertisement
advertisement
advertisement