Bideshini: দেশের সীমান্ত, সম্পর্কের সীমা, বিশেষ স্ক্রিনিংয়ে মন ভরাল ‘বিদেশিনী’
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
সম্প্রতি কলকাতার ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস, সংক্ষেপে যা ICCR নামেই অধিক পরিচিত, সেখানে এক বিশেষ স্ক্রিনিং হয়ে গেল ৭০ মিনিট দৈর্ঘ্যের এই ছবির।
মানুষ সীমারেখা টেনে জমি ভাগ করে বটে, কিন্তু তার দাগ মানবজমিনে কখনই দেগে বসে যায় না। বাধা থাকে বিস্তর, কিন্তু এক দেশ থেকে অন্য দেশে বয়ে আসে হাওয়া, উড়ে আসে পাখি। সূর্য দুই দেশেই সমান ভাবে আলো ছড়ায়, চাঁদ দুই দেশেরই আকাশের সৌন্দর্য বাড়িয়ে তোলে। আকাশ থেকে ঝরে পড়া তারা আর বৃষ্টির ধারা একই সুর গুনগুন করে চলে। আর সব বাধা পেরিয়ে কখনও কখনও সীমান্তের দুই হৃদয় একে অপরের কাছে সান্ত্বনা খোঁজে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
প্রথমে পদ্মাকে এদেশে রেখে দিতে চাইলেও ওর দেশে ফেরার জেদের কাছে মাথা নত করে দামোদর। শুরু হয় এক অদ্ভুত যাত্রা। নানা বাধা পেরিয়ে দামোদর আর পদ্মা এসে দাঁড়ায় ইছামতীর তীরে, যেখান থেকে আর কয়েক পা এগিয়ে গেলেই পদ্মা ফিরে যাবে নিজের ঘরে, নিজের দেশে। বিচ্ছেদ কেবল আসমান আর জমিনের তফাতে। পদ্মার স্মৃতি নিয়ে দামোদরকে বেঁচে থাকতে হবে সারাজীবন আর পদ্মাকে দামোদরের- এ যেন নদ আর নদীর প্রেমকাহিনি ৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
