ভূমিকা চাওলা থেকে দেবলীনা ভট্টাচার্য, নিজেদের জিম প্রশিক্ষকের প্রেমে মজেছেন বি-টাউনের এই সুন্দরী অভিনেত্রীরা
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
আজ আমরা এমন বলিউডের এমন কিছু সুন্দরীর কথা বলব, যাঁরা নিজেদের সহ-অভিনেতাদের নয়, বরং নিজেদের জিম ট্রেনার বা জিম প্রশিক্ষকের প্রেমে পড়েছেন।
বি-টাউনে অভিনেতা আর অভিনেত্রীদের মধ্যে প্রেমের সম্পর্ক নতুন কিছু নয়। আসলে ছবির সেট থেকেই তাঁদের প্রেমের সূত্রপাত হয়। এমনকী বহু ক্ষেত্রেই তা ছাদনাতলাতেও পৌঁছেছে। তবে কিছু কিছু ক্ষেত্রে ডেটিংয়ের পরেও আবার সেই প্রেম পরিণতি পায়নি, বরং ভেঙে গিয়েছে। কিন্তু আজ আমরা এমন বলিউডের এমন কিছু সুন্দরীর কথা বলব, যাঁরা নিজেদের সহ-অভিনেতাদের নয়, বরং নিজেদের জিম ট্রেনার বা জিম প্রশিক্ষকের প্রেমে পড়েছেন। এই জিম ট্রেনারদের সৌন্দর্যে মজে গিয়েছেন সুন্দরী অভিনেত্রীরাও। এমনকী গাঁটছড়া বাঁধার ক্ষেত্রে তাঁরা নিজেদের প্রেমিকের ধর্ম-জাত কিংবা আর্থিক অবস্থা পর্যন্ত দেখেননি। আজকের প্রতিবেদনে রইল সেই অভিনেত্রী আর জিম ট্রেনার জুটির তালিকা।
advertisement
ভূমিকা চাওলা: সলমন খানের ‘তেরে নাম’ ছবি থেকে জনপ্রিয়তার শিখরে পৌঁছেছিলেন ভূমিকা চাওলা। তাঁর ঝুলিতে রয়েছে ‘রান’ এবং ‘দিল নে জিসে আপনা কাহা’-র মতো হিন্দি ছবি। এরপর দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করতে শুরু করেন তিনি। সেখানে প্রথম ছবির হাত ধরেই খ্যাতি অর্জন করেছিলেন। অভিনেত্রীর ভক্ত সংখ্যাও নেহাত কম ছিল না। কিন্তু আচমকাই নিজের যোগা প্রশিক্ষক ভরত ঠাকুরের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসে পুরুষ ভক্তদের মন ভেঙে দিয়েছিলেন ভূমিকা। যোগা প্রশিক্ষণের সময় প্রশিক্ষকের প্রেমে পড়ে গিয়েছিলেন অভিনেত্রী। ৪ বছর সম্পর্কে থাকার পরে ২০০৭ সালে ছাদনাতলায় গিয়েছেলেন তাঁরা। এরপর ২০১৪ সালে ওই দম্পতির প্রথম সন্তান ভূমিষ্ঠ হয়। এদিকে ২০২২ সালে ‘অপারেশন রোমিও’ নামে একটি ছবির হাত ধরে বলিউডে কামব্যাক করেছিলেন ৪৪ বছর বয়সী ভূমিকা। তবে তামিল এবং তেলুগু ছবির জগতে সক্রিয় তিনি।
advertisement
আইরা খান: এই তালিকায় রয়েছেন বলিউড সুপারস্টার আমির খানের কন্যা আইরা খান। আর তরুণ প্রজন্মের মধ্যে আইরা যথেষ্ট খ্যাতি লাভ করেছেন। অভিনেত্রী না হলেও সোশ্যাল মিডিয়ায় আমির-কন্যার জনপ্রিয়তা তুঙ্গে। সঙ্গীতশিল্পী মিশাল কৃপলানির সঙ্গে প্রেম ভাঙার পরে বাবা আমিরের ফিটনেস-কোচ নুপূর শিখরের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে আইরার।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
জিমে রোহমানের সঙ্গে সুস্মিতার একাধিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। যদিও তাঁদের সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি। গত বছর রোহমানের সঙ্গে বিচ্ছেদ হয়েছে সুস্মিতার। আগে অভিনেত্রীর বাড়িতেই থাকতেন তিনি। তবে ব্রেক-আপের পরে সুস্মিতার বাড়ি ছেড়েছিলেন রোহমান। বর্তমানে বন্ধুত্ব রয়েছে দু’জনের। হামেশাই একসঙ্গে দেখা যায় তাঁদের।