Bharti Singh Admitted to Hospital: এ কী হল! হাউহাউ করে কাঁদছেন, হাতে স্যালাইন! হাসপাতালে ভর্তি জনপ্রিয় কমেডিয়ান ভারতী সিং...

Last Updated:
Bharti Singh Hospitalised for Gallbladder Surgery : চিকিৎসকের কাছে গেলে ভারতীর গলব্লাডারে স্টোন ধরা পড়ে। এই মুহূর্তে একটি অস্ত্রোপচারের জন্য হাসপাতালে রয়েছেন তিনি। তবে হাসপাতালে থেকে ভারতী তাঁর ছেলে গোলাকে মিস্ করছেন।
1/6
তাঁকে আজ অবধি সকলে হাসতে দেখেছেন। হাসাতে দেখেছেন। লাখ লাখ দর্শকের চোখের জল নিমেষে মুছে গিয়েছে তাঁর কমেডি শুনে। সেই ভারতী সিংয়েরই চোখে জল। হাসপাতেলে কাতরাচ্ছেন কমেডিয়ান।
তাঁকে আজ অবধি সকলে হাসতে দেখেছেন। হাসাতে দেখেছেন। লাখ লাখ দর্শকের চোখের জল নিমেষে মুছে গিয়েছে তাঁর কমেডি শুনে। সেই ভারতী সিংয়েরই চোখে জল। হাসপাতেলে কাতরাচ্ছেন কমেডিয়ান।
advertisement
2/6
ভারতী সিংয়ের গলব্লাডার অপারেশন হবে। তাই আপাতত তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে রয়েছেন কমেডিয়ান।
ভারতী সিংয়ের গলব্লাডার অপারেশন হবে। তাই আপাতত তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে রয়েছেন কমেডিয়ান।
advertisement
3/6
গত কয়েকদিন ধরে তাঁর পেটে এত ব্যথা হয়েছে যে, যন্ত্রণায় ঘুমোতে পারেননি। স্বামী হর্ষ লিম্বাচিয়া সব সময়েই পাশে ছিলেন। খেতে পারছিলেন না তিনি। খেলেই শুরু হচ্ছে যন্ত্রণা।
গত কয়েকদিন ধরে তাঁর পেটে এত ব্যথা হয়েছে যে, যন্ত্রণায় ঘুমোতে পারেননি। স্বামী হর্ষ লিম্বাচিয়া সব সময়েই পাশে ছিলেন। খেতে পারছিলেন না তিনি। খেলেই শুরু হচ্ছে যন্ত্রণা।
advertisement
4/6
চিকিৎসকের কাছে গেলে ভারতীর গলব্লাডারে স্টোন ধরা পড়ে। হাসপাতালে থেকে ভারতী তাঁর ছেলে গোলাকে মিস্ করছেন।
চিকিৎসকের কাছে গেলে ভারতীর গলব্লাডারে স্টোন ধরা পড়ে। হাসপাতালে থেকে ভারতী তাঁর ছেলে গোলাকে মিস্ করছেন।
advertisement
5/6
কপিল শর্মার সঙ্গে কাজ করেই জনপ্রিয়তার তুঙ্গে ওঠেন তিনি। এরপর রিয়্যালিটি শোয়ের সঞ্চালনা শুরু করেন। বিগবসেও এসেছেন। হাসিয়েছেন সবাইকে। এখন তো ছেলে গোলাকে নিয়ে সর্বক্ষণ ভিডিও দিতেই থাকেন।
কপিল শর্মার সঙ্গে কাজ করেই জনপ্রিয়তার তুঙ্গে ওঠেন তিনি। এরপর রিয়্যালিটি শোয়ের সঞ্চালনা শুরু করেন। বিগবসেও এসেছেন। হাসিয়েছেন সবাইকে। এখন তো ছেলে গোলাকে নিয়ে সর্বক্ষণ ভিডিও দিতেই থাকেন।
advertisement
6/6
ভক্তদের কাছে ভারতী অনুরোধও করেন, যাতে তাঁরা দ্রুত আরোগ্য কামনা করেন। তিনি কিছু খেতে পারছেন না। কিছু খেলেই তাঁর পেটে ব্যথা করছে। অনুরাগীরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন।
ভক্তদের কাছে ভারতী অনুরোধও করেন, যাতে তাঁরা দ্রুত আরোগ্য কামনা করেন। তিনি কিছু খেতে পারছেন না। কিছু খেলেই তাঁর পেটে ব্যথা করছে। অনুরাগীরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন।
advertisement
advertisement
advertisement