Bengali Serial | Sandhyatara: দুই বোন প্রেমে পড়ে একই ছেলের! ত্রিকোণ প্রেমের গল্প 'সন্ধ্যাতারা'! জলসায় ফিরছেন অন্বেষা হাজরা!

Last Updated:
Bengali Serial | Sandhyatara: 'সন্ধ্যাতারা'-র অপেক্ষায় দর্শক! এসে গেছে প্রোমো। জানুন
1/7
স্টার জলসায় শুরু হতে চলেছে নতুন বাংলা ধারাবাহিক 'সন্ধ্যাতারা'! আর এই ধারাবহিকেই ফিরছেন 'এই পথ যদি না শেষ হয়'-এর জনপ্রিয় নায়িকা অন্বেষা হাজরা। সন্ধ্যার চরিত্রে দেখা যাবে তাঁকে।
স্টার জলসায় শুরু হতে চলেছে নতুন বাংলা ধারাবাহিক 'সন্ধ্যাতারা'! আর এই ধারাবহিকেই ফিরছেন 'এই পথ যদি না শেষ হয়'-এর জনপ্রিয় নায়িকা অন্বেষা হাজরা। সন্ধ্যার চরিত্রে দেখা যাবে তাঁকে।
advertisement
2/7
এই ধারাবাহিক আসলে ত্রিকোণ প্রেমের গল্প বলবে। একই ছেলের প্রেমে পড়বে দুই বোন সন্ধ্যা ও তারা। সন্ধ্যা সংসারের দায়িত্ব সামলে বোন অন্ত প্রাণ। অন্যদিকে তারাও সন্ধ্যার জন্য করতে পারে যা কিছু।
এই ধারাবাহিক আসলে ত্রিকোণ প্রেমের গল্প বলবে। একই ছেলের প্রেমে পড়বে দুই বোন সন্ধ্যা ও তারা। সন্ধ্যা সংসারের দায়িত্ব সামলে বোন অন্ত প্রাণ। অন্যদিকে তারাও সন্ধ্যার জন্য করতে পারে যা কিছু।
advertisement
3/7
দু'জনের ভাগ্য এমন যে দু'জনেই প্রেমে পড়বে আকাশনীলের। এক বোনের জন্য আর এক বোন কি সব কিছু ছাড়তে পারবে? কার ভাগ্যে আছে প্রেম। এই নিয়েই এগোবে গল্প।
দু'জনের ভাগ্য এমন যে দু'জনেই প্রেমে পড়বে আকাশনীলের। এক বোনের জন্য আর এক বোন কি সব কিছু ছাড়তে পারবে? কার ভাগ্যে আছে প্রেম। এই নিয়েই এগোবে গল্প।
advertisement
4/7
যদিও আকশনীল তারাকে ভালবাসলেও সে কী বিয়ের সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারবে? কার ভালবাসা পাবে পরিণতি? এমন গল্পের ডালি সাজিয়ে নতুন ধরাবাহিক নিয়ে আসছে স্টার জলসা।
যদিও আকশনীল তারাকে ভালবাসলেও সে কী বিয়ের সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারবে? কার ভালবাসা পাবে পরিণতি? এমন গল্পের ডালি সাজিয়ে নতুন ধরাবাহিক নিয়ে আসছে স্টার জলসা।
advertisement
5/7
আকাশনীলের চরিত্রে অভিনয় করছেন সৌরজিৎ বন্দ্যোপাধ্যায়!
আকাশনীলের চরিত্রে অভিনয় করছেন সৌরজিৎ বন্দ্যোপাধ্যায়!
advertisement
6/7
 তারার চরিত্রে দেখা যাবে অমৃতা দেবনাথকে।
তারার চরিত্রে দেখা যাবে অমৃতা দেবনাথকে।
advertisement
7/7
স্টার জলসায় সোম থেকে রবি সন্ধে ৭টা ৩০-এ দেখানো হবে এই ধারাবহিক! শুরু হচ্ছে ১২-ই জুন থেকে!
স্টার জলসায় সোম থেকে রবি সন্ধে ৭টা ৩০-এ দেখানো হবে এই ধারাবহিক! শুরু হচ্ছে ১২-ই জুন থেকে!
advertisement
advertisement
advertisement