Johny Bonny: 'জনি বনি'-এর নতুন জুটিকে দর্শক কতটা গ্রহণ করছেন? প্রচারে এসে কী বললেন দেবাশিস-স্বস্তিকা?

Last Updated:
Johny Bonny: এই ওয়েবসিরিজের মুখ্যভূমিকায় অভিনয় করেছেন 'মন্দার' খ্যাত দেবাশীষ মণ্ডল (Debashish Mondal), নেতাজি খ্যাত অঙ্কিত মজুমদার (Ankit Majumder) ও স্বস্তিকা দত্ত (Swastika Dutta)। সিরিজটি পরিচালনা করছেন অভিজিৎ চৌধুরী
1/5
রহস্য়ের গল্পকে গানের সুরে বাঁধল 'জনি বনি'। এই ওয়েবসিরিজের মুখ্যভূমিকায় অভিনয় করেছেন 'মন্দার' খ্যাত দেবাশীষ মণ্ডল (Debashish Mondal), নেতাজি খ্যাত অঙ্কিত মজুমদার (Ankit Majumder) ও স্বস্তিকা দত্ত (Swastika Dutta)। সিরিজটি পরিচালনা করছেন অভিজিৎ চৌধুরী।
রহস্য়ের গল্পকে গানের সুরে বাঁধল 'জনি বনি'। এই ওয়েবসিরিজের মুখ্যভূমিকায় অভিনয় করেছেন 'মন্দার' খ্যাত দেবাশীষ মণ্ডল (Debashish Mondal), নেতাজি খ্যাত অঙ্কিত মজুমদার (Ankit Majumder) ও স্বস্তিকা দত্ত (Swastika Dutta)। সিরিজটি পরিচালনা করছেন অভিজিৎ চৌধুরী।
advertisement
2/5
এই সিরিজ খুব তাড়াতাড়ি মুক্তি পাবে ওটিটি মঞ্চ 'ক্লিক'-এ। এই তিন জন ছাড়াও অভিনয়ে রয়েছেন কমলেশ্বর মুখোপাধ্যায়, লোকনাথ দে, অনির্বাণ ভট্টাচার্য, যুধাজিৎ সরকার, পুষ্পিতা মুখোপাধ্যায়, জয়তী চক্রবর্তী, অভ্যুদয় দে, তুষিতা বন্দ্যোপাধ্যায় প্রমুখ। সম্প্রতি মুক্তি পেল পরিচালক অভিজিৎ চৌধুরীর আগামী সিরিজের টাইটেল ট্র্যাক।
এই সিরিজ খুব তাড়াতাড়ি মুক্তি পাবে ওটিটি মঞ্চ 'ক্লিক'-এ। এই তিন জন ছাড়াও অভিনয়ে রয়েছেন কমলেশ্বর মুখোপাধ্যায়, লোকনাথ দে, অনির্বাণ ভট্টাচার্য, যুধাজিৎ সরকার, পুষ্পিতা মুখোপাধ্যায়, জয়তী চক্রবর্তী, অভ্যুদয় দে, তুষিতা বন্দ্যোপাধ্যায় প্রমুখ। সম্প্রতি মুক্তি পেল পরিচালক অভিজিৎ চৌধুরীর আগামী সিরিজের টাইটেল ট্র্যাক।
advertisement
3/5
'জনি বনি'-র ট্রেলার প্রায় ২ লক্ষ ভিউয়ারের কাছে পৌঁছে গিয়েছে! ট্রেলারের পর টাইটেল ট্র্যাক নিয়ে ইতিমধ্যেই মাতামাতি শুরু হয়েছে দর্শকমহলে।
'জনি বনি'-র ট্রেলার প্রায় ২ লক্ষ ভিউয়ারের কাছে পৌঁছে গিয়েছে! ট্রেলারের পর টাইটেল ট্র্যাক নিয়ে ইতিমধ্যেই মাতামাতি শুরু হয়েছে দর্শকমহলে।
advertisement
4/5
গানেই রয়েছে সিরিজের রোমহর্ষকতার গল্প। জনির ভাগ্যচক্রে হঠাৎ পরিবর্তন আসে তিনজন দুষ্কৃতী রাজনৈতিক নেতা প্রমোদ সেনের বাড়িতে অকস্মাৎ হামলা করার পর। এরপর এক এক করে রহস্যের জট খুলতে দেখা যায় জনিকে। জনি অসীম সাহসিকতার পরিচয় দিয়ে নিজে গুলি খেয়ে প্রমোদ সেনদের বাঁচিয়ে দেয়। সেইখান থেকেই ঘুরে যায় গল্পের মোড়।
গানেই রয়েছে সিরিজের রোমহর্ষকতার গল্প। জনির ভাগ্যচক্রে হঠাৎ পরিবর্তন আসে তিনজন দুষ্কৃতী রাজনৈতিক নেতা প্রমোদ সেনের বাড়িতে অকস্মাৎ হামলা করার পর। এরপর এক এক করে রহস্যের জট খুলতে দেখা যায় জনিকে। জনি অসীম সাহসিকতার পরিচয় দিয়ে নিজে গুলি খেয়ে প্রমোদ সেনদের বাঁচিয়ে দেয়। সেইখান থেকেই ঘুরে যায় গল্পের মোড়।
advertisement
5/5
সম্প্রতি শহর কলকাতায় হয়ে গেল এই ছবির প্রচার। ছবিটির কলাকুশলী ছাড়াও টলিপাড়ার অনেক বিশিষ্ট মুখকে দেখা গেল সেখানে। তবে ছবির আগের যে উন্মাদনা, তা ছবিমুক্তির পর দেখা যাবে কিনা তা দেখার অপেক্ষা...
সম্প্রতি শহর কলকাতায় হয়ে গেল এই ছবির প্রচার। ছবিটির কলাকুশলী ছাড়াও টলিপাড়ার অনেক বিশিষ্ট মুখকে দেখা গেল সেখানে। তবে ছবির আগের যে উন্মাদনা, তা ছবিমুক্তির পর দেখা যাবে কিনা তা দেখার অপেক্ষা...
advertisement
advertisement
advertisement