‘এটা আমাদের গল্প’; আর গানও, সুরের আবহে শহর মাতাল মানসী সিনহার ছবির মিউজিক লঞ্চ
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Eta Amader Golpo Music Launch Event: সম্প্রতি শহরের এক অভিজাত রেস্তোরাঁয় হয়ে গেল ছবির মিউজিক লঞ্চ অনুষ্ঠান ৷ সম্প্রতি এই ছবির টিজারও প্রকাশ্যে এসেছে। সেখান থেকেই স্পষ্ট হয়ে গিয়েছে যে, এই ছবির গল্প শুধু দু’টি মানুষের নয়। বরং আরও নানা মানুষের গল্প। আসলে যাঁরা সম্পর্কে বিশ্বাসী, তাঁদের কথাই বলবে ‘এটা আমাদের গল্প’।
থিয়েটার থেকে শুরু করে বড় পর্দা এবং ছোট পর্দায় দাপিয়ে অভিনয় করেছেন মানসী সিনহা। এমনকী, অভিনেত্রী তথা চিত্র পরিচালিকা অপর্ণা সেনের ছবিতেও অভিনয় করেছেন। এত দিন যাঁকে ভক্তরা ক্যামেরার সামনে দেখেছেন, এবার তাঁকে দেখা যাবে ক্যামেরার পিছনে। অর্থাৎ এবার ভক্তরা তাঁকে পেতে চলেছেন পরিচালক হিসেবে। শীঘ্রই আসছে মানসী সিনহা পরিচালিত প্রথম ছবি ‘এটা আমাদের গল্প’। সম্প্রতি শহরের এক অভিজাত রেস্তোরাঁয় হয়ে গেল ছবির মিউজিক লঞ্চ অনুষ্ঠান ৷
advertisement
সম্প্রতি এই ছবির টিজারও প্রকাশ্যে এসেছে। সেখান থেকেই স্পষ্ট হয়ে গিয়েছে যে, এই ছবির গল্প শুধু দু’টি মানুষের নয়। বরং আরও নানা মানুষের গল্প। আসলে যাঁরা সম্পর্কে বিশ্বাসী, তাঁদের কথাই বলবে ‘এটা আমাদের গল্প’। আর সবথেকে বড় কথা হল, এই ছবিতে ফুটে উঠবে সম্পূর্ণ ভিন্ন সম্প্রদায়, পরিস্থিতি এবং পরিবেশের দু’টি পরিবারের কাহিনি।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement