Binodini Kanha Song: বিনোদিনী হিসেবে প্রথম ঝলকে ফুল মার্কস রুক্মিণী মৈত্রের, 'কানহা' গানের সঙ্গে মঞ্চ মাতালেন নায়িকা

Last Updated:
রামকমল মুখোপাধ্যায় পরিচালিত সিনেমা ‘বিনোদিনী- একটি নটীর উপাখ্যান’-তে নাম ভূমিকায় থাকছেন রুক্মিণী৷ এবার এই ছবির একটি গান কানহা-র মুক্তিতে মঞ্চে এসে নাচলেন অভিনেত্রী৷ অপূর্ব ছিল সেই মুহূর্ত৷
1/5
তিনি এলেন, দেখলেন, জয় করলেন৷ নটি বিনোদিনী৷ বিনোদিনী দাসি যেমন থিয়েটারের মঞ্চ মাতিয়ে রাখতেন, তেমনই একইভাবে মঞ্চ মাতিয়ে দিলেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র৷ রামকমল মুখোপাধ্যায় পরিচালিত সিনেমা ‘বিনোদিনী- একটি নটীর উপাখ্যান’-তে নাম ভূমিকায় থাকছেন রুক্মিণী৷ এবার এই ছবির একটি গান কানহা-র মুক্তিতে মঞ্চে এসে নাচলেন অভিনেত্রী৷ অপূর্ব ছিল সেই মুহূর্ত৷
তিনি এলেন, দেখলেন, জয় করলেন৷ নটি বিনোদিনী৷ বিনোদিনী দাসি যেমন থিয়েটারের মঞ্চ মাতিয়ে রাখতেন, তেমনই একইভাবে মঞ্চ মাতিয়ে দিলেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র৷ রামকমল মুখোপাধ্যায় পরিচালিত সিনেমা ‘বিনোদিনী- একটি নটীর উপাখ্যান’-তে নাম ভূমিকায় থাকছেন রুক্মিণী৷ এবার এই ছবির একটি গান কানহা-র মুক্তিতে মঞ্চে এসে নাচলেন অভিনেত্রী৷ অপূর্ব ছিল সেই মুহূর্ত৷
advertisement
2/5
রোজ তিনি ৩-৪ ঘণ্টা নাচের মহড়া চলেছে। বিরজু মহারাজের শিষ্য সৌভিক চক্রবর্তীর কাছ থেকে কত্থক শিখছেন রুক্মিণী। এবং এনিয়ে তিনি যে বেশ কসরৎ করেছেন তার জোরদার নমুনা দেখালেন নায়িকা৷ যখন থেকে রুক্মিণীর বিনোদিনীর চরিত্রে অভিনয় করার প্রস্তাব আসে, তখন থেকেই বেশ নজরে ছিলেন তিনি৷ কটাক্ষও কম হয়নি৷
রোজ তিনি ৩-৪ ঘণ্টা নাচের মহড়া চলেছে। বিরজু মহারাজের শিষ্য সৌভিক চক্রবর্তীর কাছ থেকে কত্থক শিখছেন রুক্মিণী। এবং এনিয়ে তিনি যে বেশ কসরৎ করেছেন তার জোরদার নমুনা দেখালেন নায়িকা৷ যখন থেকে রুক্মিণীর বিনোদিনীর চরিত্রে অভিনয় করার প্রস্তাব আসে, তখন থেকেই বেশ নজরে ছিলেন তিনি৷ কটাক্ষও কম হয়নি৷
advertisement
3/5
আপাতত সেই সব কটাক্ষের জবাব দিলেন রুক্মিণী৷ গানের কয়েক ঝলকে রুক্মিণী বুঝিয়ে দিলেন যে তিনি আপ্রাণ চেষ্টা করেছেন এই চরিত্রে নিজের অভিনয় দিয়ে ফুটিয়ে তোলার৷ অন্তত তিনি যে জোরদার হোমওয়ার্ক করেছেন সেটার ইঙ্গিত মিলল বিনোদিনী ছবির প্রথম গান প্রকাশে৷ সেই গানে কণ্ঠ দিয়েছেন শ্রেয়া ঘোষাল।
আপাতত সেই সব কটাক্ষের জবাব দিলেন রুক্মিণী৷ গানের কয়েক ঝলকে রুক্মিণী বুঝিয়ে দিলেন যে তিনি আপ্রাণ চেষ্টা করেছেন এই চরিত্রে নিজের অভিনয় দিয়ে ফুটিয়ে তোলার৷ অন্তত তিনি যে জোরদার হোমওয়ার্ক করেছেন সেটার ইঙ্গিত মিলল বিনোদিনী ছবির প্রথম গান প্রকাশে৷ সেই গানে কণ্ঠ দিয়েছেন শ্রেয়া ঘোষাল।
advertisement
4/5
বলাই বাহুল্য, রামকমল মুখোপাধ্যায় যে তাঁর পিরিয়ড ড্রামার কাস্টিংয়ে তাক লাগিয়ে দিয়েছেন। বাকিটা দেখতে হলে অপেক্ষা করতে হবে আগামী ২৩ জানুয়ারি অবধি। কারণ সেদিনই মুক্তি পাচ্ছে ‘বিনোদিনী- একটি নটীর উপাখ্যান’।
বলাই বাহুল্য, রামকমল মুখোপাধ্যায় যে তাঁর পিরিয়ড ড্রামার কাস্টিংয়ে তাক লাগিয়ে দিয়েছেন। বাকিটা দেখতে হলে অপেক্ষা করতে হবে আগামী ২৩ জানুয়ারি অবধি। কারণ সেদিনই মুক্তি পাচ্ছে ‘বিনোদিনী- একটি নটীর উপাখ্যান’।
advertisement
5/5
সম্প্রতি স্টার থিয়েটার-এর নামবদলে বিনোদিনীর নামে হয়েছে৷ বহুদিনের যে বঞ্চণার শিকার ছিলেন কলকাতা বিখ্যাত নটী, সেই বঞ্চনার সমাপ্তি হয়েছে৷ এরই কারণে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিয়ে ১৪০টি প্রদীপ জ্বালিয়েছিলেন রামকমল এবং রুক্মিণী মৈত্র। স্টার-এর নামবদলে ‘বিনোদিনী থিয়েটার’ করে কিংবদন্তী নাট্যব্যক্তিত্বকে যোগ্যসম্মান দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলা যেতেই পারে এক নারীর হাত ধরেই আরেক নারী তাঁর প্রাপ্য সম্মান ফেরত পেলেন।
সম্প্রতি স্টার থিয়েটার-এর নামবদলে বিনোদিনীর নামে হয়েছে৷ বহুদিনের যে বঞ্চণার শিকার ছিলেন কলকাতা বিখ্যাত নটী, সেই বঞ্চনার সমাপ্তি হয়েছে৷ এরই কারণে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিয়ে ১৪০টি প্রদীপ জ্বালিয়েছিলেন রামকমল এবং রুক্মিণী মৈত্র। স্টার-এর নামবদলে ‘বিনোদিনী থিয়েটার’ করে কিংবদন্তী নাট্যব্যক্তিত্বকে যোগ্যসম্মান দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলা যেতেই পারে এক নারীর হাত ধরেই আরেক নারী তাঁর প্রাপ্য সম্মান ফেরত পেলেন।
advertisement
advertisement
advertisement