Bengali Dance Song and Culture: পুজোর শহরে জীবনের প্রবহমানতা উদযাপন প্রবাহিকার, এক অনন্য সন্ধ্যায় নাচ-গান-শ্রুতিনাটকে ভরপুর শিল্পচর্চা

Last Updated:
Bengali Dance Song and Culture: নাচে-গানে-শ্রুতিনাটকে এক আনন্দমুখর সন্ধ্যা উপহার পেলেন কলকাতাবাসী। পুজোর শহরে জীবনের প্রবহমানতার উদযাপন প্রবাহিকার।
1/18
নাচে-গানে-শ্রুতিনাটকে এক আনন্দমুখর সন্ধ্যা উপহার পেলেন কলকাতাবাসী। পুজোর শহরে জীবনের প্রবহমানতার উদযাপন প্রবাহিকার।
নাচে-গানে-শ্রুতিনাটকে এক আনন্দমুখর সন্ধ্যা উপহার পেলেন কলকাতাবাসী। পুজোর শহরে জীবনের প্রবহমানতার উদযাপন প্রবাহিকার।
advertisement
2/18
আবেগ, উচ্ছ্বাস এবং উদ্যম। নিজ সংকল্পে স্থির থেকে এই অনিশ্চিত সমাজে একজন শিল্পী তাঁর গুরুর আদর্শকে সঙ্গে নিয়ে নিউটাউনে, দ্রুত বাড়তে থাকা জনপদের মধ্যে গড়ে তুললেন নৃত্য এবং অঙ্কন শেখার এক সুন্দর প্রতিষ্ঠান।
আবেগ, উচ্ছ্বাস এবং উদ্যম। নিজ সংকল্পে স্থির থেকে এই অনিশ্চিত সমাজে একজন শিল্পী তাঁর গুরুর আদর্শকে সঙ্গে নিয়ে নিউটাউনে, দ্রুত বাড়তে থাকা জনপদের মধ্যে গড়ে তুললেন নৃত্য এবং অঙ্কন শেখার এক সুন্দর প্রতিষ্ঠান।
advertisement
3/18
কচিকাঁচাদের পায়ের শব্দে
কচিকাঁচাদের পায়ের শব্দে "প্রবাহিকা" নামাঙ্কিত এই প্রতিষ্ঠান আজ পায়ে পায়ে নয় পেরিয়ে দশ বছরে পা রেখেছে।
advertisement
4/18
আর পুরোধায় থাকা, পণ্ডিত বিরজু মহারাজের প্রত্যক্ষ শিষ্য চৈতালি বিশ্বাস প্রত্যেক বছরের মতো এবারেও তাঁদের বার্ষিক অনুষ্ঠানের আয়োজন করেছিলেন ১৩ সেপ্টেম্বর, ২০২৫।
আর পুরোধায় থাকা, পণ্ডিত বিরজু মহারাজের প্রত্যক্ষ শিষ্য চৈতালি বিশ্বাস প্রত্যেক বছরের মতো এবারেও তাঁদের বার্ষিক অনুষ্ঠানের আয়োজন করেছিলেন ১৩ সেপ্টেম্বর, ২০২৫।
advertisement
5/18
নিউটাউনে অবস্থিত রবীন্দ্রতীর্থ অডিটোরিয়ামে সেদিন শুধু শোনা যাচ্ছিল নিক্কন। দুর্গোৎসবের আগে শিবের বন্দনায় শুরু অনুষ্ঠান শেষ হয় সেমি ক্লাসিকাল নৃত্যের ঝঙ্কারে।
নিউটাউনে অবস্থিত রবীন্দ্রতীর্থ অডিটোরিয়ামে সেদিন শুধু শোনা যাচ্ছিল নিক্কন। দুর্গোৎসবের আগে শিবের বন্দনায় শুরু অনুষ্ঠান শেষ হয় সেমি ক্লাসিকাল নৃত্যের ঝঙ্কারে।
advertisement
6/18
মাঝে ঋতুরঙ্গ, জুতা আবিষ্কার শ্রুতিনাটক এবং রেট্রো গানের নাচেরও আয়োজন ছিল।
মাঝে ঋতুরঙ্গ, জুতা আবিষ্কার শ্রুতিনাটক এবং রেট্রো গানের নাচেরও আয়োজন ছিল।
advertisement
7/18
অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিল্পী সুচিত্রা চট্টোপাধ্যায়, শিল্পী রুবি বন্দ্যোপাধ্যায়, ড. শিল্পীতা মিত্র, সহকারী অধ্যাপক, কলকাতা বিশ্ববিদ্যালয়, শ্রী অরুণ কুমার চক্রবর্তী, প্রিন্সিপাল, রেখাচিত্রম, সল্টলেক, শ্রী দেবাশিস জানা, সমাজসেবক, শ্রী সুপ্রিয় চক্রবর্তী, গায়ক এবং শিল্পী রাজীব শূর রায়।
অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিল্পী সুচিত্রা চট্টোপাধ্যায়, শিল্পী রুবি বন্দ্যোপাধ্যায়, ড. শিল্পীতা মিত্র, সহকারী অধ্যাপক, কলকাতা বিশ্ববিদ্যালয়, শ্রী অরুণ কুমার চক্রবর্তী, প্রিন্সিপাল, রেখাচিত্রম, সল্টলেক, শ্রী দেবাশিস জানা, সমাজসেবক, শ্রী সুপ্রিয় চক্রবর্তী, গায়ক এবং শিল্পী রাজীব শূর রায়।
advertisement
8/18
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন আশিস হাজরা এবং বিশেষ সহযোগিতায় দেবজ্যোতি বিশ্বাস, ড. অরুণিমা হালদার ও অমৃতা দত্ত।
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন আশিস হাজরা এবং বিশেষ সহযোগিতায় দেবজ্যোতি বিশ্বাস, ড. অরুণিমা হালদার ও অমৃতা দত্ত।
advertisement
9/18
বাংলা ভাষাকে এবং এই ভাষার সঙ্গে জড়িয়ে থাকা কৃষ্টিকে লালন করে চলা প্রবাহিকার একটি মূল প্রয়াস। মাটির গন্ধ লেগে থাকা লোকগান, রবীন্দ্রনাথের দর্শন, যা তাঁর রচনায় শাশ্বত, সঙ্গে চির নূতন বাংলার আধুনিক গানের নৃত্যায়ন ছড়িয়ে পড়ুক পরবর্তী প্রজন্মের মধ্যে, এই কামনা করেন প্রবাহিকার নৃত্য গুরু চৈতালি বিশ্বাস।
বাংলা ভাষাকে এবং এই ভাষার সঙ্গে জড়িয়ে থাকা কৃষ্টিকে লালন করে চলা প্রবাহিকার একটি মূল প্রয়াস। মাটির গন্ধ লেগে থাকা লোকগান, রবীন্দ্রনাথের দর্শন, যা তাঁর রচনায় শাশ্বত, সঙ্গে চির নূতন বাংলার আধুনিক গানের নৃত্যায়ন ছড়িয়ে পড়ুক পরবর্তী প্রজন্মের মধ্যে, এই কামনা করেন প্রবাহিকার নৃত্য গুরু চৈতালি বিশ্বাস।
advertisement
10/18
পরবর্তীতে, প্রবাহিকাতে আবৃত্তি, শ্রুতিনাটকের শাখাও যুক্ত হয়েছে। শুরু হতে চলেছে গানের ক্লাসও।
পরবর্তীতে, প্রবাহিকাতে আবৃত্তি, শ্রুতিনাটকের শাখাও যুক্ত হয়েছে। শুরু হতে চলেছে গানের ক্লাসও।
advertisement
11/18
ব্যস্ততায় ভরা একঘেয়ে জীবন শিশুদের কাছে বড় অনাড়ম্বরের। হৃদয় জোড়া খুশি এবং স্বপ্নের জাল বোনার সঠিক জায়গাটির সন্ধান দিয়ে যেতেই প্রবাহিকার জন্ম।
ব্যস্ততায় ভরা একঘেয়ে জীবন শিশুদের কাছে বড় অনাড়ম্বরের। হৃদয় জোড়া খুশি এবং স্বপ্নের জাল বোনার সঠিক জায়গাটির সন্ধান দিয়ে যেতেই প্রবাহিকার জন্ম।
advertisement
12/18
লখনউয়ের বাসিন্দা শ্রীমতি চৈতালি বিশ্বাস আজীবন ধ্রুপদী নৃত্য এবং গানের প্রতি অনুরাগ পোষণ করে এসেছেন। তিনি লখনউয়ের ভাটখণ্ডে বিশ্ববিদ্যালয় থেকে লখনউ ঘরানার কত্থকে আনুষ্ঠানিক প্রশিক্ষণ গ্রহণ করেন এবং সেখান থেকে কত্থকে স্নাতকোত্তর সম্পন্ন করেন।
লখনউয়ের বাসিন্দা শ্রীমতি চৈতালি বিশ্বাস আজীবন ধ্রুপদী নৃত্য এবং গানের প্রতি অনুরাগ পোষণ করে এসেছেন। তিনি লখনউয়ের ভাটখণ্ডে বিশ্ববিদ্যালয় থেকে লখনউ ঘরানার কত্থকে আনুষ্ঠানিক প্রশিক্ষণ গ্রহণ করেন এবং সেখান থেকে কত্থকে স্নাতকোত্তর সম্পন্ন করেন।
advertisement
13/18
গুরুজি পণ্ডিত বিরজু মহারাজের নির্দেশনায় তিনি তাঁর দক্ষতা আরও উন্নত করেন। শ্রীমতি বিশ্বাস বিশিষ্ট শিক্ষক এবং পরামর্শ দাতাদের কাছ থেকে অঙ্কনের বিভিন্ন ধরনও অধ্যয়ন করেছেন।
গুরুজি পণ্ডিত বিরজু মহারাজের নির্দেশনায় তিনি তাঁর দক্ষতা আরও উন্নত করেন। শ্রীমতি বিশ্বাস বিশিষ্ট শিক্ষক এবং পরামর্শ দাতাদের কাছ থেকে অঙ্কনের বিভিন্ন ধরনও অধ্যয়ন করেছেন।
advertisement
14/18
২০০৬ সালে নিউটাউনে স্থানান্তরিত হওয়ার পর থেকে, শ্রীমতি বিশ্বাস ২০১৭ সালে প্রবাহিকা ফাইন আর্টস ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন, যার লক্ষ্য মূলত লখনউ ঘরানার কত্থক নৃত্যে তরুণীদের প্রশিক্ষণ দেওয়া।
২০০৬ সালে নিউটাউনে স্থানান্তরিত হওয়ার পর থেকে, শ্রীমতি বিশ্বাস ২০১৭ সালে প্রবাহিকা ফাইন আর্টস ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন, যার লক্ষ্য মূলত লখনউ ঘরানার কত্থক নৃত্যে তরুণীদের প্রশিক্ষণ দেওয়া।
advertisement
15/18
সময়ের সঙ্গে সঙ্গে, ইনস্টিটিউটটি ক্রমবর্ধমান ছাত্রছাত্রীদের জন্য রবীন্দ্র-সঙ্গীত নৃত্য, লোক এবং সমসাময়িক নৃত্যের ধরন অন্তর্ভুক্ত করার জন্য তার পাঠ্যক্রম সম্প্রসারিত করে। ক্রমবর্ধমান চাহিদার প্রতি সাড়া দিয়ে, পরবর্তীতে শিশুদের জন্য অঙ্কন এবং আবৃত্তির ক্লাস চালু করা হয়।
সময়ের সঙ্গে সঙ্গে, ইনস্টিটিউটটি ক্রমবর্ধমান ছাত্রছাত্রীদের জন্য রবীন্দ্র-সঙ্গীত নৃত্য, লোক এবং সমসাময়িক নৃত্যের ধরন অন্তর্ভুক্ত করার জন্য তার পাঠ্যক্রম সম্প্রসারিত করে। ক্রমবর্ধমান চাহিদার প্রতি সাড়া দিয়ে, পরবর্তীতে শিশুদের জন্য অঙ্কন এবং আবৃত্তির ক্লাস চালু করা হয়।
advertisement
advertisement
advertisement