Sayantani Mullick: হঠাৎ শরীরে অস্বস্তি,ঘন ঘন উঠছিল হেঁচকি, বাড়িতেই ব্রেন স্ট্রোক অভিনেত্রী সায়ন্তনীর!

Last Updated:
ইনস্টাগ্রামের স্টোরিতে দুটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী৷ একটি হাসপাতালের বেডে শুয়ে তাঁর ছবি৷ অন্যটি স্বামীকে জড়িয়ে ধরে৷ ছবিটি দেখে খুব স্বাভাবিক ভাবেই তাঁদের মনের অবস্থা বোঝা গিয়েছে৷
1/7
বাংলা সিরিয়ালের অতি পরিচিত মুখ সায়ন্তনী মল্লিক৷ সদ্য শেষ করেছেন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের শ্যুটিং৷
বাংলা সিরিয়ালের অতি পরিচিত মুখ সায়ন্তনী মল্লিক৷ সদ্য শেষ করেছেন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের শ্যুটিং৷
advertisement
2/7
বাড়িতেই ছিলেন৷ হঠাৎ করে শরীর দুর্বল লাগে শরীর৷ ঠোঁটের ডানদিক বেঁকে যাচ্ছিল কয়েক সেকেন্ড৷ যদিও তা সেরে যায় কিছুক্ষণের মধ্যে৷ তারপরই শুরু হয় হেঁচকি তোলা৷ অস্বস্তি হওয়ায় দিনের শেষে স্বামী ইন্দ্রনীলের সঙ্গে পৌঁছে যান বাইপাসের উপর এক বেসরকারি হাসপাতালে৷
বাড়িতেই ছিলেন৷ হঠাৎ করে শরীর দুর্বল লাগে শরীর৷ ঠোঁটের ডানদিক বেঁকে যাচ্ছিল কয়েক সেকেন্ড৷ যদিও তা সেরে যায় কিছুক্ষণের মধ্যে৷ তারপরই শুরু হয় হেঁচকি তোলা৷ অস্বস্তি হওয়ায় দিনের শেষে স্বামী ইন্দ্রনীলের সঙ্গে পৌঁছে যান বাইপাসের উপর এক বেসরকারি হাসপাতালে৷
advertisement
3/7
তখনই ধরা পড়ে যে তাঁর ব্রেন স্ট্রোক হয়েছে৷ এত কম বয়সে এভাবে স্ট্রোক এবং তারও উপসর্গ যে এভাবে ধরা পড়বে, ভাবতেও পারেননি অভিনেত্রী এবং তাঁর অভিনেতা স্বামী৷
সেখানে করা হয় MRI৷ তখনই ধরা পড়ে যে তাঁর ব্রেন স্ট্রোক হয়েছে৷ এত কম বয়সে এভাবে স্ট্রোক এবং তারও উপসর্গ যে এভাবে ধরা পড়বে, ভাবতেও পারেননি অভিনেত্রী এবং তাঁর অভিনেতা স্বামী৷ এমনই নিউজ 18 বাংলাকে জানালেন ইন্দ্রনীল৷
advertisement
4/7
শুরু হয় চিকিৎসা৷ রবিবারই তাঁকে ছেড়ে দেওয়া হয়৷ আপাতত বাড়িতে স্থিতিশীল অবস্থায় রয়েছেন তিনি৷ তবে ওষুধ চলছে৷ এবং আগামিদিনেও মেডিকেশন চলবে বলে জানিয়েছেন তাঁর স্বামী ইন্দ্রনীল৷
শুরু হয় চিকিৎসা৷ রবিবারই তাঁকে ছেড়ে দেওয়া হয়৷ আপাতত বাড়িতে স্থিতিশীল অবস্থায় রয়েছেন তিনি৷ তবে ওষুধ চলছে৷ এবং আগামিদিনেও মেডিকেশন চলবে বলে জানিয়েছেন তাঁর স্বামী ইন্দ্রনীল৷
advertisement
5/7
কিছুতেই ধরা পড়েনি যে কেন এভাবে ভয়ঙ্কর শারীরিক সমস্যা হল তাঁর৷ অভিনয় করেন, শ্যুটিং-এর প্রয়োজনে কিছুটা অনিয়মিত জীবনযাপন হতে পারে৷ তবে সায়ন্তনী ভীষণ ফিট৷ স্বামীর সঙ্গে জুটি বেঁধে তাঁর নাচ সে প্রমাণ দেয়৷ তারপরও এভাবে ব্রেন স্ট্রোক কেন? মেলেনি কোনও সঠিক উত্তর৷
কিছুতেই ধরা পড়েনি যে কেন এভাবে ভয়ঙ্কর শারীরিক সমস্যা হল তাঁর৷ অভিনয় করেন, শ্যুটিং-এর প্রয়োজনে কিছুটা অনিয়মিত জীবনযাপন হতে পারে৷ তবে সায়ন্তনী ভীষণ ফিট৷ স্বামীর সঙ্গে জুটি বেঁধে তাঁর নাচ সে প্রমাণ দেয়৷ তারপরও এভাবে ব্রেন স্ট্রোক কেন? মেলেনি কোনও সঠিক উত্তর৷
advertisement
6/7
স্বাভাবিকভাবে স্ত্রীর এই রোগ নিয়ে চিন্তিত ইন্দ্রনীলও৷ তিনি বলছেন, যে কোনও বয়সেই এমন ঘটতে পারে৷ স্ট্রোক এখন খুব সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে৷
স্বাভাবিকভাবে স্ত্রীর এই রোগ নিয়ে চিন্তিত ইন্দ্রনীলও৷ তিনি বলছেন, যে কোনও বয়সেই এমন ঘটতে পারে৷ স্ট্রোক এখন খুব সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে৷
advertisement
7/7
ইনস্টাগ্রামের স্টোরিতে দুটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী৷ একটি হাসপাতালের বেডে শুয়ে তাঁর ছবি৷ অন্যটি স্বামীকে জড়িয়ে ধরে৷ ছবিটি দেখে খুব স্বাভাবিক ভাবেই তাঁদের মনের অবস্থা বোঝা গিয়েছে৷
ইনস্টাগ্রামের স্টোরিতে দুটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী৷ একটি হাসপাতালের বেডে শুয়ে তাঁর ছবি৷ অন্যটি স্বামীকে জড়িয়ে ধরে৷ ছবিটি দেখে খুব স্বাভাবিক ভাবেই তাঁদের মনের অবস্থা বোঝা গিয়েছে৷
advertisement
advertisement
advertisement