Rituaparna Sengupta Son Graduation: আমেরিকার বসটন বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েট হল ঋতুপর্ণা সেনগুপ্তের ছেলে অঙ্কন, কত খরচ এখানে পড়তে? chance পান কারা?
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
মা টলিউডের সেরার সেরা নায়িকা৷ বহু বছর ধরে তিনি লাইমলাইটে৷ তবে সন্তানদের বড় করেছেন একেবারে ক্যামেরার থেকে দূরে রেখে৷ ফলে কখন যে ঋতুপর্ণার ছেলে ও মেয়ে বড় হয়ে যাচ্ছে তা বোঝার উপায় নেই৷ এবার গ্র্যাজুয়েট হলেন ঋতুপর্ণা ও সঞ্জয়ের বড় সন্তান অঙ্কন৷
মায়ের কোলের ছেলে নয়, অঙ্কন এখন অনেক বড়৷ অঙ্কন মানে ঋতুপর্ণা সেনগুপ্তের ছেলে৷ মা টলিউডের সেরার সেরা নায়িকা৷ বহু বছর ধরে তিনি লাইমলাইটে৷ তবে সন্তানদের বড় করেছেন একেবারে ক্যামেরার থেকে দূরে রেখে৷ ফলে কখন যে ঋতুপর্ণার ছেলে ও মেয়ে বড় হয়ে যাচ্ছে তা বোঝার উপায় নেই৷ এবার গ্র্যাজুয়েট হলেন ঋতুপর্ণা ও সঞ্জয়ের বড় সন্তান অঙ্কন৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
ঋতুপর্ণা যখন সপ্তম শ্রেণিতে পড়তেন, সঞ্জয় তখন ক্লাস টেন। তখন থেকেই আলাপ। ঋতুপর্ণার বাড়িতে যাওয়া-আসা ছিল সঞ্জয়ের। পড়াশোনাতে তুখোড় সঞ্জয় বিদেশে চলে যান পড়তে। টলিউডে ঋতুপর্ণার কেরিয়ারও তখন মধ্য গগনে৷ সঞ্জয়ই এসে বিয়ের প্রস্তাব রেখেছিল ঋতুপর্ণার বাড়িতে। অভিনেত্রীর মা-বাবার একটাই ইচ্ছে ছিল, জামাই শিক্ষিত হবে। তাই বিয়েতে আর না করেননি।
advertisement
advertisement
advertisement