Bengali Actress Story: প্রথমেই ফ্লপ বাঙালি কন্যা...! ইন্ডাস্ট্রি ছেড়ে বিদেশ পাড়ি, এখন নায়িকার বোল্ড অবতার, অভিনয় সুপারহিট, চেনেন?
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Bengali Actress Story: ইনস্টাগ্রামে আড়াই লক্ষেরও বেশি ফলোয়ার এখন অভিনেত্রীর। প্রায়শই সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলেন তাঁর ছবি দিয়ে। এই হল কলকাতার কন্যের গল্প।
কলকাতা থেকে মুম্বই যাত্রা। পেরিয়ে গিয়েছে অনেকগুলি বছর। হাজারো ওঠাপড়ার মধ্যেই এখন তিনি সফল। বাঙালি এই কন্যার গল্প জানেন?
advertisement
কীভাবে অন্য শহরে গিয়ে নিজের পায়ের তলার মাটি শক্ত করেছেন তিনি? তবে ওটিটি তারকা হতে খুব বেশি পথ বাকি নেই আর।
advertisement
মা-বাবা, ভাই, বোনের সঙ্গে কলকাতাতেই থাকতেন তিনি। এই শহরেই স্কুল-কলেজ পাশ করেন। কিন্তু স্বপ্ন ছিল অভিনেত্রী হবেন। তাই মুম্বইয়ে গিয়ে গিয়ে কাজ করতে শুরুতে।
advertisement
সুধীর মিশ্রের ‘খোয়া খোয়া চাঁদ’ ছবিতে শিশুশিল্পী হিসেবে আত্মপ্রকাশ অনংশা বিশ্বাসের। তখন তাঁর বয়স ১৭ বছর। এরপর পরিণত বয়সে রামগোপাল ভর্মার ‘রণ’ অথবা ‘অন্ধেরি’র মতো ছবিতে সুযোগ পান।
advertisement
কিন্তু অভিনয়ই ছিল নেশা। সেটাই ছিল পেশা করার ইচ্ছে। তাই ২০১০ সালে কলকাতা ছেড়ে মুম্বইয়ে চলে যান অভিনেত্রী। সেখানে মঞ্চাভিনয় শেখা শুরু করেন। নাসিরুদ্দিন শাহ এবং শেফালি শাহের সঙ্গেও কাজ করেছেন মঞ্চে।
advertisement
কিন্তু তারপরও নিজের জায়গা তৈরি করতে পারছিলেন না অনংশা। এর পরেই অভিনেত্রী ইন্ডাস্ট্রি ছেড়ে অস্ট্রেলিয়ার সিডনিতে গিয়ে অভিনয় শিখতে চলে যান।
advertisement
মুম্বইতে ফিরে ‘লাভ শাভ তে চিকেন খুরানা’, ‘বেনি অ্যান্ড বাবলু’, ‘ফ্রড সাঁইয়া’, ‘ট্যাক্সি নম্বর ২৪’-এর ছবিতে ছোটখাটো চরিত্রে দেখা যায় তাঁকে।
advertisement
কিন্তু তারপর বিগ ব্রেক। ‘মায়া ২’ ওয়েব সিরিজের পরে ২০১৮ সালে ‘মির্জাপুর’ সিরিজের জরিনার চরিত্রের মাধ্যমে লাইমলাইটে আসেন। এছাড়া ‘হস্টেজেস’ এবং ‘কালা’র মতো বেশ কয়েকটি শো-তে অভিনয় করেছেন।
advertisement
অনংশা ‘মির্জাপুর’-এ জরিনার ভূমিকায় অভিনয় করেন। একজন নর্তকী, জেপি যাদবের ঘনিষ্ঠ সহযোগী, যে পরে রাজনীতিতে প্রবেশের জন্য তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেন। সিরিজে অভিনেত্রীর সাহসী অবতার মনজয় করেছে দর্শকদের।
advertisement