Ranojoy Bishnu-Shyamoupti Mudly: আর লুকোচুরি নয়! ‘গুড্ডি’-র অনস্ক্রিন জুটি এবার বাস্তবে! সাতপাকে বাঁধা পড়ছেন রণজয়-শ্যামৌপ্তি
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Ranojoy Bishnu-Shyamoupti Mudly: সূত্রের খবর, আগামী ১৫ ফেব্রুয়ারি, অর্থাৎ প্রেমদিবসেই চার হাত এক করতে চলেছেন এই তারকা যুগল। ঘনিষ্ঠ আত্মীয়স্বজন ও বন্ধুদের উপস্থিতিতেই বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হবে বলে জানা যাচ্ছে। যদিও বিয়ের ভেন্যু এখনও প্রকাশ্যে আসেনি।
advertisement
গত কয়েক মাস ধরেই এই তারকা জুটির সম্পর্ক নিয়ে অনুরাগীদের মধ্যে কৌতূহলের শেষ ছিল না। ইন্ডাস্ট্রির বিভিন্ন অনুষ্ঠান, বন্ধুদের জন্মদিনের পার্টি কিংবা আড্ডা—প্রায় সর্বত্রই একসঙ্গে দেখা গিয়েছে রণজয়-শ্যামৌপ্তিকে। যদিও এতদিন পর্যন্ত নিজেদের সম্পর্ককে ‘বন্ধুত্ব’ বলেই ব্যাখ্যা করেছিলেন তাঁরা, তবে এবার সেই বন্ধুত্ব যে জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে চলেছে, তা প্রায় নিশ্চিত।
advertisement
advertisement
উল্লেখ্য, জনপ্রিয় ধারাবাহিক ‘গুড্ডি’-র শুটিং ফ্লোর থেকেই রণজয় ও শ্যামৌপ্তির ঘনিষ্ঠতা বাড়ে বলে গুঞ্জন শোনা গিয়েছিল। ধারাবাহিকে ‘অনুজ’ চরিত্রে অভিনয় করেছিলেন রণজয়, আর নাম ভূমিকায় ছিলেন শ্যামৌপ্তি। অনস্ক্রিনে তাঁদের রসায়ন দর্শকের মন জয় করেছিল, যা অফস্ক্রিনেও যে সমানভাবে জনপ্রিয়, তা সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের উচ্ছ্বাসই প্রমাণ করে।
advertisement
advertisement







