Barbara Mori B'day Spl: বহু পুরুষের রাতের ঘুম উড়িয়েছিলেন, ঋত্বিকের সেই সুন্দরী নায়িকা এখন ঠাকুমা!

Last Updated:
Barbara Mori Birthday: এক সময় তাঁকে দেখে বহু পুরুষের ঘুম উড়ে যেত। সেই তিনি এত কম বয়সে ঠাকুমা!
1/8
মুম্বই: বেশ কিছু বিদেশি অভিনেত্রী বলিউডে কাজ করেছেন। তাঁদের কেউ কেউ অভিনয় দক্ষতা এবং সৌন্দর্য দিয়ে ইন্ডাস্ট্রিতে ছাপ রেখেছিলেন। আবার কারও কেরিয়ার সীমাবদ্ধ ছিল একটি বা দুটি ছবিতেই। এর মধ্যে একজন ছিলেন মেক্সিকান মডেল ও অভিনেত্রী বারবারা মরি। কাইটস সিনেমায় অভিনয় করা বারবারা মোরির জন্মদিন আজ। বারবারা কাইটস সিনেমায় হৃতিক রোশনের সঙ্গে অভিনয়ের মাধ্যমে বলিউডে পা রেখেছিলেন। কিন্তু তার পরই কোথায় অদৃশ্য হয়ে গেলেন তিনি। বারবারার জন্মদিন উপলক্ষে তাঁর সম্পর্কে কিছু কথা জেনে নেওয়া যাক।
মুম্বই: বেশ কিছু বিদেশি অভিনেত্রী বলিউডে কাজ করেছেন। তাঁদের কেউ কেউ অভিনয় দক্ষতা এবং সৌন্দর্য দিয়ে ইন্ডাস্ট্রিতে ছাপ রেখেছিলেন। আবার কারও কেরিয়ার সীমাবদ্ধ ছিল একটি বা দুটি ছবিতেই। এর মধ্যে একজন ছিলেন মেক্সিকান মডেল ও অভিনেত্রী বারবারা মরি। কাইটস সিনেমায় অভিনয় করা বারবারা মোরির জন্মদিন আজ। বারবারা কাইটস সিনেমায় হৃতিক রোশনের সঙ্গে অভিনয়ের মাধ্যমে বলিউডে পা রেখেছিলেন। কিন্তু তার পরই কোথায় অদৃশ্য হয়ে গেলেন তিনি। বারবারার জন্মদিন উপলক্ষে তাঁর সম্পর্কে কিছু কথা জেনে নেওয়া যাক।
advertisement
2/8
বারবারা মোরি, হৃতিক রোশন এবং কঙ্গনা রানাউতের মতো তারকাদের সঙ্গে 'কাইটস' সিনেমায় অভিনয়ের মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন। কিন্তু এর পর আর কোনো  বলিউডের সিনেমায় দেখা যায়নি এই অভিনেত্রীকে।
বারবারা মোরি, হৃতিক রোশন এবং কঙ্গনা রানাউতের মতো তারকাদের সঙ্গে 'কাইটস' সিনেমায় অভিনয়ের মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন। কিন্তু এর পর আর কোনো বলিউডের সিনেমায় দেখা যায়নি এই অভিনেত্রীকে।
advertisement
3/8
বারবারা এখন বলিউড থেকে দূরে। তবে তিনি মেক্সিকান চলচ্চিত্রে অভিনয় করছেন।
বারবারা এখন বলিউড থেকে দূরে। তবে তিনি মেক্সিকান চলচ্চিত্রে অভিনয় করছেন।
advertisement
4/8
বারবারা মরি তাঁর পেশাগত জীবনের চেয়ে  ব্যক্তিগত জীবনের জন্য  অনেক বেশি শিরোনামে রয়েছেন।
বারবারা মরি তাঁর পেশাগত জীবনের চেয়ে ব্যক্তিগত জীবনের জন্য অনেক বেশি শিরোনামে রয়েছেন।
advertisement
5/8
বারবারা ১৯৯৬ সালে সার্জিও মায়ারের সঙ্গে সম্পর্কে ছিলেন। তাঁদের একটি পুত্রও রয়েছে।
বারবারা ১৯৯৬ সালে সার্জিও মায়ারের সঙ্গে সম্পর্কে ছিলেন। তাঁদের একটি পুত্রও রয়েছে।
advertisement
6/8
বারবারা ৩৯ বছর বয়সেই ঠাকুমা হয়েছেন। তাঁর নাতনির জন্ম হয়েছিল বছরখানেক আগে। প্রথম সম্পর্কের পরও বারবারা ২০১৬ সালে বাস্কেটবল খেলোয়াড় কেনেথ রে সিগম্যানকে বিয়ে করেন এবং ২০১৭ সালে দুজন আলাদাও হয়ে যান।
বারবারা ৩৯ বছর বয়সেই ঠাকুমা হয়েছেন। তাঁর নাতনির জন্ম হয়েছিল বছরখানেক আগে। প্রথম সম্পর্কের পরও বারবারা ২০১৬ সালে বাস্কেটবল খেলোয়াড় কেনেথ রে সিগম্যানকে বিয়ে করেন এবং ২০১৭ সালে দুজন আলাদাও হয়ে যান।
advertisement
7/8
সার্জিও মায়ার মরির একটি কন্যাও রয়েছে। অর্থাৎ বারবারা মরি অনেক আগেই ঠাকুমা হয়েছেন।
সার্জিও মায়ার মরির একটি কন্যাও রয়েছে। অর্থাৎ বারবারা মরি অনেক আগেই ঠাকুমা হয়েছেন।
advertisement
8/8
অনেকেই বলেন, কাইটস সিনেমার শুটিংয়ের সময় বারবারা মোরির সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন ঋত্বিক রোশন।
অনেকেই বলেন, কাইটস সিনেমার শুটিংয়ের সময় বারবারা মোরির সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন ঋত্বিক রোশন।
advertisement
advertisement
advertisement