প্রতি সপ্তাহেই টিআরপি তালিকায় ধারাবাহিকগুলির রেটিং এর হেরফের হয় । চার নম্বরে রয়েছে জি বাংলার যমুনা ঢাকি। এর রেটিং পয়েন্ট ৮.৫। পাঁচ নম্বরে রয়েছে জি বাংলা ও স্টার জলসার দুটি ধারাবাহিক। জি বাংলা থেকে রয়েছে সর্বজয়া। স্টার জলসার খুকুমণি হোম ডেলিভারি রয়েছে। দুটি ধারাবাহিকেরই রেটিং পয়েন্ট ৮.৪।