টিআরপি রেটিংএ এই সপ্তাহেও বিশেষ নজর চোখে পড়ল না। বাঙালির ড্রয়িং রুমে সেরা এখনও গাঁটছড়া ও মিঠাই। ৮.৪ রেটিং নিয়ে টিআরপি তালিকায় এক নম্বরে গাঁটছড়া। দুই নম্বরে মিঠাই। রেটিং পয়েন্ট ৮.২।
2/ 6
বিগত কয়েক সপ্তাহ ধরে তিন নম্বরে জায়গা করে নিচ্ছে স্টার জলসার ধারাবাহিক ধুলোকণা। এই সপ্তাহেও ব্যতিক্রম হল না। এর রেটিং পয়েন্ট ৭.৯। চার নম্বরে জি বাংলার গৌরী এলো। রেটিং পয়েন্ট ৭.৫।
3/ 6
পাঁচ নম্বরে রয়েছে স্টার জলসার ধারাবাহিক আলতা ফড়িং। এর রেটিং পয়েন্ট ৭.৪। এর পরেই ছয় নম্বরে জায়গা করে নিয়েছে লক্ষ্মী কাকিমা সুপারস্টার। এর রেটিং পয়েন্ট ৭.২।
4/ 6
সাত নম্বরে স্টার জলসার মন ফাগুন যার রেটিং পয়েন্ট ৬.৯। এর পরেই আট নম্বরে রয়েছে অনুরাগের ছোঁয়া। এর রেটিং পয়েন্ট ৬.২।
5/ 6
নয় নম্বরে এই সপ্তাহের টি আরপি তালিকায় জায়গা করেছে আয় তবে সহচরী। এর রেটিং পয়েন্ট ৫.৮। এর পরেই অর্থাৎ দশ নম্বরে রয়েছে জি বাংলার উমা। রেটিং পয়েন্ট ৫.৬।
6/ 6
সম্প্রতি বউমা একঘর, খেলনা বাড়ি, গোধূলি আলাপ ও লালকুঠি সহ বেশ কয়েকটি ধারাবাহিক মুক্তি পেয়েছিল। কিন্তু সেগুলি প্রথম দশে স্থানই পেল না।