Bangla serial TRP : গাঁটছড়াই সেরা! টিআরপি তালিকায় লক্ষ্মী কাকিমা থেকে মিঠাই কত নম্বরে

Last Updated:
Bangla serial TRP : এই সপ্তাহেও প্রথম স্থানে এই ধারবাহিকই। খড়ি আর ঋদ্ধিমানের রসায়নও পছন্দ হয়েছে দর্শকদের।
1/6
মিঠাইকে এক প্রকার প্রথম স্থান থেকে পাকাপাকি সরিয়েই দিয়েছে স্টার জলসার ধারাবাহিক গাঁটছড়া (Bangla serial TRP)। এই সপ্তাহেও প্রথম স্থানে এই ধারবাহিকই। খড়ি আর ঋদ্ধিমানের রসায়নও পছন্দ হয়েছে দর্শকদের। এই সপ্তাহে এর রেটিং পয়েন্ট ১০.২।
মিঠাইকে এক প্রকার প্রথম স্থান থেকে পাকাপাকি সরিয়েই দিয়েছে স্টার জলসার ধারাবাহিক গাঁটছড়া (Bangla serial TRP)। এই সপ্তাহেও প্রথম স্থানে এই ধারবাহিকই। খড়ি আর ঋদ্ধিমানের রসায়নও পছন্দ হয়েছে দর্শকদের। এই সপ্তাহে এর রেটিং পয়েন্ট ১০.২।
advertisement
2/6
দ্বিতীয় স্থানে  (Bangla serial TRP) রয়েছে স্টার জলসার ধারাবাহিক আলতা ফড়িং। এর রেটিং পয়েন্ট ৯.৫। তিন নম্বরে জায়গা করে নিয়েছে জি বাংলার মিঠাই। রেটিং পয়েন্ট ৯.১।
দ্বিতীয় স্থানে (Bangla serial TRP) রয়েছে স্টার জলসার ধারাবাহিক আলতা ফড়িং। এর রেটিং পয়েন্ট ৯.৫। তিন নম্বরে জায়গা করে নিয়েছে জি বাংলার মিঠাই। রেটিং পয়েন্ট ৯.১।
advertisement
3/6
চার নম্বরে রয়েছে স্টার জলসার ধারাবাহিক ধুলোকণা। এর রেটিং পয়েন্ট ৮.৩। পাঁচ নম্বরে জি বাংলার লক্ষ্মী কাকিমা সুপারস্টার ও আয় তবে সহচরী। দুটিরই রেটিং পয়েন্ট ৮.২।
চার নম্বরে রয়েছে স্টার জলসার ধারাবাহিক ধুলোকণা। এর রেটিং পয়েন্ট ৮.৩। পাঁচ নম্বরে জি বাংলার লক্ষ্মী কাকিমা সুপারস্টার ও আয় তবে সহচরী। দুটিরই রেটিং পয়েন্ট ৮.২।
advertisement
4/6
ছয় নম্বরে  (Bangla serial TRP) যে ধারাবাহিক সেটি হল স্টার জলসার মন ফাগুন। এর রেটিং পয়েন্ট ৮.১। সাত নম্বরে রয়েছে স্টার জলসার নতুন ধারাবাহিক অনুরাগের ছোঁয়া। রেটিং পয়েন্ট ৭.৭।
ছয় নম্বরে (Bangla serial TRP) যে ধারাবাহিক সেটি হল স্টার জলসার মন ফাগুন। এর রেটিং পয়েন্ট ৮.১। সাত নম্বরে রয়েছে স্টার জলসার নতুন ধারাবাহিক অনুরাগের ছোঁয়া। রেটিং পয়েন্ট ৭.৭।
advertisement
5/6
আট নম্বরে স্টার জলসার খুকুমণি হোম ডেলিভারি। এর রেটিং পয়েন্ট ৭.৩। এর পরেই রয়েছে জি বাংলার উমা যার রেটিং পয়েন্ট ৭.২।
আট নম্বরে স্টার জলসার খুকুমণি হোম ডেলিভারি। এর রেটিং পয়েন্ট ৭.৩। এর পরেই রয়েছে জি বাংলার উমা যার রেটিং পয়েন্ট ৭.২।
advertisement
6/6
নয় নম্বরে রয়েছে জি বাংলার ধারাবাহিক পিলু। সঙ্গীত নিয়ে তৈরি এই ধারাবাহিকের রেটিং পয়েন্ট ৭.১। তালিকার একেবারে শেষে রয়েছে জি বাংলার পুরনো ধারাবাহিক যমুনা ঢাকি। এর রেটিং পয়েন্ট ৬.৫।
নয় নম্বরে রয়েছে জি বাংলার ধারাবাহিক পিলু। সঙ্গীত নিয়ে তৈরি এই ধারাবাহিকের রেটিং পয়েন্ট ৭.১। তালিকার একেবারে শেষে রয়েছে জি বাংলার পুরনো ধারাবাহিক যমুনা ঢাকি। এর রেটিং পয়েন্ট ৬.৫।
advertisement
advertisement
advertisement