দুই নম্বরে উঠে এসেছে স্টার জলসার ধারাবাহিক মন ফাগুন। সাধারণত এক বা দুই নম্বরে থাকে না এই ধারাবাহিক। কিন্তু এই সপ্তাহে এর রেটিং (Bangla serial TRP)পয়েন্ট ৯.৬। গত সপ্তাহে বেশ খানিকটা পিছিয়ে গিয়েছিল মিঠাই। এই সপ্তাহে এর রেটিং পয়েন্ট আবার কিছুটা বেড়ে হল ৯.৪। তাই তিন নম্বরে রয়েছে জি বাংলার মিঠাই।