Baba Sehgal: পপস্টার-রকস্টার বাবা সেহগাল, 'আজা মেরি গাড়ি মে' গেয়ে সুপারস্টার! এখন কোথায় তিনি জানেন? চমকে যাবেন
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Baba Sehgal: কেউই তাঁর খোঁজ আর রাখেন না। তিনি বাবা সেহগাল। এখন কোথায় বাবা সেহগাল? গান করেন এখনও?
advertisement
advertisement
advertisement
ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করে চাকরিও জুটিয়েছিলেন বাবা। তবে মন পড়েছিল গানে। বাড়িতে জানান, মুম্বইয়ে গিয়ে গানবাজনা নিয়ে কেরিয়ার গড়তে চান তিনি। ইঞ্জিনিয়ারের চাকরিও ছেড়ে দেন তিনি। মুম্বইয়ে বাবার এক বন্ধু সঙ্গীত প্রযোজনা সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন। বন্ধুর সাহায্যে গানের দু'টি অ্যালবাম বার করেন বাবা।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
এ আর রহমান, অনু মালিকের মতো সঙ্গীত নির্মাতাদের সঙ্গে কাজ করেছেন বাবা। হিন্দি ছবির পাশাপাশি তামিল, তেলুগু, কন্নড় ছবিতেও গান গেয়েছেন তিনি। কিন্তু সাফল্যের স্বাদ বেশি দিন পাননি বাবা। অন্ধকার জগৎ থেকে মাঝেমধ্যেই প্রাণনাশের হুমকি পেতেন বাবা। প্রথম দিকে তেমন পাত্তা দেননি। ১৯৯৭ সালে মুম্বইয়ের একটি মন্দির থেকে বেরনোর সময় সঙ্গীত নির্মাতা গুলশন কুমারকে হত্যা করা হয়। এই ঘটনায় ভয় পেয়ে যান বাবা।
advertisement
advertisement
দেউলিয়া হয়ে যাওয়ার পর বাধ্য হয়ে সিঙ্গাপুর ছেড়ে ভারত চলে আসেন বাবা। একটি মিউজিক শোয়ে কাজ করার প্রস্তাব পান তিনি। জাভেদ জাফরির সঙ্গে সেই শোয়ে কাজও করেন বাবা। এরপর কিছুদিন আমেরিকায় ছিলেন বাবা। কিন্তপ তারপর আর গানের জগতে দাগ কাটতে পারেননি তিনি। দক্ষিণী ছবিতে ছোটখাটো চরিত্রে অভিনয় করতে দেখা যায় বাবাকে। বর্তমানে হিন্দি ছবিতেও টুকটাক অভিনয় করেন তিনি। ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘হেলিকপ্টার ইলা’ ছবিতে শেষ বার অভিনয় করতে দেখা যায় তাঁকে। তবে সঙ্গীতের সঙ্গে পুরোপুরি বিচ্ছিন্ন হননি তিনি। ইউটিউবে মাঝেমধ্যে গান পোস্ট করেন বাবা। বর্তমানে মুম্বইয়ে দিন কাটাচ্ছেন বাবা।