Athiya Shetty-KL Rahul Mehendi: ক্রিকেটার-নায়িকার রোমান্টিক নাচেই বাজিমাত, রাহুল-আথিয়ার মেহেন্দির অন্দরমহলের ছবি

Last Updated:
Athiya Shetty-KL Rahul Mehendi: মেয়ের বাবাও কিছুই কম যান না। শ্বশুর হওয়ার আনন্দে পরিবারের সঙ্গে পায়ে পা মেলালেন বর্ষীয়ান অভিনেতা। অন্যদিকে ছেলের বিয়েতে আবেগঘন রাহুলের মা। তারই এক ঝলক প্রকাশ্যে এল ছবিতে।
1/14
জীবনের নতুন ইনিংস শুরু হল জাতীয় দলের ক্রিকেটার কান্নানুর লোকেশ রাহুল এবং অভিনেত্রী আথিয়া শেট্টির। গত সপ্তাহে বিয়ে সারলেন দুই তারকা। সদ্য প্রকাশ্যে বিয়েবাড়ির অন্দরমহলের ছবি।
জীবনের নতুন ইনিংস শুরু হল জাতীয় দলের ক্রিকেটার কান্নানুর লোকেশ রাহুল এবং অভিনেত্রী আথিয়া শেট্টির। গত সপ্তাহে বিয়ে সারলেন দুই তারকা। সদ্য প্রকাশ্যে বিয়েবাড়ির অন্দরমহলের ছবি।
advertisement
2/14
বিয়ের আগে মেহেন্দি, সঙ্গীতানুষ্ঠানে মেতে উঠেছিলেন দুই পরিবার। আসর বসেছিল সুনীল শেট্টির খান্ডালার খামারবাড়ি ‘জাহান’-এ।
বিয়ের আগে মেহেন্দি, সঙ্গীতানুষ্ঠানে মেতে উঠেছিলেন দুই পরিবার। আসর বসেছিল সুনীল শেট্টির খান্ডালার খামারবাড়ি ‘জাহান’-এ।
advertisement
3/14
নাচে-গানে আহ্লাদে আটখানা যুগল। স্ত্রীর গাল টিপে আদর করে দিলেন রাহুল। তারকা জুটির প্রেমের কিছু মুহূর্ত ফ্রেমবন্দি হয়েছে।
নাচে-গানে আহ্লাদে আটখানা যুগল। স্ত্রীর গাল টিপে আদর করে দিলেন রাহুল। তারকা জুটির প্রেমের কিছু মুহূর্ত ফ্রেমবন্দি হয়েছে।
advertisement
4/14
মেহেন্দি হাতে নিয়েই স্বামীর সঙ্গে রোমান্টিক নাচে মত্ত সুনীল শেট্টির মেয়ে। পরনে ছিল হালকা হলুদ রঙের লহেঙ্গা। বরের পরনে ছাই রঙা শেরওয়ানি।
মেহেন্দি হাতে নিয়েই স্বামীর সঙ্গে রোমান্টিক নাচে মত্ত সুনীল শেট্টির মেয়ে। পরনে ছিল হালকা হলুদ রঙের লহেঙ্গা। বরের পরনে ছাই রঙা শেরওয়ানি।
advertisement
5/14
কনের স্কোয়াডে ছিলেন অভিনেত্রী আকাঙ্ক্ষা রঞ্জন, টাইগার শ্রফের বোন কৃষ্ণা শ্রফ। তাঁদের মুখেও আনন্দের ঝলকানি।
কনের স্কোয়াডে ছিলেন অভিনেত্রী আকাঙ্ক্ষা রঞ্জন, টাইগার শ্রফের বোন কৃষ্ণা শ্রফ। তাঁদের মুখেও আনন্দের ঝলকানি।
advertisement
6/14
মেয়ের বাবাও কিছুই কম যান না। শ্বশুর হওয়ার আনন্দে পরিবারের সঙ্গে পায়ে পা মেলালেন বর্ষীয়ান অভিনেতা।
মেয়ের বাবাও কিছুই কম যান না। শ্বশুর হওয়ার আনন্দে পরিবারের সঙ্গে পায়ে পা মেলালেন বর্ষীয়ান অভিনেতা।
advertisement
7/14
অন্যদিকে ছেলের বিয়েতে আবেগঘন রাহুলের মা। তারই এক ঝলক প্রকাশ্যে এল ছবিতে। ছেলের জড়িয়ে ধরে রয়েছেন ক্রিকেটারের মা।
অন্যদিকে ছেলের বিয়েতে আবেগঘন রাহুলের মা। তারই এক ঝলক প্রকাশ্যে এল ছবিতে। ছেলের জড়িয়ে ধরে রয়েছেন ক্রিকেটারের মা।
advertisement
8/14
বিয়ের লগ্ন শুরু হওয়ার আগে সুনীল-পত্নী মানা শেট্টি মেয়ের বিয়ের রীতি আচার অনুষ্ঠান পালনে মগ্ন।
বিয়ের লগ্ন শুরু হওয়ার আগে সুনীল-পত্নী মানা শেট্টি মেয়ের বিয়ের রীতি আচার অনুষ্ঠান পালনে মগ্ন।
advertisement
9/14
গত ২৩ জানুয়ারি সাত পাকে বাঁধা পড়েছেন তারকা জুটি। কিন্তু ২১ তারিখ থেকেই শুরু হয়ে গিয়েছিল বিয়ের নানা অনুষ্ঠান। এর আগে গায়ে হলুদের ছবি দিয়েছিলেন নবদম্পতি।
গত ২৩ জানুয়ারি সাত পাকে বাঁধা পড়েছেন তারকা জুটি। কিন্তু ২১ তারিখ থেকেই শুরু হয়ে গিয়েছিল বিয়ের নানা অনুষ্ঠান। এর আগে গায়ে হলুদের ছবি দিয়েছিলেন নবদম্পতি।
advertisement
10/14
২০১৯ সালে প্রেমের বাঁধনে বাঁধা পড়েছিলেন এই জুটি। এক বন্ধুর মাধ্যমে রাহুলের সঙ্গে আলাপ হয় আথিয়ার। তার পরেই ঘনিষ্ঠতা বাড়ে। আর আজ তাঁরা বলিউড এবং ক্রিকেট জগতের নয়া দম্পতি।
২০১৯ সালে প্রেমের বাঁধনে বাঁধা পড়েছিলেন এই জুটি। এক বন্ধুর মাধ্যমে রাহুলের সঙ্গে আলাপ হয় আথিয়ার। তার পরেই ঘনিষ্ঠতা বাড়ে। আর আজ তাঁরা বলিউড এবং ক্রিকেট জগতের নয়া দম্পতি।
advertisement
11/14
রাহুল-আথিয়া নিজেদের সম্পর্ক নিয়ে যেমন কোনও দিন মুখ খোলেননি, একই ভাবে খুব বেশি লুকোছাপা করতেও দেখা যায়নি তাঁদের। একে অপরের সঙ্গে ঘনিষ্ঠ ছবি তুলে পোস্ট করেছেন। বিরুষ্কার সঙ্গে ক্রিকেট সফরে বিদেশে উড়ে যেতে দেখা গিয়েছিল বলি অভিনেত্রী আথিয়াকে।
রাহুল-আথিয়া নিজেদের সম্পর্ক নিয়ে যেমন কোনও দিন মুখ খোলেননি, একই ভাবে খুব বেশি লুকোছাপা করতেও দেখা যায়নি তাঁদের। একে অপরের সঙ্গে ঘনিষ্ঠ ছবি তুলে পোস্ট করেছেন। বিরুষ্কার সঙ্গে ক্রিকেট সফরে বিদেশে উড়ে যেতে দেখা গিয়েছিল বলি অভিনেত্রী আথিয়াকে।
advertisement
12/14
হানিমুন আপাতত হচ্ছে না। কেএল রাহুল আপাতত ক্রিকেটে ব্যস্ত থাকবেন। সামনেই বর্ডার-গাভাস্কার ট্রফি, তার জন্য টিম ইন্ডিয়ায় যোগ দেবেন রাহুল। অন্যদিকে নিজের ইউটিউব চ্যানেলের কাজ নিয়ে ব্যস্ততা বাড়বে আথিয়ার। তাই আইপিএলের পর নতুন বউকে নিয়ে হানিমুনে যাবেন বলে জানা যাচ্ছে।
হানিমুন আপাতত হচ্ছে না। কেএল রাহুল আপাতত ক্রিকেটে ব্যস্ত থাকবেন। সামনেই বর্ডার-গাভাস্কার ট্রফি, তার জন্য টিম ইন্ডিয়ায় যোগ দেবেন রাহুল। অন্যদিকে নিজের ইউটিউব চ্যানেলের কাজ নিয়ে ব্যস্ততা বাড়বে আথিয়ার। তাই আইপিএলের পর নতুন বউকে নিয়ে হানিমুনে যাবেন বলে জানা যাচ্ছে।
advertisement
13/14
বিয়ের গিফট নিয়ে চারদিকে এখন তুলকালাম হচ্ছে৷ সেলেবদের উপস্থিতিতে বিয়ে একেবারে চাঁদের হাট হয়ে গিয়েছিল৷ শোনা যাচ্ছিল বিয়েতে আথিয়া শেঠি ও কেএল রাহুল প্রচুর দামি দামি গিফট পেয়েছিলেন৷ কিন্তু এবার পরিবার মুখ খুলে বলেছেন না কেএল রাহুল ও আথিয়া শেঠি বিয়েতে এত দামি গিফট পাননি৷
বিয়ের গিফট নিয়ে চারদিকে এখন তুলকালাম হচ্ছে৷ সেলেবদের উপস্থিতিতে বিয়ে একেবারে চাঁদের হাট হয়ে গিয়েছিল৷ শোনা যাচ্ছিল বিয়েতে আথিয়া শেঠি ও কেএল রাহুল প্রচুর দামি দামি গিফট পেয়েছিলেন৷ কিন্তু এবার পরিবার মুখ খুলে বলেছেন না কেএল রাহুল ও আথিয়া শেঠি বিয়েতে এত দামি গিফট পাননি৷
advertisement
14/14
তবে যতই ছোট আয়োজন হোক না কেন, প্রাক বিবাহের আনন্দে যে কোনও খামতি ছিল না, তা এই সমস্ত ছবিতেই যেন স্পষ্ট। অনেক শুভেচ্ছা রাহুল-আথিয়াকে।
তবে যতই ছোট আয়োজন হোক না কেন, প্রাক বিবাহের আনন্দে যে কোনও খামতি ছিল না, তা এই সমস্ত ছবিতেই যেন স্পষ্ট। অনেক শুভেচ্ছা রাহুল-আথিয়াকে।
advertisement
advertisement
advertisement