Arshiya Mukherjee : মনে আছে ভুতুকে? সে আজ কিশোরী, কেমন আছে আর্শিয়া? দেখুন ছবিতে

Last Updated:
Arshiya Mukherjee : পরনে একটা ঢলঢলে বড় শার্ট, এলোমেলো চুল আর দুষ্টু মিষ্টি হাসি। এভাবেই ভূতের বেশে এসে দর্শকদের অবাক করত ভুতু বা আর্শিয়া মুখোপাধ্যায়।
1/6
ছোট পর্দার সেই খুদে মিষ্টি ভূতকে মনে আছে? ভুতু ধারাবাহিকে খুদে ভূতের চরিত্রে অভিনয় করে সাড়া ফেলেছিল আর্শিয়া মুখোপাধ্যায়। কেমন আছে এখন আর্শিয়া? এখন তিনি কী কাজ করছেন?
ছোট পর্দার সেই খুদে মিষ্টি ভূতকে মনে আছে? ভুতু ধারাবাহিকে খুদে ভূতের চরিত্রে অভিনয় করে সাড়া ফেলেছিল আর্শিয়া মুখোপাধ্যায়। কেমন আছে এখন আর্শিয়া? এখন তিনি কী কাজ করছেন?
advertisement
2/6
পরনে একটা ঢলঢলে বড় শার্ট, এলোমেলো চুল আর দুষ্টু মিষ্টি হাসি। এভাবেই ভূতের বেশে এসে দর্শকদের অবাক করত ভুতু বা আর্শিয়া মুখোপাধ্যায়। নজরে এসেছিল সে পরিচালকদেরও।
পরনে একটা ঢলঢলে বড় শার্ট, এলোমেলো চুল আর দুষ্টু মিষ্টি হাসি। এভাবেই ভূতের বেশে এসে দর্শকদের অবাক করত ভুতু বা আর্শিয়া মুখোপাধ্যায়। নজরে এসেছিল সে পরিচালকদেরও।
advertisement
3/6
মুম্বই থেকেও এসেছিল অভিনয়ের ডাক। ভুতুর অনুকরণে হয়েছিল একটি হিন্দি ধারাবাহিক। বেশ কিছুদিন মুম্বইতে ছিল আর্শিয়া।
মুম্বই থেকেও এসেছিল অভিনয়ের ডাক। ভুতুর অনুকরণে হয়েছিল একটি হিন্দি ধারাবাহিক। বেশ কিছুদিন মুম্বইতে ছিল আর্শিয়া।
advertisement
4/6
তবে এখন অভিনয় থেকে নিজেকে দূরে রেখেছে ছোট্ট ভুতু। তবে সে আর ততটা ছোট নেই। ইনস্টাগ্রামে প্রায়ই নিজের নানা ছবি শেয়ার করে আর্শিয়া।
তবে এখন অভিনয় থেকে নিজেকে দূরে রেখেছে ছোট্ট ভুতু। তবে সে আর ততটা ছোট নেই। ইনস্টাগ্রামে প্রায়ই নিজের নানা ছবি শেয়ার করে আর্শিয়া।
advertisement
5/6
এখন ভুতু কিশোরী। কখনও পরিবারের সঙ্গে আনন্দে কাটানো মুহূর্ত, কখনও আবার কোনও ক্যাফেতে কাটানো একান্ত মুহূর্ত। এভাবেই কাটে আর্শিয়ার দিন রাত।
এখন ভুতু কিশোরী। কখনও পরিবারের সঙ্গে আনন্দে কাটানো মুহূর্ত, কখনও আবার কোনও ক্যাফেতে কাটানো একান্ত মুহূর্ত। এভাবেই কাটে আর্শিয়ার দিন রাত।
advertisement
6/6
শেষ বার আর্শিয়াকে দেখা গিয়েছিল শ্রীকৃষ্ণভক্ত মীরা ধারাবাহিকে। এই ধারাবাহিকে শিশু মীরার চরিত্রে অভিনয় করেছিল সে।
শেষ বার আর্শিয়াকে দেখা গিয়েছিল শ্রীকৃষ্ণভক্ত মীরা ধারাবাহিকে। এই ধারাবাহিকে শিশু মীরার চরিত্রে অভিনয় করেছিল সে।
advertisement
advertisement
advertisement