Arjun kapoor: এ কী অবস্থা অর্জুনের! প্রথম দিনে ৩০০ টিকিটও বিক্রি হয়নি, লেডি কিলারের আয় লজ্জাজনক

Last Updated:
Arjun kapoor: একটি ছবি মুক্তি পেল। প্রেক্ষাগৃহে এল। কিন্তু কেউ তা ঘুণাক্ষরে টেরও পেল না। অর্জুন কাপুর এবং ভূমি পেডনেকার অভিনীত 'লেডি কিলার'-এর বক্স অফিসের হিসেবনিকেশ তেমনই বলছে।
1/5
একটি ছবি মুক্তি পেল। প্রেক্ষাগৃহে এল। কিন্তু কেউ তা ঘুণাক্ষরে টেরও পেল না। অর্জুন কাপুর এবং ভূমি পেডনেকার অভিনীত 'লেডি কিলার'-এর বক্স অফিসের হিসেবনিকেশ তেমনই বলছে।
একটি ছবি মুক্তি পেল। প্রেক্ষাগৃহে এল। কিন্তু কেউ তা ঘুণাক্ষরে টেরও পেল না। অর্জুন কাপুর এবং ভূমি পেডনেকার অভিনীত 'লেডি কিলার'-এর বক্স অফিসের হিসেবনিকেশ তেমনই বলছে।
advertisement
2/5
জানা গিয়েছে, প্রথম দিনে সারা দেশ জুড়ে ছবিটির মাত্র ২৯৩টি টিকিট বিক্রি হয়েছে। অর্জুন এবং ভূমির কেরিয়ারে এটিই তাঁদের একটি প্রথম দিনের ব্যবসার নিরিখে সর্বনিম্ন আয়।
জানা গিয়েছে, প্রথম দিনে সারা দেশ জুড়ে ছবিটির মাত্র ২৯৩টি টিকিট বিক্রি হয়েছে। অর্জুন এবং ভূমির কেরিয়ারে এটিই তাঁদের একটি প্রথম দিনের ব্যবসার নিরিখে সর্বনিম্ন আয়।
advertisement
3/5
লাখ টাকা তো দূরের কথা। প্রথম দিনে ৫০ হাজার টাকাও আয় করতে পারেনি ছবিটি। অর্জুন এবং ভূমি অভিনীত এই ছবির প্রথম দিনের আয় মাত্র ৩৮ হাজার টাকা।
লাখ টাকা তো দূরের কথা। প্রথম দিনে ৫০ হাজার টাকাও আয় করতে পারেনি ছবিটি। অর্জুন এবং ভূমি অভিনীত এই ছবির প্রথম দিনের আয় মাত্র ৩৮ হাজার টাকা।
advertisement
4/5
দীর্ঘ দিন কেরিয়ারে সাফল্যের মুখ দেখেননি অর্জুন। তাঁর শেষ ছবি 'কুত্তে'ও বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে।
দীর্ঘ দিন কেরিয়ারে সাফল্যের মুখ দেখেননি অর্জুন। তাঁর শেষ ছবি 'কুত্তে'ও বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে।
advertisement
5/5
এক সাক্ষাৎকারে অর্জুন বলেছিলেন, ছবিটির জন্য তিনি প্রচুর পরিশ্রম করেছেন। শারীরিক এনং মানসিক, দুই ভাবেই। কিন্তু তবুও সাফল্যের মুখ দেখল না অর্জুনের এই ছবি।
এক সাক্ষাৎকারে অর্জুন বলেছিলেন, ছবিটির জন্য তিনি প্রচুর পরিশ্রম করেছেন। শারীরিক এনং মানসিক, দুই ভাবেই। কিন্তু তবুও সাফল্যের মুখ দেখল না অর্জুনের এই ছবি।
advertisement
advertisement
advertisement