AR Rahman Seperation: ২৯ বছরের ঘর ভাঙল সুর সম্রাট এ আর রহমানের, মুখ খুললেন স্ত্রী, জানালেন...

Last Updated:
A R Rahman Wife Saira Banu: নিজেদের মধ্যে অগাধ প্রেম থাকা সত্ত্বেও প্রচুর দূরত্ব তৈরি হয়েছে যা আর মেটার নয়৷ এমনই জানানো হয়েছে এই প্রেস বিজ্ঞপ্তিতে৷
1/6
২৯ বছরের দাম্পত্য জীবনে ইতি৷ এ আর রহমানের ঘর আর করবেন না তাঁর স্ত্রী সায়রা বানু৷ মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এই বিষয়ে স্পষ্ট জানিয়ে দিলেন তিনি৷
২৯ বছরের দাম্পত্য জীবনে ইতি৷ এ আর রহমানের ঘর আর করবেন না তাঁর স্ত্রী সায়রা বানু৷ মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এই বিষয়ে স্পষ্ট জানিয়ে দিলেন তিনি৷
advertisement
2/6
জানানো হয়েছে যে বিয়ের এতগুলো বছর পর রহমানের স্ত্রী সায়রা বানু এই সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি বিচ্ছেদের পথে হাঁটবেন৷ অনেক মানসিক চাপানোতরের পরই এই সিদ্ধান্তে পৌঁছতে পেরেছেন তাঁরা৷ নিজেদের মধ্যে অগাধ প্রেম থাকা সত্ত্বেও নিজেদের মধ্যে প্রচুর দূরত্ব তৈরি হয়েছে যা আর মেটার নয়৷ এমনই জানানো হয়েছে এই প্রেস বিজ্ঞপ্তিতে৷
জানানো হয়েছে যে বিয়ের এতগুলো বছর পর রহমানের স্ত্রী সায়রা বানু এই সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি বিচ্ছেদের পথে হাঁটবেন৷ অনেক মানসিক চাপানোতরের পরই এই সিদ্ধান্তে পৌঁছতে পেরেছেন তাঁরা৷ নিজেদের মধ্যে অগাধ প্রেম থাকা সত্ত্বেও নিজেদের মধ্যে প্রচুর দূরত্ব তৈরি হয়েছে যা আর মেটার নয়৷ এমনই জানানো হয়েছে এই প্রেস বিজ্ঞপ্তিতে৷
advertisement
3/6
অনেক দুঃখে এবং বেদনায় এই সিদ্ধান্ত নিতে হয়েছে সায়রাকে৷ এই কঠিন সময় তিনি অন্তরালে থাকতে চান৷ সকলের যেন তাঁর ব্যক্তিগত জীবনে গোপনীয়তা বজায় রাখতে সাহায্য করেন, এমনই অনুরোধ করেছেন তিনি৷
অনেক দুঃখে এবং বেদনায় এই সিদ্ধান্ত নিতে হয়েছে সায়রাকে৷ এই কঠিন সময় তিনি অন্তরালে থাকতে চান৷ সকলের যেন তাঁর ব্যক্তিগত জীবনে গোপনীয়তা বজায় রাখতে সাহায্য করেন, এমনই অনুরোধ করেছেন তিনি৷
advertisement
4/6
১৯৯৫ সালে বিয়ে হয় এ আর রহমান ও সায়রার৷ দেখাশোনার বিয়ে ছিল তাঁদের৷ রহমানের মা নিজে বৌমাকে দেখে পছন্দ করেছিলেন৷ কারণ রহমান কাজে এতটাই ব্যস্ত ছিলেন যে তাঁর সময় ছিল না বিয়ের জন্য মেয়ে দেখার৷ ফলে মাকে এই দায়িত্ব নিতে হয়েছিল৷ একটি সাক্ষাৎকারে এমন জানিয়েছিলেন এ আর রহমান৷
১৯৯৫ সালে বিয়ে হয় এ আর রহমান ও সায়রার৷ দেখাশোনার বিয়ে ছিল তাঁদের৷ রহমানের মা নিজে বৌমাকে দেখে পছন্দ করেছিলেন৷ কারণ রহমান কাজে এতটাই ব্যস্ত ছিলেন যে তাঁর সময় ছিল না বিয়ের জন্য মেয়ে দেখার৷ ফলে মাকে এই দায়িত্ব নিতে হয়েছিল৷ একটি সাক্ষাৎকারে এমন জানিয়েছিলেন এ আর রহমান৷
advertisement
5/6
তিনি আরও জানিয়েছিলেন যে কাজে তিনি এতটাই ব্যস্ত যে মেয়ে খুঁজে বিয়ে করার মতো সময় তিনি ব্যয় করতে পারবেন না৷ আর তাঁর স্ত্রীকে হতে হবে বুঝদার, ,এই দাবিও ছিল রহমানের৷ কারণ সঙ্গীতই তাঁর জীবনের প্রথম প্রেম, এবং সেই সঙ্গীত সাধনায় কোনও বাধা তিনি আনে পারবেন না৷ ফলে এমন মেয়েকে তিনি বিয়ে করবেন যে তাঁকে তাঁর কাজের মধ্যে বিরক্ত করবে না, এই ছিল রহমানের শর্ত৷
তিনি আরও জানিয়েছিলেন যে কাজে তিনি এতটাই ব্যস্ত যে মেয়ে খুঁজে বিয়ে করার মতো সময় তিনি ব্যয় করতে পারবেন না৷ আর তাঁর স্ত্রীকে হতে হবে বুঝদার, ,এই দাবিও ছিল রহমানের৷ কারণ সঙ্গীতই তাঁর জীবনের প্রথম প্রেম, এবং সেই সঙ্গীত সাধনায় কোনও বাধা তিনি আনে পারবেন না৷ ফলে এমন মেয়েকে তিনি বিয়ে করবেন যে তাঁকে তাঁর কাজের মধ্যে বিরক্ত করবে না, এই ছিল রহমানের শর্ত৷
advertisement
6/6
এ আর রহমান ও সায়রার তিনটি সন্তান রয়েছে, খতিজা, রহিমা এবং আমিন রহমান৷
এ আর রহমান ও সায়রার তিনটি সন্তান রয়েছে, খতিজা, রহিমা এবং আমিন রহমান৷
advertisement
advertisement
advertisement