AR Rahman Seperation: ২৯ বছরের ঘর ভাঙল সুর সম্রাট এ আর রহমানের, মুখ খুললেন স্ত্রী, জানালেন...
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
A R Rahman Wife Saira Banu: নিজেদের মধ্যে অগাধ প্রেম থাকা সত্ত্বেও প্রচুর দূরত্ব তৈরি হয়েছে যা আর মেটার নয়৷ এমনই জানানো হয়েছে এই প্রেস বিজ্ঞপ্তিতে৷
advertisement
জানানো হয়েছে যে বিয়ের এতগুলো বছর পর রহমানের স্ত্রী সায়রা বানু এই সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি বিচ্ছেদের পথে হাঁটবেন৷ অনেক মানসিক চাপানোতরের পরই এই সিদ্ধান্তে পৌঁছতে পেরেছেন তাঁরা৷ নিজেদের মধ্যে অগাধ প্রেম থাকা সত্ত্বেও নিজেদের মধ্যে প্রচুর দূরত্ব তৈরি হয়েছে যা আর মেটার নয়৷ এমনই জানানো হয়েছে এই প্রেস বিজ্ঞপ্তিতে৷
advertisement
advertisement
advertisement
তিনি আরও জানিয়েছিলেন যে কাজে তিনি এতটাই ব্যস্ত যে মেয়ে খুঁজে বিয়ে করার মতো সময় তিনি ব্যয় করতে পারবেন না৷ আর তাঁর স্ত্রীকে হতে হবে বুঝদার, ,এই দাবিও ছিল রহমানের৷ কারণ সঙ্গীতই তাঁর জীবনের প্রথম প্রেম, এবং সেই সঙ্গীত সাধনায় কোনও বাধা তিনি আনে পারবেন না৷ ফলে এমন মেয়েকে তিনি বিয়ে করবেন যে তাঁকে তাঁর কাজের মধ্যে বিরক্ত করবে না, এই ছিল রহমানের শর্ত৷
advertisement