Aprakashito: জনপ্রিয় সাহিত্যিকের জীবনের পরতে পরতে জড়িয়ে রহস্য-রোমাঞ্চ, ৬ সেপ্টেম্বর বড় পর্দায় আসতে চলেছে ‘অপ্রকাশিত’
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
আগামী ৬ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি। রহস্য-রোমাঞ্চে মোড়া ‘অপ্রকাশিত’ পরিচালনা করেছেন সোহম আচার্য। আর ছবিটি প্রযোজনা করেছেন স্বর্ণালী আচার্য।
advertisement
এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে জয় সেনগুপ্ত, আরিয়ান ভৌমিক, দেবলীনা দত্ত, লামা হালদার, রানা বসু ঠাকুর এবং বুদ্ধদেব ভট্টাচার্যের মতো জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীদের। ‘অপ্রকাশিত’ ছবির ক্যামেরা করেছেন আশিস হালদার। পোস্ট প্রোডাকশনের দায়িত্বে রয়েছেন টকি স্টুডিও। চিত্রনাট্য লিখেছেন সোহম এবং স্বর্ণালী।
advertisement
সম্পাদনার দায়িত্ব সামলেছেন অভিষেক মণ্ডল। সঙ্গীত করেছেন সোহম আচার্য। আর প্রধান সহযোগী পরিচালকের দায়িত্বে রয়েছেন মেহবুব উল হক্। ‘অপ্রকাশিত’ ছবিটির পরতে পরতে জড়িয়ে রয়েছে রহস্য। আসলে পাঠক মহলে প্রবল সমালোচিত প্রখ্যাত সাহিত্যিক অমিত দত্তকে ঘিরে আবর্তিত হয়েছে এই ছবির গল্প। সংবাদমাধ্যমের তরফে জানানো হয় যে, তিনি অন্যের লেখা নিজের নামে ছাপিয়ে খ্যাতি পেতে চান।
advertisement
এমনকী, অমিতের বিরুদ্ধে এ-ও অভিযোগ ওঠে যে, বিগত দুই দশক ধরে তাঁর যে খ্যাতি-অর্থ, সেই সব কিছুর অন্তরালেই লুকিয়ে রয়েছে তাঁর নৃশংস অপরাধ। এইসব অভিযোগের মোকাবিলা করতে গিয়ে তিনি তর্কাতর্কি থেকে ছোটোখাটো হাতাহাতি এবং পুলিশি ঝামেলায় পর্যন্ত জড়িয়ে যান। জানা যায় যে, প্রতিহিংসাবশত সাহিত্যিকের প্রাক্তন স্ত্রী-ও কিন্তু এই মিডিয়া গোষ্ঠীর ষড়যন্ত্রে শামিল। আর সেই ষড়যন্ত্রের মোক্ষম জবাব দেওয়ার জন্যে অমিত দত্ত কোনও উপায় খুঁজে পান না।
advertisement
অবশেষে এক নবীন সাংবাদিকের পরামর্শে নিজের জীবনী প্রকাশ করার সিদ্ধান্ত নেন অমিত দত্ত। ভেবেছিলেন যে, এই জীবনী প্রকাশের মাধ্যমে হয়তো তিনি পাঠক মহলে নিজের হারিয়ে যাওয়া সম্মান আবার ফিরে পাবেন। দিনের পর দিন ওই নবীন সাংবাদিকের সামনে নিজের জীবনের সংগ্রাম, খ্যাতি, অর্থ, পুরস্কার প্রাপ্তির ঘটনা তুলে ধরতে থাকেন সাহিত্যিক।
advertisement
advertisement
advertisement
advertisement
