. স্বামীর সফরসঙ্গিনী হয়ে তিনি এখন ইংল্যান্ডের সাদাম্পটনের এজিয়াস বোল-এ ৷ এখানেই অনুষ্ঠিত হবে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ৷ বিরাটের খেলা শুরুর আগে অনুষ্কাই ফ্যাশনের ফুল ফর্মে ৷ ইনস্টাগ্রামে দিলেন সবুজ ক্রীড়া অন্তর্বাসে ৷ কোথাও আবার সাদাকালো ক্যাজুয়ালে অনন্যা বিরাট-ঘরণি ৷ পরনে স্টাইলিশ জামা থাকলেও মুখে মাস্ক ৷ কোভিড-বিধি ভোলেননি ভারতীয় ক্রিকেটের ফার্স্ট লেডি ৷ স্টেডিয়ামের মুডের সঙ্গে মানানসই ট্র্যাকপ্যান্টস ও হুডিতে ফ্রেমবন্দি নায়িকা ৷ সমুদ্রের জলের সঙ্গে যেন মিলেমিশে গিয়েছে তাঁর রিপড শর্টস ৷ কাঁচাসোনা রোদ ও ডেনিমের যুগলবন্দিতে ফোটোজেনিক অনুষ্কা ৷ ডেনিম ও টি শার্টেও তিনি অভিজাত ৷ স্ট্রাইপ শার্ট ও ঢিলেঢালা ডেনিমে এক মেয়ের মা অনুষ্কা যেন চিরতরুণী কলেজছাত্রী ৷ ক্যাজুয়াল মুডেও গ্ল্যামার ছেড়ে যায়নি অনুষ্কাকে ৷ কাজের মতো তাঁর পোশাকও বর্ণময় ৷ স্ত্রী ও কন্যার সাহচর্যে কেমন খেলেন বিরাট কোহলি, দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা ৷